ETV Bharat / state

খুলল বেঙ্গল সাফারি পার্ক, প্রথমদিনে 300-র বেশি পর্যটক - খুলল বেঙ্গল সাফারি পার্ক

কোরোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল বেঙ্গল সাফারি পার্ক । আজ থেকে পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হল ।

Safari park reopened
Safari park reopened
author img

By

Published : Oct 2, 2020, 8:11 PM IST

শিলিগুড়ি, 2 অক্টোবর : অবশেষে আনলক হল বেঙ্গল সাফারি পার্ক । ঘরে আটকে থেকে অনেকেই একটু মুক্ত বাতাসে ঘুরতে যেতে চাইছিলেন বিভিন্ন গন্তব্যে । এমন অনেকেই আজ ছুটলেন রাজ্যের একমাত্র সাফারি পার্কে । স্বাস্থ্যবিধি মেনে ঘুরলেন ।

কোরোনা সংক্রমণ রোধে দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর অবশেষে গান্ধি জয়ন্তীর দিন খুলে গেল শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক । তবে সাফারি পার্ক খুললেও পর্যটকদের জন্য থাকছে বিশেষ বিধি নিষেধ । পার্কে প্রবেশের ক্ষেত্রে মুখে মাস্ক বাধ্যতামূলক । সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পর্যটকেরা । সাফারির গেটের মুখে থার্মাল স্ক্রিনিং পদ্ধতিতে শরীরের তাপমাত্রা পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলবে । তবে হাতির সাফারি বন্ধ থাকছে ।

দীর্ঘদিন পর বেঙ্গল সাফারি পার্ক খোলায় আজ সেখানে ভিড় জমান তিনশোর বেশি পর্যটক । সাফারি পার্ক খোলায় তাঁরা খুশি ।

শিলিগুড়ি, 2 অক্টোবর : অবশেষে আনলক হল বেঙ্গল সাফারি পার্ক । ঘরে আটকে থেকে অনেকেই একটু মুক্ত বাতাসে ঘুরতে যেতে চাইছিলেন বিভিন্ন গন্তব্যে । এমন অনেকেই আজ ছুটলেন রাজ্যের একমাত্র সাফারি পার্কে । স্বাস্থ্যবিধি মেনে ঘুরলেন ।

কোরোনা সংক্রমণ রোধে দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর অবশেষে গান্ধি জয়ন্তীর দিন খুলে গেল শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক । তবে সাফারি পার্ক খুললেও পর্যটকদের জন্য থাকছে বিশেষ বিধি নিষেধ । পার্কে প্রবেশের ক্ষেত্রে মুখে মাস্ক বাধ্যতামূলক । সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পর্যটকেরা । সাফারির গেটের মুখে থার্মাল স্ক্রিনিং পদ্ধতিতে শরীরের তাপমাত্রা পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলবে । তবে হাতির সাফারি বন্ধ থাকছে ।

দীর্ঘদিন পর বেঙ্গল সাফারি পার্ক খোলায় আজ সেখানে ভিড় জমান তিনশোর বেশি পর্যটক । সাফারি পার্ক খোলায় তাঁরা খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.