ETV Bharat / state

নজরে শান্তিপূর্ণ নির্বাচন, আজ উত্তরবঙ্গে বৈঠকে কমিশনের প্রতিনিধিদল - শিলিগুড়ি পৌঁছাল কমিশনের বিশেষ দল

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সুষ্ঠুভাবে ভোটপর্ব সম্পন্ন করতে ইতিমধ্যে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্য পুলিশের বিশেষ পর্যবেক্ষক ৷ কমিশন সূত্রে খবর , মঙ্গলবার ও বুধবার দফায় দফায় জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করবে কমিশনের প্রতিনিধিদল ৷ শান্তিপূর্ণভাবে ভোটপর্ব সম্পন্ন করতেই এই বৈঠক ৷

শিলিগুড়ি পৌঁছাল কমিশনের বিশেষ দল
শিলিগুড়ি পৌঁছাল কমিশনের বিশেষ দল
author img

By

Published : Mar 23, 2021, 11:11 AM IST

শিলিগুড়ি, 23 মার্চ : বাংলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আধাসামরিক বাহিনী মোতায়েন, সিসিটিভি ক্যামেরা, বিশেষ নজরদারি দলসহ বিভিন্ন প্রস্তুতি নিয়েছে কমিশন। কোনওদিকে কোনও খামতি রাখতে রাজি নয় কমিশনের প্রতিনিধিদল। এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশনের প্রতিনিধিদল।

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল শিলিগুড়ি আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তাঁর সঙ্গে আসেন রাজ্য পুলিশের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, রাজ্য পুলিশের এডিজি জগমোহন সহ মোট 13 জন আধিকারিক ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে !

কমিশন সূত্রে খবর, মঙ্গল ও বুধবার দফায় দফায় জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করবে কমিশনের প্রতিনিধিদল ৷

শিলিগুড়ি, 23 মার্চ : বাংলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আধাসামরিক বাহিনী মোতায়েন, সিসিটিভি ক্যামেরা, বিশেষ নজরদারি দলসহ বিভিন্ন প্রস্তুতি নিয়েছে কমিশন। কোনওদিকে কোনও খামতি রাখতে রাজি নয় কমিশনের প্রতিনিধিদল। এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশনের প্রতিনিধিদল।

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল শিলিগুড়ি আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তাঁর সঙ্গে আসেন রাজ্য পুলিশের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, রাজ্য পুলিশের এডিজি জগমোহন সহ মোট 13 জন আধিকারিক ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে !

কমিশন সূত্রে খবর, মঙ্গল ও বুধবার দফায় দফায় জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করবে কমিশনের প্রতিনিধিদল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.