ETV Bharat / state

CAA-র স্বপক্ষে শিলিগুড়িতে সভা ও পদযাত্রার প্রস্তুতি BJP-র - siliguri

রাজ্যে উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী BJP ৷ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছেন দলের সাংসদ ৷ CAA-র স্বপক্ষে 23 ডিসেম্বর সভা ও 24  ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সব জেলার দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা ও সভার প্রস্তুতি শুরু করেছে BJP ৷ এ বিষয়ে আজ শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে মিলিত হন রাজ্য ও জেলা নেতৃত্ব ৷

শিলিগুড়িতে সভা
শিলিগুড়িতে সভা
author img

By

Published : Dec 18, 2019, 10:41 PM IST

শিলিগুড়ি, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে উত্তরবঙ্গের আট জেলার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সভা ও পদযাত্রা করার সিদ্ধান্ত নিল BJP ৷ এজন্য প্রস্তুতি শুরু করে দিল দল ৷ এই সভা শিলিগুড়িতে 24 ডিসেম্বর হবে বলে জানা গেছে ৷

রাজ্যে উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী BJP ৷ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছেন দলের সাংসদ ৷ CAA-র স্বপক্ষে 23 ডিসেম্বর সভা ও 24 ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সব জেলার দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা ও সভার প্রস্তুতি শুরু করেছে BJP ৷ এ বিষয়ে আজ শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে মিলিত হন রাজ্য ও জেলা নেতৃত্ব ৷

BJP-র দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি দেশের আইনের পক্ষে প্রচার করার ৷ আমরা জানি, পুলিশ অনুমতি দেবে না ৷ তা সত্ত্বেও আমাদের কর্মসূচি হবেই ৷"

শিলিগুড়ি, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে উত্তরবঙ্গের আট জেলার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সভা ও পদযাত্রা করার সিদ্ধান্ত নিল BJP ৷ এজন্য প্রস্তুতি শুরু করে দিল দল ৷ এই সভা শিলিগুড়িতে 24 ডিসেম্বর হবে বলে জানা গেছে ৷

রাজ্যে উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী BJP ৷ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছেন দলের সাংসদ ৷ CAA-র স্বপক্ষে 23 ডিসেম্বর সভা ও 24 ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সব জেলার দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা ও সভার প্রস্তুতি শুরু করেছে BJP ৷ এ বিষয়ে আজ শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে মিলিত হন রাজ্য ও জেলা নেতৃত্ব ৷

BJP-র দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি দেশের আইনের পক্ষে প্রচার করার ৷ আমরা জানি, পুলিশ অনুমতি দেবে না ৷ তা সত্ত্বেও আমাদের কর্মসূচি হবেই ৷"

Intro:নাগরিকত্ব আইনের স্বপক্ষে উত্তরবঙ্গের 8 জেলার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আগামী 24 শে ডিসেম্বর শিলিগুড়িতে বড় সভা এবং পদযাত্রা করবে বিজেপি। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল দল।


Body:এ রাজ্যে উত্তরবঙ্গেই শক্তিশালী বিজেপি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছেন দলের সাংসদ। তাই আগামী 23 শে ডিসেম্বর কলকাতায় নাগরিকত্ব বিল এর স্বপক্ষে সভার পর 24 তারিখে শিলিগুড়িতে উত্তরবঙ্গের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পদযাত্রার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যে আজ শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে মিলিত হন রাজ্য এবং জেলার নেতৃত্ব। বিজেপির দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল জানান আমরা প্রস্তুতি নিচ্ছি দেশের আইনের পক্ষে প্রচার করবো। আমরা জানি পুলিশ অনুমতি দেবে না। তা সত্ত্বেও আমাদের কর্মসূচি হবেই। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দলীয় সাংসদ এবং দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতারা ওই দিন শিলিগুড়িতে হাজির থাকবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.