শিলিগুড়ি, 17 মে: সেনাবাহিনীর গাড়ির এসি মেশিনে গ্যাস ভরতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ! ঘটনায় আহত এক সেনা জওয়ান-সহ চারজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবীপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে সেনাবাহিনীর একটি গাড়ির এসি মেশিনে গ্যাস ভরার কাজ করছিলেন গ্যারেজের কর্মচারীরা। ঠিক সেই সময়ে আচমকা পুরো এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।
প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকেন স্থাানীয়রা। পরে জানা যায়, গাড়ির ভিতরে থাকা এসি মেশিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটেছে। ঘটনায় গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হন। গ্যারেজ কর্মীদের নামও জানা গিয়েছে। তাঁদের নাম, সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত সরকার। পাশপাশি এক সেনা জওয়ানও বিস্ফোরণে আহত হয়েছেন।
বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ নার্সিংহোমে পাঠান। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে। যদিও এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজটি অবৈধভাবে গাড়ির এসিতে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল। কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেনি। তার জেরেই এই ঘটনা ঘটেছে। প্রশাসন আগে থেকে উদ্যোগ নিলে এই ধরনের ঘটনা ঘটত না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই।
আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর
কাউন্সিলর মানিক দে বলেন, "আমি ওই ব্যবসায়ীকে নিজে বেশ কয়েকবার এসির গ্যাস ভরার কাজ করতে বারণ করেছিলাম। আমার আশঙ্কা ছিলই যে কোনও দিন এরকম দুর্ঘটনা ঘটবে। ব্যবসায়ী আমাকে জানিয়েছিলেন যে দ্রুত তাঁরা দোকান সরিয়ে নেবেন। কিন্তু তার আগেই আজ বিস্ফোরণের খবর পাই। চারজন আহত হয়েছেন।" দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।