ETV Bharat / state

Bengal Himalayan carnival: উত্তরবঙ্গে শুরু হচ্ছে পর্যটন মেলা, থাকবে বৈকুণ্ঠপুরের রাজার ইতিহাস - পশ্চিমবঙ্গের পর্যটন দফতর

বৈকুন্ঠপুরের রাজরাজাদের ইতিহাস এ বার বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যালের (Bengal Himalayan carnival) মাধ্যমে তুলে ধরবে পর্যটন দফতর (Bengal tourism)। পাহাড় ও সমতল মিলিয়ে তিনদিনের পর্যটন মেলার আয়োজন করা হয়েছে ।

Bengal Himalayan carnival for three days to be held to attract tourists
উত্তরে শুরু হচ্ছে 3 দিনের পর্যটন মেলা, থাকবে বৈকুণ্ঠপুরের রাজার ইতিহাস
author img

By

Published : Mar 22, 2022, 4:03 PM IST

শিলিগুড়ি, 22 মার্চ: বৈকুন্ঠপুর এলাকার রাজরাজাদের ইতিহাস এবং তাঁদের ঐতিহ্যকে এ বার পর্যটন মেলার মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর (Bengal tourism)। পর্যটকদের সামনে উত্তরবঙ্গের জীবন্ত ঐতিহ্যকে তুলে ধরতে তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যালের (Bengal Himalayan carnival) আয়োজন করল পর্যটন দফতর ও হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক । আগামী 25 মার্চ কালিম্পং থেকে শুরু হবে ওই কার্নিভ্যাল । 26 মার্চ দার্জিলিং এবং 27 মার্চ শেষ হবে গজলডোবার 'ভোরের আলো' পর্যটন কেন্দ্রে ।

গোটা কার্নিভ্যালের মূল আকর্ষণ ভোরের আলো । এই কার্নিভ্যালে থাকবে পাহাড় ও উত্তরবঙ্গের ঐতিহ্য । তুলে ধরা হবে বিলুপ্তপ্রায় জনজাতিগুলির সংস্কৃতি এবং পাহাড়ের হেরিটেজ শিরোপার পর্যটন কেন্দ্রগুলিকে । সব মিলিয়ে পর্যটন ব্যবসায়ীদের আশা, ওই কার্নিভ্যালের মাধ্যমেই মাথা তুলে দাঁড়াতে পারে উত্তরের পর্যটন শিল্প ৷

আরও পড়ুন: Miscreants Attack On Forest Officer: বৈকুণ্ঠপুর জঙ্গলে বনকর্মীদের উপর হামলা দুষ্কৃতীদের

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ বারের পর্যটন মেলার (Tourism fair) বিষয়টি তুলে ধরেন রাজ্য পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর (উত্তরবঙ্গ) তথা পর্যটন উন্নয়ন নিগমের উত্তরবঙ্গের জেনারেল ম্যানেজার জ্যোতি ঘোষ । তিনি বলেন, "উত্তরবঙ্গের সংস্কৃতি ও পর্যটন কেন্দ্রকে একত্রিত করে এ বারের এই কার্নিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে । উত্তরের লোকশিল্প, উত্তরের সংস্কৃতিকেই আমরা তুলে ধরব।"

হিমালায়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বললেন, "এই তিন দিন স্থানীয় শিল্পীদের পোশাক ও তাঁদের সংস্কৃতিকে তুলে ধরতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রথম দিন কালিম্পংয়ের মেলা ময়দানে পাহাড়ের বিভিন্ন জনজাতির পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে । তাছাড়াও হেরিটেজ তকমা পাওয়া বিল্ডিংগুলিকে তুলে ধরা হবে পর্যটকদের কাছে । দ্বিতীয় দিন দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় পর্বত আরোহণের সামগ্রীর প্রদর্শনী রয়েছে । দার্জিলিংয়ের বহু পুরনো ল্যান্ড রোভার গাড়ির শোভাযাত্রা করারও চেষ্টা চলছে । এ ছাড়াও দার্জিলিংয়ের টাইগার হিল থেকে ম্যাল পর্যন্ত একটি সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছে । তৃতীয় দিন শিলিগুড়ি সংলগ্ন গজলডোবাতে বার্ড ওয়াচিং, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও সাইকেল যাত্রা রয়েছে । এই কার্নিভ্যালের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতি পর্যটকদের আরও আকর্ষণ বাড়বে বলে আশা করা হচ্ছে ।" তিনি আরও জানান, বৈকুন্ঠপুরের রাজাদের ইতিহাস এ বারের কার্নিভ্যালে তুলে ধরা হবে । সেই সময়কার ইতিহাস পর্যটকদের জানানো হবে ।

