দার্জিলিং, 16 জানুয়ারি: অনিত থাপার বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ বিমল গুরুংয়ের ৷ আর সেই নোংরা রাজনীতির শিকার হয়েছেন দার্জিলিংবাসীরা ৷ অনিত থাপা দার্জিলিং পৌরসভায় ক্ষমতা দখল (BGPM in Darjeeling Municipality) করার পর এমনই অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি, জানিয়েছেন এবার থেকে এবার জোটবদ্ধভাবে লড়াই করবেন তাঁরা ৷ ক্ষমতা হারিয়ে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড জানিয়েছেন, এবার তাঁরা বিরোধী হিসেবে লড়াই করবেন ৷
সোমবার দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয় ৷ সেই নির্বাচনে হামরো পার্টির 12 জন ও গোর্খা জনমুক্তি মোর্চার 3 কাউন্সিলর অংশগ্রহণ করেননি ৷ ফলে অনাস্থা ভোটে হামরো পার্টিকে হারানোর পর, এদিন 2 তৃণমূল কাউন্সিলরের সমর্থনে দার্জিলিং পৌরসভায় বোর্ড গঠন করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ আর তারপরেই রীতিমতো সরগরম পাহাড়ের রাজনীতি ৷
এদিন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জয় পেতেই দীপেন ঠাকুরিকে চেয়ারপার্সন ও প্রতিভা রাইকে ভাইস-চেয়ারপার্সন করার কথা ঘোষণা করেন অনিত থাপা ৷ প্রতিভা রাই গোর্খা জনমুক্তি মোর্চার আমলে দার্জিলিং পৌরসভার চেয়ারপার্সনের পদ সামলেছিলেন ৷ দল বদলের পর তাঁকে ভাইস-চেয়ারপার্সনের পদ দিলেন অনিত থাপা ৷ তবে, ক্ষমতা হারিয়ে এখন অজয় এডওয়ার্ড এবং বিমল গুরুং বিরোধী শক্তি বাড়ানো উদ্দেশ্যে নেমেছেন ৷
অন্যদিকে, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর লামা পদত্যাগ করায় সেটিতে এবার উপনির্বাচন হবে ৷ উল্লেখ্য গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট করে প্রথমে ক্ষমতা বাঁচানোর চেষ্টা করেছিলেন অজয় এডওয়ার্ড ৷ কিন্তু, চূড়ান্ত পরীক্ষায় অসফল হয়েছেন অজয়-বিমল দুই শিবিরই ৷ তাই পরাজয়ের পর আক্ষেপ ও ক্ষোভের সুর দুই নেতার গলাতেই ৷
তবে, জিটিএ-এর পর এবার দার্জিলিং পৌরসভাও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে ৷ অনিত থাপা বলেন, ‘‘পাহাড়ে অনেক কাজ রয়েছে ৷ দার্জিলিংকে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে ৷ যানজটের সমস্যা রয়েছে ৷ পৌরসভায় রাজনৈতিক কর্মসূচি হচ্ছে ৷ এসব বন্ধ করা হবে ৷ প্রতিভা রাই ভাইস-চেয়ারপার্সন পদ সামলাবেন ৷’’
আরও পড়ুন: আজ দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন
তবে, হারের পর বিমল গুরুং বলেন, ‘‘নোংরা রাজনীতি করলেন অনিত থাপা ৷ হামরো পার্টি ক্ষমতায় ছিল ৷ তাদের চালাতে দেওয়া উচিত ছিল ৷ কিন্তু, এবার বিরোধীরা আরও শক্তিশালী হবে ৷’’ অজয় এডওয়ার্ড বলেন, ‘‘আমাদের অনৈতিকভাবে সরানো হল ৷ আমাদের কাউন্সিলররা দূর্নীতির সঙ্গে আপোস করেনি ৷ সফলতার সঙ্গে পৌরসভা পরিচালনা করেছে ৷ মোর্চার কাউন্সিলররাও আমাদের সহযোগিতা করেছে ৷ কিন্তু আমাদের আইনি লড়াই জারি থাকবে ৷’’