ETV Bharat / state

এবার মিলে গেল তিস্তা-রঙ্গিত, পতাকা ফেরত পেয়েই মন্তব্য বিমল গুরুংয়ের - Binay Tamang latest news today

বৃহস্পতিবার আচমকা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । একই সঙ্গে প্রতিষ্ঠাতা বিমল গুরুংয়ের হাতে মোর্চার দায়িত্ব ফিরিয়ে দিতে চান বলেও জানান তিনি৷ তার পর শুক্রবার বিনয়পন্থী মোর্চা সমর্থকরা তাঁদের পতাকা ফেরত দেন গুরুংয়ের কাছে ৷

vbimal gurung welcome binay tamang decision to return flag of his supporter
এবার মিলে গেল তিস্তা-রঙ্গিত, পতাকা ফেরত পেয়েই মন্তব্য বিমল গুরুংয়ের
author img

By

Published : Jul 16, 2021, 8:19 PM IST

দার্জিলিং, 16 জুলাই : "এবার তিস্তা আর রঙ্গিত মিলে গেল ।" বিনয় তামাংয়ের পদত্যাগ নিয়ে এমনই মন্তব্য করলেন মোর্চা নেতা বিমল গুরুং । শুক্রবার দার্জিলিংয়ের পাতলেবাসে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে বিনয়পন্থী মোর্চা সমর্থকরা পতাকা ফেরত দেন ৷ তার পরই এই কথা জানান বিমল গুরুং ৷

বিনয় তামাংয়ের ঘোষণা মতোই সমস্ত বিনয়পন্থী পতাকা ফেরত দেওয়া বিমল গুরুংয়ের কাছে ৷ বিনয় তামাংয়ের পতাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং । শুধু তাই নয় । আগামীতে বিনয় তামাংয়ের জন্য সবসময় দরজা খোলা রয়েছে বলে জানান তিনি ।

আরও পড়ুন : Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ

এদিন পতাকা ফেরত পেয়ে উচ্ছসিত বিমল গুরুং এবং রোশন গিরি । বিমল গুরুং বলেন, "2007 সালে আমরা হাতেগোনা কয়েকজন গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা তৈরি করেছিলাম । তার মধ্যে একজন ছিলেন বিনয় তামাং । কিন্তু পরবর্তীতে পতাকা ও প্রতীক নিয়ে আদালতে মামলা হলে নির্দল প্রতীক ও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে । বিনয় তামাং যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই ।’’

এবার মিলে গেল তিস্তা-রঙ্গিত, পতাকা ফেরত পেয়েই মন্তব্য বিমল গুরুংয়ের

বৃহস্পতিবার আচমকা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । পদত্যাগ করার পাশাপাশি দলের পতাকা এবং প্রতীক প্রতিষ্ঠাতা বিমল গুরুংয়ের কাছে ফেরত দিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি । সেই মতো এদিন তাঁর অনুগামীরা গিয়ে সমস্ত পতাকা বিমল ও রোশনের হাতে তুলে দেন ।

আরও পড়ুন : বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

যদিও এই বিবাদ এত সহজে থামার নয়৷ কারণ, শুক্রবার কার্শিয়াংয়ের নয়াবস্তির টাউন হলে বিনয় তামাংয়ের পদত্যাগের পরেই জরুরি বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা ৷ এদিন মোট 26 জনের কেন্দ্রীয় নেতা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে অনিত থাপাকে কার্যকরী সভাপতি করা হোক । অনিত থাপাকে কার্যকরী সভাপতি করার প্রস্তাব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডিকে গুরুং । সভায় উপস্থিত সদস্যরা সমর্থন করলে সভার অধ্যক্ষ সতীশ পোখরেল কার্যকরী সভাপতি হিসেবে অনিত থাপার নাম ঘোষণা করেন । ফলে আগের মতো মোর্চায় বিভাজন রয়েই গেল বলে মনে করা হচ্ছে ৷

দার্জিলিং, 16 জুলাই : "এবার তিস্তা আর রঙ্গিত মিলে গেল ।" বিনয় তামাংয়ের পদত্যাগ নিয়ে এমনই মন্তব্য করলেন মোর্চা নেতা বিমল গুরুং । শুক্রবার দার্জিলিংয়ের পাতলেবাসে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে বিনয়পন্থী মোর্চা সমর্থকরা পতাকা ফেরত দেন ৷ তার পরই এই কথা জানান বিমল গুরুং ৷

বিনয় তামাংয়ের ঘোষণা মতোই সমস্ত বিনয়পন্থী পতাকা ফেরত দেওয়া বিমল গুরুংয়ের কাছে ৷ বিনয় তামাংয়ের পতাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং । শুধু তাই নয় । আগামীতে বিনয় তামাংয়ের জন্য সবসময় দরজা খোলা রয়েছে বলে জানান তিনি ।

আরও পড়ুন : Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ

এদিন পতাকা ফেরত পেয়ে উচ্ছসিত বিমল গুরুং এবং রোশন গিরি । বিমল গুরুং বলেন, "2007 সালে আমরা হাতেগোনা কয়েকজন গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা তৈরি করেছিলাম । তার মধ্যে একজন ছিলেন বিনয় তামাং । কিন্তু পরবর্তীতে পতাকা ও প্রতীক নিয়ে আদালতে মামলা হলে নির্দল প্রতীক ও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে । বিনয় তামাং যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই ।’’

এবার মিলে গেল তিস্তা-রঙ্গিত, পতাকা ফেরত পেয়েই মন্তব্য বিমল গুরুংয়ের

বৃহস্পতিবার আচমকা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । পদত্যাগ করার পাশাপাশি দলের পতাকা এবং প্রতীক প্রতিষ্ঠাতা বিমল গুরুংয়ের কাছে ফেরত দিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি । সেই মতো এদিন তাঁর অনুগামীরা গিয়ে সমস্ত পতাকা বিমল ও রোশনের হাতে তুলে দেন ।

আরও পড়ুন : বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

যদিও এই বিবাদ এত সহজে থামার নয়৷ কারণ, শুক্রবার কার্শিয়াংয়ের নয়াবস্তির টাউন হলে বিনয় তামাংয়ের পদত্যাগের পরেই জরুরি বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা ৷ এদিন মোট 26 জনের কেন্দ্রীয় নেতা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে অনিত থাপাকে কার্যকরী সভাপতি করা হোক । অনিত থাপাকে কার্যকরী সভাপতি করার প্রস্তাব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডিকে গুরুং । সভায় উপস্থিত সদস্যরা সমর্থন করলে সভার অধ্যক্ষ সতীশ পোখরেল কার্যকরী সভাপতি হিসেবে অনিত থাপার নাম ঘোষণা করেন । ফলে আগের মতো মোর্চায় বিভাজন রয়েই গেল বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.