আরও পড়ুন: North Bengal Tour of CM : 28 মার্চ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু প্রশাসনের

শিলিগুড়ি, 22 মার্চ: বৈকুন্ঠপুর এলাকার রাজরাজাদের ইতিহাস এবং তাঁদের ঐতিহ্যকে এ বার পর্যটন মেলার মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর (Bengal tourism)। পর্যটকদের সামনে উত্তরবঙ্গের জীবন্ত ঐতিহ্যকে তুলে ধরতে তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যালের (Bengal Himalayan carnival) আয়োজন করল পর্যটন দফতর ও হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক । আগামী 25 মার্চ কালিম্পং থেকে শুরু হবে ওই কার্নিভ্যাল । 26 মার্চ দার্জিলিং এবং 27 মার্চ শেষ হবে গজলডোবার 'ভোরের আলো' পর্যটন কেন্দ্রে ।

গোটা কার্নিভ্যালের মূল আকর্ষণ ভোরের আলো । এই কার্নিভ্যালে থাকবে পাহাড় ও উত্তরবঙ্গের ঐতিহ্য । তুলে ধরা হবে বিলুপ্তপ্রায় জনজাতিগুলির সংস্কৃতি এবং পাহাড়ের হেরিটেজ শিরোপার পর্যটন কেন্দ্রগুলিকে । সব মিলিয়ে পর্যটন ব্যবসায়ীদের আশা, ওই কার্নিভ্যালের মাধ্যমেই মাথা তুলে দাঁড়াতে পারে উত্তরের পর্যটন শিল্প ৷

আরও পড়ুন: Miscreants Attack On Forest Officer: বৈকুণ্ঠপুর জঙ্গলে বনকর্মীদের উপর হামলা দুষ্কৃতীদের

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ বারের পর্যটন মেলার (Tourism fair) বিষয়টি তুলে ধরেন রাজ্য পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর (উত্তরবঙ্গ) তথা পর্যটন উন্নয়ন নিগমের উত্তরবঙ্গের জেনারেল ম্যানেজার জ্যোতি ঘোষ । তিনি বলেন, "উত্তরবঙ্গের সংস্কৃতি ও পর্যটন কেন্দ্রকে একত্রিত করে এ বারের এই কার্নিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে । উত্তরের লোকশিল্প, উত্তরের সংস্কৃতিকেই আমরা তুলে ধরব।"

হিমালায়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বললেন, "এই তিন দিন স্থানীয় শিল্পীদের পোশাক ও তাঁদের সংস্কৃতিকে তুলে ধরতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রথম দিন কালিম্পংয়ের মেলা ময়দানে পাহাড়ের বিভিন্ন জনজাতির পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে । তাছাড়াও হেরিটেজ তকমা পাওয়া বিল্ডিংগুলিকে তুলে ধরা হবে পর্যটকদের কাছে । দ্বিতীয় দিন দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় পর্বত আরোহণের সামগ্রীর প্রদর্শনী রয়েছে । দার্জিলিংয়ের বহু পুরনো ল্যান্ড রোভার গাড়ির শোভাযাত্রা করারও চেষ্টা চলছে । এ ছাড়াও দার্জিলিংয়ের টাইগার হিল থেকে ম্যাল পর্যন্ত একটি সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছে । তৃতীয় দিন শিলিগুড়ি সংলগ্ন গজলডোবাতে বার্ড ওয়াচিং, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও সাইকেল যাত্রা রয়েছে । এই কার্নিভ্যালের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতি পর্যটকদের আরও আকর্ষণ বাড়বে বলে আশা করা হচ্ছে ।" তিনি আরও জানান, বৈকুন্ঠপুরের রাজাদের ইতিহাস এ বারের কার্নিভ্যালে তুলে ধরা হবে । সেই সময়কার ইতিহাস পর্যটকদের জানানো হবে ।

আরও পড়ুন: North Bengal Tour of CM : 28 মার্চ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.