ETV Bharat / state

ভোট শেষে হুইল চেয়ার ছেড়ে উঠবেন মমতা, মন্তব্য় দিলীপের - assembly election 2021

আজ বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "ভোট হলেই হুইল চেয়ার থেকে উঠবেন মুখ্যমন্ত্রী। ২ মে-র পর আর চেয়ারও থাকবে না।" তিনি আরও বলেন, "তৃণমূলের ভয়ঙ্কর অবস্থা হবে।"

Dilip
বাগডোগরায় দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 7, 2021, 6:02 PM IST

শিলিগুড়ি, ৭ এপ্রিল : হুইল চেয়ার নিয়ে ফের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার যান তিনি ৷ সেখানে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে একহাত নেন ৷

আজ বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভোট হলেই হুইল চেয়ার থেকে উঠবেন মুখ্যমন্ত্রী। ২ মে-র পর আর চেয়ারও থাকবে না।" তিনি আরও বলেন, "তৃণমূলের ভয়ঙ্কর অবস্থা হবে। একটা সময় ছিল যখন আধাসামরিক বাহিনীর ছাড়া ভোট করতে চাইতেন না তৃণমূল সুপ্রিমো। আধা সামরিক বাহিনীর নিরাপত্তাতেই ভোট হওয়ার পর তিনি ক্ষমতায় এসেছিলেন। আর সেই তৃণমূল সুপ্রিমো এখন সেন্ট্রাল ফোর্সকে নিয়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন। বাংলার মানুষ সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা রাখে, বিশ্বাস করে।"

আরও পড়ুন-মমতার স্বপ্নপূরণে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন অধীর চৌধুরীর

বিজেপির বিভিন্ন নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি দিদি বলে ব্যঙ্গ করছেন বলে অভিযোগ তৃণমূলের নেতা নেত্রীদের। সেই পরিপ্রেক্ষিতে দীলিপ ঘোষ বলেন, "দিদি অনেক সম্মানের ডাক। প্রত্যেকে তাঁকে দিদি বলে ডাকেন। প্রধানমন্ত্রীও তাঁকে দিদি বলে ডেকেছেন। এতে অন্যায়ের কিছু নেই।

অপরদিকে রাজ্যে নির্বাচনে হিংসার বিষয়ে দীলিপবাবু বলেন, "এবার বাংলায় পরিবর্তন আসবে এবং আগামী নির্বাচন থেকে আর বাংলায় হিংসার ঘটনা ঘটবে না ৷ মানুষ শান্তিতে নির্বিঘ্নে এবার ভোট দিয়ে বাংলা থেকে অশান্তিকে বিদায় দেবে।"

শিলিগুড়ি, ৭ এপ্রিল : হুইল চেয়ার নিয়ে ফের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার যান তিনি ৷ সেখানে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে একহাত নেন ৷

আজ বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভোট হলেই হুইল চেয়ার থেকে উঠবেন মুখ্যমন্ত্রী। ২ মে-র পর আর চেয়ারও থাকবে না।" তিনি আরও বলেন, "তৃণমূলের ভয়ঙ্কর অবস্থা হবে। একটা সময় ছিল যখন আধাসামরিক বাহিনীর ছাড়া ভোট করতে চাইতেন না তৃণমূল সুপ্রিমো। আধা সামরিক বাহিনীর নিরাপত্তাতেই ভোট হওয়ার পর তিনি ক্ষমতায় এসেছিলেন। আর সেই তৃণমূল সুপ্রিমো এখন সেন্ট্রাল ফোর্সকে নিয়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন। বাংলার মানুষ সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা রাখে, বিশ্বাস করে।"

আরও পড়ুন-মমতার স্বপ্নপূরণে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন অধীর চৌধুরীর

বিজেপির বিভিন্ন নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি দিদি বলে ব্যঙ্গ করছেন বলে অভিযোগ তৃণমূলের নেতা নেত্রীদের। সেই পরিপ্রেক্ষিতে দীলিপ ঘোষ বলেন, "দিদি অনেক সম্মানের ডাক। প্রত্যেকে তাঁকে দিদি বলে ডাকেন। প্রধানমন্ত্রীও তাঁকে দিদি বলে ডেকেছেন। এতে অন্যায়ের কিছু নেই।

অপরদিকে রাজ্যে নির্বাচনে হিংসার বিষয়ে দীলিপবাবু বলেন, "এবার বাংলায় পরিবর্তন আসবে এবং আগামী নির্বাচন থেকে আর বাংলায় হিংসার ঘটনা ঘটবে না ৷ মানুষ শান্তিতে নির্বিঘ্নে এবার ভোট দিয়ে বাংলা থেকে অশান্তিকে বিদায় দেবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.