ETV Bharat / state

ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে সাময়িকভাবে বন্ধ হচ্ছে 'বিটিং দ্যা রিট্রিট' - বিটিং দ্যা রিট্রিট

Beating the Retreat in Phulbari: কিছুদিনের জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধ হচ্ছে বিটিং দ্যা রিট্রিট অনুষ্ঠান ৷ এতে কিছুটা হলেও হতাশ পর্যটকরা ৷

ETV Bharat
ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 8:32 PM IST

শিলিগুড়ি, 3 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধ হতে চলেছে বিটিং দ্যা রিট্রিট ! চলতি মাসে বাংলাদেশে রয়েছে সাধারণ নির্বাচন । সেই কারণেই সাময়িকভাবে বন্ধ হতে চলেছে রিট্রিট অনুষ্ঠান । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আগামী 7 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ওই রিট্রিট অনুষ্ঠান । এতে কিছুটা হলেও হতাশ পর্যটকরা ।

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে রিট্রিট আয়োজন করা হয়ে থাকে । বিএসএফ ও বিজিবি জওয়ানদের ওই অনুষ্ঠান দেখতে দেশ বিদেশ থেকে বহু স্থানীয় মানুষ ও পর্যটকরা ভিড় জমান । অনুষ্ঠানকে ঘিরে কার্যত এক হয়ে যায় দুই বাংলা । খুলে দেওয়া হয় সীমান্ত গেট । কোনও টিকিট নয়, শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে ওই অনুষ্ঠান দেখতে পারেন পর্যটকরা ৷

2018 সালে ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হয় এই রিট্রিট অনুষ্ঠান । সেই সময় সপ্তাহে ছয়দিন এই অনুষ্ঠান হত । এরপর করোনা সংক্রমণের জেরে মাঝে তা বন্ধ হয়ে যায় । 2021 সালে ফের শুরু হয় রিট্রিট । কিন্তু ছ'দিনের পরিবর্তে সপ্তাহে দু'দিন মঙ্গল ও শনিবার করে আয়োজিত হয় রিট্রিট । এবার বাংলাদেশে সাধারণ নির্বাচনের কারণে আপাতত বন্ধ থাকবে ওই অনুষ্ঠান ৷ তবে নিয়মমাফিক সীমান্ত দিয়ে পারাপার অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে ।

এই বিষয়ে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি অমিত কুমার ত্যাগী বলেন, "বাংলাদেশে নির্বাচনের কারণে 15 জানুয়ারি পর্যন্ত রিট্রিট বন্ধ রাখার কথা জানানো হয়েছে । এছাড়াও সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ।" ভারত-বাংলাদেশের মধ্যে বিটিং দ্যা রিট্রিট অনুষ্ঠান উত্তরের পর্যটনের এক অন্যতম আকর্ষণ ৷ রিট্রিট অনুষ্ঠানকে কেন্দ্র করে জিরো পয়েন্টে তৈরি করা হয়েছে গ্যালারি । আগামীতে তৈরি করার কথা রয়েছে সুভেনিয়ার শপ ও অত্যাধুনিক গ্যালারি ।

আরও পড়ুন :

1 পরিকাঠামো উন্নয়নের জন্য বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের 34টি এক্সপ্রেস, রুট বদল 31টি ট্রেনের

2 তৃতীয় দেশের পর্যটকদের জন্য ইন্দো-নেপাল সীমান্ত খোলার প্রস্তাব

3 পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায়

শিলিগুড়ি, 3 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধ হতে চলেছে বিটিং দ্যা রিট্রিট ! চলতি মাসে বাংলাদেশে রয়েছে সাধারণ নির্বাচন । সেই কারণেই সাময়িকভাবে বন্ধ হতে চলেছে রিট্রিট অনুষ্ঠান । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আগামী 7 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ওই রিট্রিট অনুষ্ঠান । এতে কিছুটা হলেও হতাশ পর্যটকরা ।

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে রিট্রিট আয়োজন করা হয়ে থাকে । বিএসএফ ও বিজিবি জওয়ানদের ওই অনুষ্ঠান দেখতে দেশ বিদেশ থেকে বহু স্থানীয় মানুষ ও পর্যটকরা ভিড় জমান । অনুষ্ঠানকে ঘিরে কার্যত এক হয়ে যায় দুই বাংলা । খুলে দেওয়া হয় সীমান্ত গেট । কোনও টিকিট নয়, শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে ওই অনুষ্ঠান দেখতে পারেন পর্যটকরা ৷

2018 সালে ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হয় এই রিট্রিট অনুষ্ঠান । সেই সময় সপ্তাহে ছয়দিন এই অনুষ্ঠান হত । এরপর করোনা সংক্রমণের জেরে মাঝে তা বন্ধ হয়ে যায় । 2021 সালে ফের শুরু হয় রিট্রিট । কিন্তু ছ'দিনের পরিবর্তে সপ্তাহে দু'দিন মঙ্গল ও শনিবার করে আয়োজিত হয় রিট্রিট । এবার বাংলাদেশে সাধারণ নির্বাচনের কারণে আপাতত বন্ধ থাকবে ওই অনুষ্ঠান ৷ তবে নিয়মমাফিক সীমান্ত দিয়ে পারাপার অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে ।

এই বিষয়ে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি অমিত কুমার ত্যাগী বলেন, "বাংলাদেশে নির্বাচনের কারণে 15 জানুয়ারি পর্যন্ত রিট্রিট বন্ধ রাখার কথা জানানো হয়েছে । এছাড়াও সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ।" ভারত-বাংলাদেশের মধ্যে বিটিং দ্যা রিট্রিট অনুষ্ঠান উত্তরের পর্যটনের এক অন্যতম আকর্ষণ ৷ রিট্রিট অনুষ্ঠানকে কেন্দ্র করে জিরো পয়েন্টে তৈরি করা হয়েছে গ্যালারি । আগামীতে তৈরি করার কথা রয়েছে সুভেনিয়ার শপ ও অত্যাধুনিক গ্যালারি ।

আরও পড়ুন :

1 পরিকাঠামো উন্নয়নের জন্য বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের 34টি এক্সপ্রেস, রুট বদল 31টি ট্রেনের

2 তৃতীয় দেশের পর্যটকদের জন্য ইন্দো-নেপাল সীমান্ত খোলার প্রস্তাব

3 পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.