ETV Bharat / state

নিয়ম না মেনে GTA এলাকায় ঢুকলেই গ্রেপ্তার : বিনয় তামাং

নিয়ম না পাহাড়ে প্রবেশ করলেই গ্রেপ্তার করা হতে পারে । রুজু হতে পারে খুনের মামলাও । ঘোষণা বিনয় তামাংয়ের ।

gta
গ্রেপ্তার
author img

By

Published : May 17, 2020, 2:58 PM IST

দার্জিলিং, 17 মে: চুপিসারে পাহাড়ে ঢুকলেই গ্রেপ্তার করা হবে । রুজু করা হবে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও খুনের চেষ্টার মামলা । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা ফিরতে শুরু করতেই পাহাড়ে করা হল কড়াকড়ি । বলা হয়েছে, GTA এলাকায় ঢুকতে গেলে প্রশাসনকে জানিয়ে সঠিক পদ্ধতিতে ঢুকতে হবে । স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । কেউ এই নিয়ম না মানলে গ্রেপ্তার করা হতে পারে । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এমনকী খুনের চেষ্টার মামলাও রুজু করা হতে পারে বলে জানিয়েছেন বিনয় তামাং ।

তিনি বলেন, GTA এলাকার যাঁরা বাইরে কাজে, পড়াশোনা, চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছিলেন তাঁরা এখন দফায় দফায় ফিরছেন । তাঁরা যেন পাহাড়ে জানিয়ে ফেরেন । শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে GTA এলাকার দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য ট্রানজ়িট স্টেশন করা হয়েছে । সেখানে যোগাযোগ করে পাহাড়ে ফিরতে হবে । চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁদের হোম কোয়ারানটিন অথবা সরকারি কোয়ারানটিনে রাখা হবে । কেউ অমান্য করলেই তাঁর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে । শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকাল 7টায় এবং বিকেল 5টায় পাহাড়ে পৌঁছনোর জন্য গাড়ির ব্যবস্থা থাকবে ।

এছাড়াও গোরুবাথান, সামসিং, কুমাই, মংপু, তাকদাহ, জলঢাকা প্রভৃতি এলাকায় কেউ যাতে না জানিয়ে যেতে না পারেন সেজন্য চেকিং পয়েন্ট রাখা হবে । দার্জিলিংয়ের ভানুভবনে শনিবার GTA এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান বিনয় তামাং ।

দার্জিলিং, 17 মে: চুপিসারে পাহাড়ে ঢুকলেই গ্রেপ্তার করা হবে । রুজু করা হবে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও খুনের চেষ্টার মামলা । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা ফিরতে শুরু করতেই পাহাড়ে করা হল কড়াকড়ি । বলা হয়েছে, GTA এলাকায় ঢুকতে গেলে প্রশাসনকে জানিয়ে সঠিক পদ্ধতিতে ঢুকতে হবে । স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । কেউ এই নিয়ম না মানলে গ্রেপ্তার করা হতে পারে । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এমনকী খুনের চেষ্টার মামলাও রুজু করা হতে পারে বলে জানিয়েছেন বিনয় তামাং ।

তিনি বলেন, GTA এলাকার যাঁরা বাইরে কাজে, পড়াশোনা, চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছিলেন তাঁরা এখন দফায় দফায় ফিরছেন । তাঁরা যেন পাহাড়ে জানিয়ে ফেরেন । শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে GTA এলাকার দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য ট্রানজ়িট স্টেশন করা হয়েছে । সেখানে যোগাযোগ করে পাহাড়ে ফিরতে হবে । চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁদের হোম কোয়ারানটিন অথবা সরকারি কোয়ারানটিনে রাখা হবে । কেউ অমান্য করলেই তাঁর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে । শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকাল 7টায় এবং বিকেল 5টায় পাহাড়ে পৌঁছনোর জন্য গাড়ির ব্যবস্থা থাকবে ।

এছাড়াও গোরুবাথান, সামসিং, কুমাই, মংপু, তাকদাহ, জলঢাকা প্রভৃতি এলাকায় কেউ যাতে না জানিয়ে যেতে না পারেন সেজন্য চেকিং পয়েন্ট রাখা হবে । দার্জিলিংয়ের ভানুভবনে শনিবার GTA এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান বিনয় তামাং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.