শিলিগুড়ি, 8মে: আজ শিলিগুড়ি মহকুমার বিধান নগর গ্রাম পঞ্চায়েতের সিতুভিটা গ্রামে 'বিনে পয়সার বাজার' বসালেন এক পুলিশকর্মী । ওই পুলিশকর্মীর নাম বাপন দাস । কলকাতা পুলিশের কন্সটেবল পদে কর্মরত হলেও বাড়ি তাঁর শিলিগুড়িতেই । এলাকার আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের গরিব মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
কোরোনা সংক্রমণ রোধে লকডাউন জারি রয়েছে । এই অবস্থায় কাজ বন্ধ বহু দিন আনি দিন খাওয়া মানুষের । দু'মুঠো অন্ন সংস্থান কার্যত দায় হয়ে পড়ছে । সরকার থেকে সাহায্য করা হচ্ছে বটে তবে তা পর্যাপ্ত নয় । এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের পাশাপাশি এগিয়ে আসছেন অনেক সাধারণ নাগরিক । স্ব-উদ্যোগে ত্রাণ সামগ্রী বিলি করছেন । কেউ অর্থ দান করছেন ত্রাণ তহবিলে । কেউ বা আবার গরিব মানুষের দোরে দোরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন । গরিব মানুষদের সাহায্যার্থে উদ্যোগ নেন পুলিশ কর্মী বাপন দাস ।
'বিনে পয়সার বাজারে' এসে নিত্য প্রয়োজনীয় রান্না করার সামগ্রীগুলি নিয়ে যান এলাকার বাসিন্দরা । বাজারে জিনিসপত্র নিতে কোনও টাকা-পয়সা লাগেনি । এই বাজার থেকে প্রয়োজন মতো চাল ,আটা,সোয়াবিন, সবজি নিয়ে যান স্থানীয় বাসিন্দা মিনতি টুডু, সিলসিলা মুণ্ডা ও রূপেশ্বরী সিংহ-সহ অন্যরা ।
স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপদেশ পাহান বলেন, "বাপন দাস অভিনব উদ্যোগ নিয়েছেন । কাউকে বাড়ি বাড়ি ত্রাণ না দিয়ে সামগ্রী এনে রাখা হয় 'বিনে পয়সার বাজারে' । সেখান থেকে যার যা প্রয়োজন নিয়ে গেছেন । বাপন দাস জানান, "কয়েকজন মানুষের সাহায্যেই এই উদ্যোগ নিয়েছি ।" এর আগেও বাপনবাবু অনেক সমাজসেবামূলক কাজ করেছেন । সম্প্রতি তিনি দোলের সময় দুস্থ শিশুদের রং কিনে দেন । তাঁদের সঙ্গে রং খেলায় মাতেন ।