ETV Bharat / state

BJP Meeting on Separate State: পৃথক রাজ্যের ইস্যুতে দিল্লিতে বিজেপির মুখোমুখি বিমল গুরুং, অনন্ত মহারাজ - পৃথক রাজ্য ইস্যুতে দিল্লিতে বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের ইস্যু মাথাচারা দিচ্ছে (BJP Meeting on Separate State) ৷ বিজেপি সূত্রে খবর, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক করবেন বিমল গুরুং অনন্ত মহারাজরা ৷ সেই সঙ্গে আরও বেশ কয়েকজন বড় নাম সেই বৈঠকে থাকার কথা রয়েছে ৷

BJP Meeting on Separate State ETV BHARAT
BJP Meeting on Separate State ETV BHARAT
author img

By

Published : Mar 3, 2023, 9:25 PM IST

দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পথে বিমল গুরুং

দার্জিলিং, 3 মার্চ: পৃথক রাজ্যের দাবিতে সরব নেতৃত্বদের সঙ্গে নিয়ে দিল্লিতে বৈঠকের ডাক বিজেপির (Bimal Gurung and Ananta Maharaj Meet BJP) ! এমনটাই তথ্য উঠে আসছে গেরুয়া শিবির সূত্রে ৷ শুধু তাই নয়। দিল্লির সেই বৈঠকে থাকার কথা রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও চিফ জীবন সিংয়ের ৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিকমহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিচ্ছিন্নতাবাদীর সংগঠনের নেতাদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল ৷

জানা গিয়েছে সেই বৈঠকে থাকার কথা রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের ৷ কামতাপুর পিপল পার্টির প্রধান অনন্ত মহারাজও থাকবেন ৷ তিনি আমন্ত্রণের কথা স্বীকার করে নিয়েছেন ৷ তবে, বৈঠকের আমন্ত্রণ নিয়ে মুখ খুলতে চাননি বিমল গুরুং ৷ শুক্রবার দার্জিলিং থেকে সড়কপথে শিলিগুড়ি পৌঁছে বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিমল গুরুং ৷ গোর্খা জনমুক্তি মোর্চার 5 জনের একটি দল দিল্লি গিয়েছে ৷ কিন্তু বিমল গুরুং আমন্ত্রণের কথা স্বীকার করেননি ৷

তবে কি বিমল গুরুং এখনও রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে চলছেন ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিকমহলে ৷ পাহাড়ে ক্ষমতায় ফিরে আসতে আবার গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বিমল গুরুং ৷ জানা গিয়েছে, রবিবার কালিম্পং ও সিকিম সীমানা রংপোর রানীবনে আরএসএস-এর সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন বিমল গুরুং ৷ আর তারপরেই বিজেপির সঙ্গে বৈঠকের ডাক আসে তাঁর কাছে ৷

শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, ‘‘আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি ৷ আমার হরিদ্বারে যাওয়ার কথা রয়েছে ৷’’ তবে, নির্বাচনের আগে এই বিচ্ছন্নতাবাদী শক্তিদের উস্কানি দেয় ৷ রাজ্যকে বিভাজনের কথা বলে বিজেপি ৷ এটা একটা গভীর ষড়যন্ত্র ৷’’ সূত্রের খবর, অসমে গা ঢাকা দিয়ে থাকা কেএলও চিফ জীবন সিংহ বৈঠকে থাকছেন ৷ এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সেখানে থাকতে পারেন ৷

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বঙ্গভঙ্গ ইস্যুতে পাহাড়ে বনধ ! সমর্থন করছে না জিএনএলএফ

রাজনৈতিকমহল মনে করছে, লোকসভা নির্বাচনের আগে বিমল গুরুং, অনন্ত মহারাজ ও জীবন সিংহকে হাতিয়ার করে উত্তরে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি ৷ উত্তরবঙ্গে উপনির্বাচনে পরাজয়ের পর, তাই বিরোধী শক্তির সঙ্গে জোট করার ভাবনাচিন্তা শুরু করেছে গেরুয়া শিবির ৷ পাহাড়ে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন হলেও ক্ষমতা হারিয়েছেন তিনি ৷ এখন অনিত থাপার সঙ্গে জোট করে পাহাড়ে নিজের ক্ষমতা বজায় রেখেছে রাজ্যের শাসকদল ৷ এমত অবস্থায় আগামী বছর লোকসভা নির্বাচনে পাহাড়ের আসন হারানোর সম্ভাবনা রয়েছে বিজেপির ৷ একই পরিস্থিতি আলিপুরদুয়ার ও কোচবিহারেও ৷ যে কারণে বিমল ও অনন্তদের হাত ধরতে চাইছেন নাড্ডারা ৷

দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পথে বিমল গুরুং

দার্জিলিং, 3 মার্চ: পৃথক রাজ্যের দাবিতে সরব নেতৃত্বদের সঙ্গে নিয়ে দিল্লিতে বৈঠকের ডাক বিজেপির (Bimal Gurung and Ananta Maharaj Meet BJP) ! এমনটাই তথ্য উঠে আসছে গেরুয়া শিবির সূত্রে ৷ শুধু তাই নয়। দিল্লির সেই বৈঠকে থাকার কথা রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও চিফ জীবন সিংয়ের ৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিকমহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিচ্ছিন্নতাবাদীর সংগঠনের নেতাদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল ৷

জানা গিয়েছে সেই বৈঠকে থাকার কথা রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের ৷ কামতাপুর পিপল পার্টির প্রধান অনন্ত মহারাজও থাকবেন ৷ তিনি আমন্ত্রণের কথা স্বীকার করে নিয়েছেন ৷ তবে, বৈঠকের আমন্ত্রণ নিয়ে মুখ খুলতে চাননি বিমল গুরুং ৷ শুক্রবার দার্জিলিং থেকে সড়কপথে শিলিগুড়ি পৌঁছে বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিমল গুরুং ৷ গোর্খা জনমুক্তি মোর্চার 5 জনের একটি দল দিল্লি গিয়েছে ৷ কিন্তু বিমল গুরুং আমন্ত্রণের কথা স্বীকার করেননি ৷

তবে কি বিমল গুরুং এখনও রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে চলছেন ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিকমহলে ৷ পাহাড়ে ক্ষমতায় ফিরে আসতে আবার গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বিমল গুরুং ৷ জানা গিয়েছে, রবিবার কালিম্পং ও সিকিম সীমানা রংপোর রানীবনে আরএসএস-এর সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন বিমল গুরুং ৷ আর তারপরেই বিজেপির সঙ্গে বৈঠকের ডাক আসে তাঁর কাছে ৷

শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, ‘‘আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি ৷ আমার হরিদ্বারে যাওয়ার কথা রয়েছে ৷’’ তবে, নির্বাচনের আগে এই বিচ্ছন্নতাবাদী শক্তিদের উস্কানি দেয় ৷ রাজ্যকে বিভাজনের কথা বলে বিজেপি ৷ এটা একটা গভীর ষড়যন্ত্র ৷’’ সূত্রের খবর, অসমে গা ঢাকা দিয়ে থাকা কেএলও চিফ জীবন সিংহ বৈঠকে থাকছেন ৷ এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সেখানে থাকতে পারেন ৷

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বঙ্গভঙ্গ ইস্যুতে পাহাড়ে বনধ ! সমর্থন করছে না জিএনএলএফ

রাজনৈতিকমহল মনে করছে, লোকসভা নির্বাচনের আগে বিমল গুরুং, অনন্ত মহারাজ ও জীবন সিংহকে হাতিয়ার করে উত্তরে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি ৷ উত্তরবঙ্গে উপনির্বাচনে পরাজয়ের পর, তাই বিরোধী শক্তির সঙ্গে জোট করার ভাবনাচিন্তা শুরু করেছে গেরুয়া শিবির ৷ পাহাড়ে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন হলেও ক্ষমতা হারিয়েছেন তিনি ৷ এখন অনিত থাপার সঙ্গে জোট করে পাহাড়ে নিজের ক্ষমতা বজায় রেখেছে রাজ্যের শাসকদল ৷ এমত অবস্থায় আগামী বছর লোকসভা নির্বাচনে পাহাড়ের আসন হারানোর সম্ভাবনা রয়েছে বিজেপির ৷ একই পরিস্থিতি আলিপুরদুয়ার ও কোচবিহারেও ৷ যে কারণে বিমল ও অনন্তদের হাত ধরতে চাইছেন নাড্ডারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.