ETV Bharat / state

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 17 কোটির চোরাই সোনা, গ্রেপ্তার 4 - Darjeeling

পাচারের আগে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ সোনা । গ্রেপ্তার করা হয়েছে চার পাচারকারীকে । শিলিগুড়ির ঘটনা ।

Aa
author img

By

Published : Oct 3, 2020, 5:53 PM IST

শিলিগুড়ি, 3 অক্টোবর : গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ সোনা উদ্ধারসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর । ধৃতদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান কুমার এবং দীপক কুমার । শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকার ঘটনা ।

বাজেয়াপ্ত সোনার ওজন 33 কেজি 532 গ্রাম। আনুমানিক বাজার মূল্য 17 কোটি 51 লাখ 71 হাজার 168 টাকা । কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিপুল পরিমাণ এই সোনা মায়ানমার থেকে আনা হয়েছিল । অসম হয়ে রাজস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ।

ধৃত চারজনকেই আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । তাদের কাছ থেকে একটি ট্রাক আটক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক দপ্তরের আধিকারিকরা ।

শিলিগুড়ি, 3 অক্টোবর : গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ সোনা উদ্ধারসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর । ধৃতদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান কুমার এবং দীপক কুমার । শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকার ঘটনা ।

বাজেয়াপ্ত সোনার ওজন 33 কেজি 532 গ্রাম। আনুমানিক বাজার মূল্য 17 কোটি 51 লাখ 71 হাজার 168 টাকা । কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিপুল পরিমাণ এই সোনা মায়ানমার থেকে আনা হয়েছিল । অসম হয়ে রাজস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ।

ধৃত চারজনকেই আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । তাদের কাছ থেকে একটি ট্রাক আটক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক দপ্তরের আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.