শিলিগুড়ি, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে উত্তরবঙ্গের আট জেলার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সভা ও পদযাত্রা করার সিদ্ধান্ত নিল BJP ৷ এজন্য প্রস্তুতি শুরু করে দিল দল ৷ এই সভা শিলিগুড়িতে 24 ডিসেম্বর হবে বলে জানা গেছে ৷
রাজ্যে উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী BJP ৷ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছেন দলের সাংসদ ৷ CAA-র স্বপক্ষে 23 ডিসেম্বর সভা ও 24 ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সব জেলার দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা ও সভার প্রস্তুতি শুরু করেছে BJP ৷ এ বিষয়ে আজ শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে মিলিত হন রাজ্য ও জেলা নেতৃত্ব ৷
BJP-র দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি দেশের আইনের পক্ষে প্রচার করার ৷ আমরা জানি, পুলিশ অনুমতি দেবে না ৷ তা সত্ত্বেও আমাদের কর্মসূচি হবেই ৷"