ETV Bharat / state

দার্জিলিংয়ের পথে BJP প্রার্থীকে কালো পতাকা - Morcha

দার্জিলিঙে যাওয়ার পথে BJP প্রার্থীকে কালো পতাকা দেখাল বিনয়পন্থী কর্মী-সমর্থকরা।

d
author img

By

Published : Mar 26, 2019, 1:56 AM IST

দার্জিলিং, ২৬ মার্চ : দার্জিলিঙে যাওয়ার পথে BJP প্রার্থী রাজু বিস্তকে কালো পতাকা দেখাল মোর্চার বিনয়পন্থী কর্মী-সমর্থকরা। তবে রাজুকে স্বাগত জানিয়েছে GNLF কর্মীরা। গতকাল বাগডোগরা থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্সিয়াং-এ রাজুকে মোর্চার বিনয়পন্থীরা কালো পতাকা দেখায়।

দেখুন ভিডিয়ো

মণিপুরের বাসিন্দা রাজুকে BJP দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষোভ ছড়িয়েছে মোর্চার বিমলপন্থীদের মধ্যে। বহিরাগতকে BJP প্রার্থী করেছে, এই অভিযোগ তুলে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ ছেড়েছেন স্বরাজ থাপা।

BJP সূত্রে খবর, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন রাজু। গতকাল দার্জিলিং লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী সমন পাঠক মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, "তৃণমূলের সঙ্গে মোর্চার বিনয় শিবির এবং BJP-র সঙ্গে মোর্চার বিমলপন্থী শিবির ও GNLF-এর জোট দার্জিলিংয়ের পক্ষে ভালো নয়। এই জোট দুর্ভাগ্যজনক।"

দার্জিলিং, ২৬ মার্চ : দার্জিলিঙে যাওয়ার পথে BJP প্রার্থী রাজু বিস্তকে কালো পতাকা দেখাল মোর্চার বিনয়পন্থী কর্মী-সমর্থকরা। তবে রাজুকে স্বাগত জানিয়েছে GNLF কর্মীরা। গতকাল বাগডোগরা থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্সিয়াং-এ রাজুকে মোর্চার বিনয়পন্থীরা কালো পতাকা দেখায়।

দেখুন ভিডিয়ো

মণিপুরের বাসিন্দা রাজুকে BJP দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষোভ ছড়িয়েছে মোর্চার বিমলপন্থীদের মধ্যে। বহিরাগতকে BJP প্রার্থী করেছে, এই অভিযোগ তুলে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ ছেড়েছেন স্বরাজ থাপা।

BJP সূত্রে খবর, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন রাজু। গতকাল দার্জিলিং লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী সমন পাঠক মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, "তৃণমূলের সঙ্গে মোর্চার বিনয় শিবির এবং BJP-র সঙ্গে মোর্চার বিমলপন্থী শিবির ও GNLF-এর জোট দার্জিলিংয়ের পক্ষে ভালো নয়। এই জোট দুর্ভাগ্যজনক।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.