ETV Bharat / state

পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 7:00 AM IST

Updated : Jan 19, 2024, 7:20 AM IST

Wildlife trafficking in Siliguri: শিলিগুড়ি থেকে উদ্ধার বিপন্ন প্রজাতির হরিণের দু'টি মৃগনাভি এবং হিমালয়ের বিশেষ প্রজাতির কাঠবিড়ালির চামড়া ৷ এই পাচারচক্রের সঙ্গে জড়িত স্বয়ং অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা ৷

ETV Bharat
উদ্ধার হরিণের মৃগনাভি সমেত উড়ন্ত কাঠবিড়ালির চামড়া
শিলিগুড়ির বাগডোগড়ায় মৃগনাভি ও কাঠবিড়ালির চামড়া পাচারের সময় গ্রেফতার সিকিমের অবসরপ্রাপ্ত পুলিশকর্তা

দার্জিলিং, 19 জানুয়ারি: এক দায়িত্ববান সাধারণ নাগরিকের দেওয়া সূত্র ধরে অভিযান বন দফতরের ! আর অভিযান চালিয়ে উদ্ধার হল বিপন্ন প্রজাতির হরিণের মৃগনাভি বা কস্তুরী এবং বিশেষ প্রজাতির কাঠবিড়ালির চামড়া ৷ অনুমান এই বন্য সামগ্রীর বাজার দর কয়েক কোটি টাকা ৷ এই ঘটনায় বন দফতরের হাতে গ্রেফতার হয়েছেন সিকিম পুলিশের অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ আধিকারিক ৷

বন দফতর সূত্রে খবর, ধৃত ওই প্রাক্তন সিকিম পুলিশ কর্তার নাম ড্যানি শেরিং ভুটিয়া ৷ তার বয়স 63 বছর ৷ সে পূর্ব সিকিমের গ্যাংটক সংলগ্ন তাদং এলাকার বাসিন্দা ৷ এর আগে সিকিমের ডিএসপি পদে ছিল ৷ তার স্ত্রীও সিকিমের প্রাক্তন পুলিশ সুপার ৷ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের (ওয়াইল্ড লাইফ) বাগডোগরা রেঞ্জ ৷ একটি পূর্ণবয়স্ক হরিণের দু'টি মৃগনাভি এবং হিমালয়ের জঙ্গলে বসবাসকারী উড়ন্ত কাঠবিড়ালির চামড়া-সহ হাতেনাতে ধরা পড়ে সিকিমের অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই বন্যপ্রাণ সামগ্রীর বাজারমূল্য তিন থেকে পাঁচ কোটি টাকা ৷ ধৃত ড্যানি শেরিং ভুটিয়াকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে খবর ৷

মৃগনাভি বা কস্তুরী পুরুষ হরিণের নাভিতে অবস্থিত সুগন্ধী গ্রন্থি নিঃসৃত এক ধরনের তরল পদার্থ ৷ মিলন বা প্রজনন ঋতুতে পুরুষ হরিণের পেটের কাছের কস্তুরী গ্রন্থি থেকে সুগন্ধ বের হয় ৷ ওই গন্ধ মেয়ে হরিণকে আকৃষ্ট করে ৷ পুরুষ হরিণের দশ বছর বয়স হলে ওই নাভির গ্রন্থি পরিপক্ব হয় ৷ ঠিক সেই সময় হরিণটিকে হত্যা করে তার নাভি থেকে কেটে বের করে নেওয়া হয় পুরো গ্রন্থিটি ৷ তারপর রোদে শুকনো হয় ৷ একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60-65 গ্রাম ৷ আন্তর্জাতিক কালোবাজারে বেশ চাহিদা রয়েছে মৃগনাভির ৷

এই বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "সিকিমের এক অবসরপ্রাপ্ত প্রাক্তন পুলিশ কর্তা এই পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছেন ৷ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

বাগডোগরার রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া বলেন, "এটা একটা বড় সাফল্য ৷ সকালে এক দায়িত্ববান নাগরিক আমাদের ফোন করেন ৷ তিনি যে হোটেলে ছিলেন, সেখানে তিনি বন্যপ্রাণীর সামগ্রী নিয়ে কথোপকথন শুনতে পান ৷ তিনি সঙ্গে সঙ্গে আমাদের খবর দেন ৷ আমরাও তড়িঘড়ি অভিযান চালাই ৷ অভিযান চালিয়ে উদ্ধার হয় মৃগনাভি ও উড়ন্ত কাঠবিড়ালির চামড়া ৷ আমি আমার 16 বছরের চাকরিতে হয়তো এই নিয়ে দ্বিতীয়বার এই মৃগনাভি উদ্ধার দেখলাম ৷ এটা খুবই বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণীর সামগ্রী ৷ উড়ন্ত কাঠবিড়ালির চামড়া এই প্রথমবার উদ্ধার হল ৷ দিল্লি থেকে কেউ এখানে আসছিল ৷ তার কাছে পাচার হওয়ার কথা ছিল ৷ আমরা সব দিক তদন্ত করে দেখছি ৷"

সিকিমের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) প্রদীপ কুমার বলেন, "ঘটনাটি শুনেছি ৷ সব খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷" জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি হোটেলে ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা মৃগনাভি ও কাঠবিড়ালির চামড়া বিক্রির বিষয়ে ফোনে কথা বলছিল ৷ সেই কথোপকথন পাশে থেকে শুনতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা বন দফতরকে জানান ৷ খবর পাওয়ামাত্র বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে অভিযুক্তকে পাকড়াও করে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ৷

তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 20 ও 24 গ্রামের দু'টি মৃগনাভি এবং উড়ন্ত কাঠবিড়ালির চামড়া, যার ওজন 140 গ্রাম । ওই দু'টি প্রাণীই বিলুপ্তপ্রায় প্রজাতির শিডিউল 1 তালিকার অন্তর্ভুক্ত ৷ এরপরই জিজ্ঞাসাবাদ করলে ধৃত নিজেকে সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি পরিচয় দেয় এবং তাকে গ্রেফতার করে বন দফতর ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন আধিকারিকরা জানতে পারেন, নেপাল থেকে সিকিমে হাতবদল হয়ে ওই দুই সামগ্রী পৌঁছয় ধৃতের কাছে ৷ সিকিম থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল ৷ বাগডোগরায় 2 কোটি 70 লক্ষ টাকার বিনিময়ে সেটি হাতবদল হয়ে দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল ৷

আরও পড়ুন:

  1. দাউ দাউ করে জ্বলছে পঞ্চাশের বেশি মৃত হাতির দাঁত! পাচার রুখতে অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলা বনবিভাগের
  2. ভারত বাংলাদেশ সীমান্তে সোনার ইট উদ্ধার, গ্রেফতার পাচারকারী
  3. ব্যাঙ্কক থেকে মুম্বইয়ে সক্রিয় পাচার চক্র! বিমানবন্দরে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার 9টি অজগর-সহ 11টি সাপ

শিলিগুড়ির বাগডোগড়ায় মৃগনাভি ও কাঠবিড়ালির চামড়া পাচারের সময় গ্রেফতার সিকিমের অবসরপ্রাপ্ত পুলিশকর্তা

দার্জিলিং, 19 জানুয়ারি: এক দায়িত্ববান সাধারণ নাগরিকের দেওয়া সূত্র ধরে অভিযান বন দফতরের ! আর অভিযান চালিয়ে উদ্ধার হল বিপন্ন প্রজাতির হরিণের মৃগনাভি বা কস্তুরী এবং বিশেষ প্রজাতির কাঠবিড়ালির চামড়া ৷ অনুমান এই বন্য সামগ্রীর বাজার দর কয়েক কোটি টাকা ৷ এই ঘটনায় বন দফতরের হাতে গ্রেফতার হয়েছেন সিকিম পুলিশের অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ আধিকারিক ৷

বন দফতর সূত্রে খবর, ধৃত ওই প্রাক্তন সিকিম পুলিশ কর্তার নাম ড্যানি শেরিং ভুটিয়া ৷ তার বয়স 63 বছর ৷ সে পূর্ব সিকিমের গ্যাংটক সংলগ্ন তাদং এলাকার বাসিন্দা ৷ এর আগে সিকিমের ডিএসপি পদে ছিল ৷ তার স্ত্রীও সিকিমের প্রাক্তন পুলিশ সুপার ৷ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের (ওয়াইল্ড লাইফ) বাগডোগরা রেঞ্জ ৷ একটি পূর্ণবয়স্ক হরিণের দু'টি মৃগনাভি এবং হিমালয়ের জঙ্গলে বসবাসকারী উড়ন্ত কাঠবিড়ালির চামড়া-সহ হাতেনাতে ধরা পড়ে সিকিমের অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই বন্যপ্রাণ সামগ্রীর বাজারমূল্য তিন থেকে পাঁচ কোটি টাকা ৷ ধৃত ড্যানি শেরিং ভুটিয়াকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে খবর ৷

