শিলিগুড়ি, 18 ডিসেম্বর: পর্যটকদের জন্য একের পর এক সুখবর নিয়ে আসছে বেঙ্গল সাফারি পার্ক। ইংরেজি নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে আসতে চলছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার ও রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক। পাশাপাশি আয়ের দিক দিয়ে গত বছরের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়তে চলেছে বেঙ্গল সাফারি পার্ক। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত 5 কোটি টাকার আয় হয়েছে। আগামী চার মাসের মধ্যে আয়ের পরিমাণ 7 কোটি টাকায় পৌঁছে যেতে পারে।
গত আর্থিক বছরে সাফারি পার্ক 5 কোটি 67 লক্ষ টাকা আয় করেছিল। তাই ওই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হবে বলেই আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। পাশাপাশি চিতাবাঘ কৃষ্ণা ছাড়াও সাফারি পার্কে এসে পৌঁছেছে উল্লুক। সাত দিন তাদের কোয়ারেনটাইনে রেখে সাফারিতে ছাড়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও বেঙ্গল সাফারি পার্কে পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে শিক্ষামূলক ভ্রমণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। সেই কারণে বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও বেঙ্গল সাফারি পার্কে যাওয়ার পরিমাণ বাড়িয়েছে।
এরইমধ্যে রবিবার বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বেঙ্গল সাফারি পার্কের জীববৈচিত্র্য সংক্রান্ত এক বিভাগের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি সাইকেলিংয়েরও উদ্বোধন করেন। বীরবাহা বলেন, "পার্কটি দিন দিন বিকশিত হচ্ছে। পর্যটকদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। আমরা আশাবাদী চলতি বছরে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।" জানা গিয়েছে, এখানে পড়ুয়াদের সুবিধার্থে বিদ্যালয়ের 100 জন পড়ুয়াকে বিশেষ ছাড় দেওয়া হয়। আর কেউ যদি গবেষণা করতে চান তাহলে বিনামূল্যেই পার্কের সর্বত্র ঘুরে দেখতে পারেন।
এদিন জু অথোরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "সাফারি পার্ক অন্য পার্কের থেকে আলাদা। এখানে পশুপাখি নিয়ে এলেই হয় না। সাফারির জন্য তাকে আগে অভ্যস্ত করাতে হয়। সিংহ আসার পরে তাকেও একইভাবে সাফারির জন্য প্রস্তুত করেই এনক্লোজারে ছাড়া হবে। আর এই পার্ক শুধুমাত্র পশুপ্রানীর জন্যই সীমাবদ্ধ থাকুক তা আমরা চাই না। আমরা চাই আরও বেশি করে পড়ুয়াররা এখানে শিক্ষামূলক ভ্রমণে আসুক। গত বছর লক্ষাধিক পড়ুয়া এসেছিল। এবার তার থেকেও বেশি আসবে বলে আশা করছি।"
আরও পড়ুন: