ETV Bharat / state

Indo-Bangladesh Affair: প্রেমের টানে বাংলাদেশ থেকে বাংলায় ! অবৈধ প্রবেশের অভিযোগ গ্রেফতার যুবতী - Indo Bangladesh Affair

সীমান্ত পেরলেই প্রেমের গল্প পরিণতি পায় না ৷ আর সবার কপালও সীমা হায়দারের মতো নয় ৷ এমনটা ঘটল দার্জিলিংয়ের প্রধাননগর থানা এলাকায় ৷ প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসেন যুবতী ৷ এখন অবৈধভাবে প্রবেশের অভিযোগে শ্রীঘরে প্রেমিকা ৷

ETV Bharat
ভারত বাংলাদেশ প্রেম
author img

By

Published : Jul 14, 2023, 12:11 PM IST

শিলিগুড়ি, 14 জুলাই: সীমা হায়দার ও শচিন ঠাকুরের প্রেম নিয়ে দেশজুড়ে চর্চা চলছে ৷ এক ভারতীয় যুবকের প্রেমের টানে পাকিস্তান থেকে এ দেশে এসেছেন সীমা। সীমা হায়দারের মতো আরেকজনও দেশে এসেছেন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ৷ তিনিও ভালোবাসার টানেই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের প্রধাননগর এলাকায় এসে ঘর বেঁধেছিলেন ৷ তবে তিনি প্রতারিত হয়েছেন ৷ মোহ ভেঙেছে ৷ ঘর বাঁধার উলটে এখন তাঁর ঠিকানা পুলিশের হেফাজত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর নাম সপলা আখতার ৷ সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক যুবকের সঙ্গে আলাপ হয় ৷ পরে তা প্রেমের সম্পর্কে গড়ায় ৷ আর সেই যুবকের জন্যে নিজের ঘর ছেড়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকে অর্থাৎ বেআইনি পথে রাজ্যে ঢুকে পড়েন সপলা ৷ তবে তাঁর কপালে যে কী অপেক্ষা করছে তা তিনি বুঝতেও পারেননি।

আরও পড়ুন: প্রেমের তাগিদে লিঙ্গ পরিবর্তন, বিয়ের রেজিস্ট্রির আবেদন 2 বান্ধবীর

প্রায় আড়াই মাস আগে সপলা বাংলাদেশের যশোর হয়ে ভারতে প্রবেশ করেছিলেন ৷ এরপর দার্জিলিংয়ে প্রধাননগর থানা এলাকায় প্রেমিকের সঙ্গে সুখেই দিন কাটছিল তাঁর ৷ নিজে বিউটিশিয়ানের কাজও করছিলেন ৷ কিন্তু হঠাৎ একদিন সপলা জানতে পারেন, প্রেমিক তাঁকে নেপালে বিক্রি করার ছক কষছে ৷ প্রেমিকের হাত থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান তিনি ৷ বুধবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন সপলা ৷ সেই সময় তাঁকে দেখে সন্দেহ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ৷

ওই সংস্থার সদস্যদের কাছে বাংলাদেশ থেকে ভারতে আসার কথা স্বীকার করে নেন সপলা ৷ এরপরই যুবতীকে প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংস্থা ৷ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বৃহস্পতিবার সপলাকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করেন এবং জেল হেফাজতের নির্দেশ দেন ৷

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "কী করে এবং কোথা থেকে ওই যুবতী ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷"

আরও পড়ুন: সীমাকে না-ফেরালে 26/11 ধাঁচে হামলার হুমকি ফোন মুম্বই পুলিশে

সীমা হায়দার ও শচিন ঠাকুরের থেকে এই গল্প অনেকটাই আলাদা ৷ সীমা-শচিন সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ৷ শচীনের প্রেমের টানে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন সীমা ৷ তিনি এখন শচীনের সঙ্গে ঘর বেঁধেছেন ৷ সীমান্ত পেরলেও সব প্রেম যে সার্থক হয় না তা প্রমাণ করল দুই দেশের দুই প্রেমের গল্প ৷

শিলিগুড়ি, 14 জুলাই: সীমা হায়দার ও শচিন ঠাকুরের প্রেম নিয়ে দেশজুড়ে চর্চা চলছে ৷ এক ভারতীয় যুবকের প্রেমের টানে পাকিস্তান থেকে এ দেশে এসেছেন সীমা। সীমা হায়দারের মতো আরেকজনও দেশে এসেছেন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ৷ তিনিও ভালোবাসার টানেই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের প্রধাননগর এলাকায় এসে ঘর বেঁধেছিলেন ৷ তবে তিনি প্রতারিত হয়েছেন ৷ মোহ ভেঙেছে ৷ ঘর বাঁধার উলটে এখন তাঁর ঠিকানা পুলিশের হেফাজত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর নাম সপলা আখতার ৷ সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক যুবকের সঙ্গে আলাপ হয় ৷ পরে তা প্রেমের সম্পর্কে গড়ায় ৷ আর সেই যুবকের জন্যে নিজের ঘর ছেড়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকে অর্থাৎ বেআইনি পথে রাজ্যে ঢুকে পড়েন সপলা ৷ তবে তাঁর কপালে যে কী অপেক্ষা করছে তা তিনি বুঝতেও পারেননি।

আরও পড়ুন: প্রেমের তাগিদে লিঙ্গ পরিবর্তন, বিয়ের রেজিস্ট্রির আবেদন 2 বান্ধবীর

প্রায় আড়াই মাস আগে সপলা বাংলাদেশের যশোর হয়ে ভারতে প্রবেশ করেছিলেন ৷ এরপর দার্জিলিংয়ে প্রধাননগর থানা এলাকায় প্রেমিকের সঙ্গে সুখেই দিন কাটছিল তাঁর ৷ নিজে বিউটিশিয়ানের কাজও করছিলেন ৷ কিন্তু হঠাৎ একদিন সপলা জানতে পারেন, প্রেমিক তাঁকে নেপালে বিক্রি করার ছক কষছে ৷ প্রেমিকের হাত থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান তিনি ৷ বুধবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন সপলা ৷ সেই সময় তাঁকে দেখে সন্দেহ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ৷

ওই সংস্থার সদস্যদের কাছে বাংলাদেশ থেকে ভারতে আসার কথা স্বীকার করে নেন সপলা ৷ এরপরই যুবতীকে প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংস্থা ৷ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বৃহস্পতিবার সপলাকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করেন এবং জেল হেফাজতের নির্দেশ দেন ৷

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "কী করে এবং কোথা থেকে ওই যুবতী ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷"

আরও পড়ুন: সীমাকে না-ফেরালে 26/11 ধাঁচে হামলার হুমকি ফোন মুম্বই পুলিশে

সীমা হায়দার ও শচিন ঠাকুরের থেকে এই গল্প অনেকটাই আলাদা ৷ সীমা-শচিন সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ৷ শচীনের প্রেমের টানে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন সীমা ৷ তিনি এখন শচীনের সঙ্গে ঘর বেঁধেছেন ৷ সীমান্ত পেরলেও সব প্রেম যে সার্থক হয় না তা প্রমাণ করল দুই দেশের দুই প্রেমের গল্প ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.