দার্জিলিং, 17 এপ্রিল: "বিজেপি সরকার ক্ষমতার অপব্যবহার করছে ৷ ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ক্ষমতার অপব্যবহার করছেন ৷" নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে এই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী ৷
শান্তার অভিযোগ, বিজেপি সরকার যে কেন্দ্রীয় বাহিনী হিসাবে বিএসএফ, সিআরপিএফ মোতায়েন করতে পারত ৷ কিন্তু করেছে সিআইএসএফ ৷ শান্তার কথায়, "সিআইএসএফকে এয়ারপোর্ট, শিল্পাঞ্চলে নিয়োগ করার কথা ৷ ভোটে তো এদের নিয়োগ করার কথাই নয় ৷ তবু করা হয়েছে ৷ বিজেপি সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ক্ষমতার চরম অপব্যবহার করছে ৷" একই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শীতলকুচিতে সিআইএসএফ বাহিনী ভোটারদের গুলি করে মেরেছে ৷’’
শান্তা জানান, এদিন তিনি সকাল সাতটার সময়ই গিয়ে ভোট দিয়ে এসেছেন ৷