শিলিগুড়ি , 2 এপ্রিল : রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় দেড় লাখেরও বেশি উপভোক্তা আপাতত এক সপ্তাহ রেশন পাবেন না । আজ শিলিগুড়িতে এই কথাই জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান , দুই জেলা মিলিয়ে যাঁরা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন , কিন্তু রেশন কার্ড পাননি, তাঁদের আগামী সাতদিনের মধ্যে টোকেন দেওয়া হবে ৷ তারপর তাঁরা রেশন পাবেন ।
আজ শিলিগুড়িতে খাদ্য দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি বলেন , "ইতিমধ্যেই রেশন দেওয়া শুরু হয়েছে । গরিব মানুষ রেশন পাচ্ছেন । কিন্তু দার্জিলিং জেলায় 94 হাজার মানুষ এবং জলপাইগুড়ি জেলায় 73 হাজার মানুষ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন । কিন্তু সেই কার্ড এখনও ছাপা হয়ে আসেনি । আপাতত, লকডাউনের জন্য সেই কার্ড ছাপা বন্ধ আছে । এই পরিস্থিতিতে তাঁদের টোকেন দেওয়া হবে । আগামী সাত দিনের মধ্যে টোকেন বিলির পর তাঁরা খাদ্য সুরক্ষা যোজনায় রেশন পাবেন । তবে যাঁরা রেশন কার্ডের জন্য কখনও আবেদন করেননি তাঁরা অবশ্য এই রেশন সামগ্রী পাবেন না ।"
তিনি আরও বলেন , "আমারও রেশন কার্ড নেই । সরকারি রেশন আমি নেব না বলেই রেশন কার্ড করিনি । কিন্তু এখন যদি বলি আমারও রেশন চাই তা কীভাবে সম্ভব । তাই যাঁদের কার্ড আছে বা যাঁরা কার্ডের জন্য আবেদন করেছেন অথচ কার্ড পাননি তাঁরাই শুধুমাত্র রেশন পাবেন । আমরা তাঁদের দ্রুত টোকেন বিলি করে রেশন দেওয়ার চেষ্টা করছি ।"