শিলিগুড়ি, 25 নভেম্বর : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । তাঁকে স্বাগত জানাতে নার্সিংহোম থেকে বাইক র্যালির আয়োজন করেছিল ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । নার্সিংহোম থেকে বাইক র্যালি করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ।
6 নভেম্বর কোরোনায় আক্রান্ত হন গৌতম দেব । তারপর থেকে নার্সিংহোমে ভরতি ছিলেন তিনি । গতকাল ফের তাঁর সোয়াব টেস্ট করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাঁকে ছুটি দেওয়া হয় ।
বাইক র্যালি করে গৌতম দেবকে বাড়িতে নিয়ে আসেন অনুগামীরা । এদিকে কোরোনা আক্রান্ত হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত । গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ।