শিলিগুড়ি, 6 ডিসেম্বর: বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার (Australian kangaroo Alex died at Bengal safari park)। চলতি বছরের এপ্রিল মাসে পাচারের আগে দু‘টি ক্যাঙারুকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে ঠাঁই দেওয়া হয়েছিল ৷ সোমবার রাতে তাদের মধ্যে একটি ক্যাঙারু অ্যালেক্সার মৃ্ত্যু হল ৷ অসুস্থ জেভিয়ারও ৷ সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল অ্যালেক্সা ৷ তার উপর এদিন মাশরুম খেয়ে ফেলে সে ৷ মাশরুমের বিষক্রিয়ার কারণেই হয়তো মৃত্যু হয়েছে অ্যালেক্সার, মনে করছেন সাফাারি পার্কের আধিকারিরা। মঙ্গলবার তিন পশু বিশেষজ্ঞ ও চিকিৎসকের উপস্থিতিতে ক্যাঙারুটির ময়নাতদন্ত হবে বেঙ্গল সাফারি পার্কে । তারপরেই মৃত্যুর কারণ জানা যাবে ৷
বেঙ্গল পার্ক সাফারি সূত্রে খবর, চলতি বছরের এপ্রিল মাসের শুরুতেই মধ্যপ্রদেশের একটি চিড়িয়াখানা থেকে পাচারের সময় শিলিগুড়ি সংলগ্ন বেলাকোবা ও বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশন থেকে তিনটি ক্যাঙারু উদ্ধার করেছিল বনবিভাগ । তার মধ্যে একটি মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল । বাকি দু’টি ক্যাঙারুকে চিকিৎসার পর বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের জন্য এনক্লোজারে ছাড়া হয় । উদ্ধার হওয়া দু’টি ক্যাঙারুর নাম রাখা হয় অ্যালেক্সা ও জেভিয়ার ৷ বেশ কিছুদিন ধরেই অ্যালেক্সা ও জেভিয়ার অপুষ্টিজনিত অসুস্থতায় ভুগছিল ৷ সোমবার রাতে মৃত্যু হয় আড়াই বছরের অ্যালেক্সা ৷ বেঙ্গল সাফারি পার্কের আধিকারিকদের একাংশ দর্শকদের দেওয়া বাইরের খাবারের কারণে ক্যাঙারুটির মৃত্যু হতে পারে বলে মনে করছেন ৷ আবার অনেকের মতে এদিন মাশরুম খাওয়ার পর, সেই বিষক্রিয়া থেকেও মৃত্যু হতে পারে অ্যলেক্সার ৷
আরও পড়ুন: গজলডোবা থেকে উদ্ধার হয় দুটি ক্যাঙারু, সামনে এল সেই রাতের ভিডিয়ো
ক্যাঙারু মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এ প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ক্যাঙারু মৃত্যুতে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের গাফিলতি কি না তিনি জানেন না ৷ তবে ক্যাঙারুটির কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে ৷" রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ, উত্তরবঙ্গ) রাজেন্দ্র জাখর বলেন, "আমি সকালে খবর পাই যে অ্যালেক্সা নামে একটি ক্যাঙারুর মৃত্যু হয়েছে । কী করে ক্যাঙারুটির মৃত্যু হল তা আমি খতিয়ে দেখতে যাব।" এছড়াও সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "কীভাবে ক্যাঙারুটির মৃত্যু হল এই মুহূর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে ।"