মৃগনাভি বা কস্তুরী পুরুষ হরিণের নাভিতে অবস্থিত সুগন্ধী গ্রন্থি নিঃসৃত এক ধরনের তরল পদার্থ ৷ মিলন বা প্রজনন ঋতুতে পুরুষ হরিণের পেটের কাছের কস্তুরী গ্রন্থি থেকে সুগন্ধ বের হয় ৷ ওই গন্ধ মেয়ে হরিণকে আকৃষ্ট করে ৷ পুরুষ হরিণের দশ বছর বয়স হলে ওই নাভির গ্রন্থি পরিপক্ব হয় ৷ ঠিক সেই সময় হরিণটিকে হত্যা করে তার নাভি থেকে কেটে বের করে নেওয়া হয় পুরো গ্রন্থিটি ৷ তারপর রোদে শুকনো হয় ৷ একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60-65 গ্রাম ৷ আন্তর্জাতিক কালোবাজারে বেশ চাহিদা রয়েছে মৃগনাভির ৷

এই বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "সিকিমের এক অবসরপ্রাপ্ত প্রাক্তন পুলিশ কর্তা এই পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছেন ৷ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

বাগডোগরার রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া বলেন, "এটা একটা বড় সাফল্য ৷ সকালে এক দায়িত্ববান নাগরিক আমাদের ফোন করেন ৷ তিনি যে হোটেলে ছিলেন, সেখানে তিনি বন্যপ্রাণীর সামগ্রী নিয়ে কথোপকথন শুনতে পান ৷ তিনি সঙ্গে সঙ্গে আমাদের খবর দেন ৷ আমরাও তড়িঘড়ি অভিযান চালাই ৷ অভিযান চালিয়ে উদ্ধার হয় মৃগনাভি ও উড়ন্ত কাঠবিড়ালির চামড়া ৷ আমি আমার 16 বছরের চাকরিতে হয়তো এই নিয়ে দ্বিতীয়বার এই মৃগনাভি উদ্ধার দেখলাম ৷ এটা খুবই বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণীর সামগ্রী ৷ উড়ন্ত কাঠবিড়ালির চামড়া এই প্রথমবার উদ্ধার হল ৷ দিল্লি থেকে কেউ এখানে আসছিল ৷ তার কাছে পাচার হওয়ার কথা ছিল ৷ আমরা সব দিক তদন্ত করে দেখছি ৷"

সিকিমের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) প্রদীপ কুমার বলেন, "ঘটনাটি শুনেছি ৷ সব খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷" জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি হোটেলে ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা মৃগনাভি ও কাঠবিড়ালির চামড়া বিক্রির বিষয়ে ফোনে কথা বলছিল ৷ সেই কথোপকথন পাশে থেকে শুনতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা বন দফতরকে জানান ৷ খবর পাওয়ামাত্র বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে অভিযুক্তকে পাকড়াও করে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ৷

তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 20 ও 24 গ্রামের দু'টি মৃগনাভি এবং উড়ন্ত কাঠবিড়ালির চামড়া, যার ওজন 140 গ্রাম । ওই দু'টি প্রাণীই বিলুপ্তপ্রায় প্রজাতির শিডিউল 1 তালিকার অন্তর্ভুক্ত ৷ এরপরই জিজ্ঞাসাবাদ করলে ধৃত নিজেকে সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি পরিচয় দেয় এবং তাকে গ্রেফতার করে বন দফতর ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন আধিকারিকরা জানতে পারেন, নেপাল থেকে সিকিমে হাতবদল হয়ে ওই দুই সামগ্রী পৌঁছয় ধৃতের কাছে ৷ সিকিম থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল ৷ বাগডোগরায় 2 কোটি 70 লক্ষ টাকার বিনিময়ে সেটি হাতবদল হয়ে দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল ৷

আরও পড়ুন:

  1. দাউ দাউ করে জ্বলছে পঞ্চাশের বেশি মৃত হাতির দাঁত! পাচার রুখতে অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলা বনবিভাগের
  2. ভারত বাংলাদেশ সীমান্তে সোনার ইট উদ্ধার, গ্রেফতার পাচারকারী
  3. ব্যাঙ্কক থেকে মুম্বইয়ে সক্রিয় পাচার চক্র! বিমানবন্দরে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার 9টি অজগর-সহ 11টি সাপ
Last Updated : Jan 19, 2024, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.