দার্জিলিং, 6 মে : কেন্দ্রের তালিকায় রেড জ়োনে দার্জিলিং ও কালিম্পং । তা সত্ত্বেও লকডাউনে পাহাড়ে ভিড় বাড়ায় উদ্বেগ প্রকাশ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং । আর এই বাড়তে থাকা ভিড়ের জন্য পরোক্ষভাবে সাধারণ মানুষকেই দায়ি করেন তিনি ।
গতকাল তিনি বলেন, "লকডাউন অমান্য করে যেভাবে মানুষ বেরোচ্ছেন সেটা কাম্য নয় । এখন পাহাড় কোরোনামুক্ত । কিন্তু লকডাউন না মানলে সংক্রমণের আশঙ্কা রয়েছে । তার জন্য কে দায়ি থাকবে ? সরকার, জেলা প্রশাসন, GTA কাউকেই দায়ি করা ঠিক হবে না । কারণ তারা সংক্রমণ ঠেকাতে যা যা প্রয়োজনীয় তা করছে । মানুষকে বার বার ঘরে থাকতে বলা হচ্ছে । কয়েকদিন লকডাউন অমান্যকারীদের ধরপাকড়ও করা হয় । সর্বত্রে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে । কিন্তু তারপরও মানুষ লকডাউন অমান্য করছেন ।"
কেন্দ্রীয় সরকার সম্প্রতি দার্জিলিং ও কালিম্পং-কে অরেঞ্জ থেকে রেড জ়োনের আওতায় এনেছে । তবে, রাজ্য সরকারের তালিকায় অরেঞ্জ জ়োনেই রয়েছে এই দুই জেলা । কিন্তু কোরোনা রুখতে সাবধানতা ও স্বাস্থ্যবিধিতে কোনওরকম ফাঁক রাখতে চান না বিনয় তামাং ।