ETV Bharat / state

Tea Garden Reopen : শ্রম দফতরের হস্তক্ষেপে খুলল আরও দু’টি চা বাগান - Tea Garden Reopen

গত সপ্তাহের পর পাহাড়ের আরও দু’টি চা বাগান খুলে গেল (Tea Garden Reopen) ৷ আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের মধু চা বাগান ও লং ভিউ চা বাগান আগামী 27 ডিসেম্বর থেকে চালু হবে (Madhu Tea Garden Reopen After Seven Years) ৷ যে সংস্থা ওই চা বাগান কিনেছে, তারাই শ্রমিকদের বেতন-সহ অন্যান্য আনুষাঙ্গিক বকেয়া মিটিয়ে দেবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷

Tea Garden Reopen
Tea Garden Reopen
author img

By

Published : Dec 20, 2021, 3:30 PM IST

দার্জিলিং, 20 ডিসেম্বর : শ্রম দফতরের হস্তক্ষেপে জটিলতা কাটিয়ে ফের খুলছে পাহাড়ের দু’টি চা বাগান (Tea Garden Reopen)। আর চা বাগান খোলার খবরে খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে ৷ এর আগে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে খুলেছিল কালেজ ভ্যালি চা বাগান ৷ এবার খুলতে চলেছে আলিপুরদুয়ারের মধু চা বাগান ও দার্জিলিংয়ের লং ভিউ চা বাগান (Madhu Tea Garden Reopen After Seven Years) । জটিলতা কাটিয়ে ওই দুই চা বাগান খোলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে ধন্যবাদ জানিয়েছে শ্রমিকরা ৷

এবিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘আমরা আসার পর ছ’টি বাগান খুলতে পেরেছি । এই মাসেই আরও বেশ কয়েকটি বাগান খুলে যাবে। মধু চা বাগানের নতুন মালিক শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেবেন। এদিন চুক্তি হয়ে গিয়েছে 27 ডিসেম্বর বাগানটি খুলে যাচ্ছে ।’’ উত্তরবঙ্গের সহকারি শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বলেন, ‘‘মধু বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পর সরকারের উদ্যোগে টেন্ডার ডাকা হয় ৷ তখনই শ্যাম গোয়েলের কোম্পানি এই বাগানটি কিনে নেয় ৷ তারা শ্রমিকদের বকেয়া পিএফ ও বোনাসের টাকা মিটিয়ে দেবেন । 7 বছর বন্ধ থাকার পর বাগানটি খোলায় শ্রমিকরা দারুণ খুশি ৷’’

আরও পড়ুন : Tea Garden reopen in Darjeeling : দু'বছর পর বন্ধ থাকা কালেজ ভ্যালি চা বাগান খুলল, খুশির হাওয়া পাহাড়ে

ওই দুই চা বাগানের মধ্যে সাতবছর পর খুলতে চলেছে মধু চা বাগান। আর তিন মাস পর খুলছে লং ভিউ চা বাগান (Long View Madhu Tea Garden Reopen After Seven Years) ৷ মধু চা বাগানের মালিকানা পরিবর্তন করে 27 ডিসেম্বর থেকে ওই বাগান খুলে দেওয়া হচ্ছে। শ্রম দফতরে একটি ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, লংভিউ চা বাগানও খুলে যাচ্ছে সোমবার থেকেই। এতে বন্ধ চা বাগানের সংখ্যা 16 থেকে কমে তিন জেলায় মোট 11টিতে দাঁড়িয়েছে। যদিও এমাসে আরও কয়েকটি বাগান খুলে যাবে জানান রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না ৷

আরও পড়ুন : Becharam Manna on tea garden labours : আগামী জানুয়ারি থেকেই ন্যুনতম মজুরির আওতায় বাগান শ্রমিকরা, আশ্বাস বেচারাম মান্নার

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের বন্ধ চা বাগান খোলার জন্য বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ মাঝে করোনার জন্য বিধিনিষেধ থাকায় বাগান নিয়ে আর কোনওরকম বৈঠক হয়নি। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও বন্ধ বাগান নিয়ে বৈঠক শুরু করে শ্রম দফতর । ওই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে ওই বৈঠকগুলো হচ্ছে ৷ এমনকি উত্তরবঙ্গ সফরে গিয়েও চা বাগানের জটিলতা কাটাতে কড়া নির্দেশ দেন শ্রম দফতর । কালচিনির মধু বাগানটি 2014 সাল থেকে বন্ধ ছিল। বাগানে প্রায় 900 জন কর্মী রয়েছে ৷ বাগান মালিক, ইউনিয়ন সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শ্রম আধিকারিকরা ৷ বৈঠকেই চুড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী 27 ডিসেম্বর খুলে দেওয়া হবে বাগান ৷

দার্জিলিং, 20 ডিসেম্বর : শ্রম দফতরের হস্তক্ষেপে জটিলতা কাটিয়ে ফের খুলছে পাহাড়ের দু’টি চা বাগান (Tea Garden Reopen)। আর চা বাগান খোলার খবরে খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে ৷ এর আগে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে খুলেছিল কালেজ ভ্যালি চা বাগান ৷ এবার খুলতে চলেছে আলিপুরদুয়ারের মধু চা বাগান ও দার্জিলিংয়ের লং ভিউ চা বাগান (Madhu Tea Garden Reopen After Seven Years) । জটিলতা কাটিয়ে ওই দুই চা বাগান খোলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে ধন্যবাদ জানিয়েছে শ্রমিকরা ৷

এবিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘আমরা আসার পর ছ’টি বাগান খুলতে পেরেছি । এই মাসেই আরও বেশ কয়েকটি বাগান খুলে যাবে। মধু চা বাগানের নতুন মালিক শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেবেন। এদিন চুক্তি হয়ে গিয়েছে 27 ডিসেম্বর বাগানটি খুলে যাচ্ছে ।’’ উত্তরবঙ্গের সহকারি শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বলেন, ‘‘মধু বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পর সরকারের উদ্যোগে টেন্ডার ডাকা হয় ৷ তখনই শ্যাম গোয়েলের কোম্পানি এই বাগানটি কিনে নেয় ৷ তারা শ্রমিকদের বকেয়া পিএফ ও বোনাসের টাকা মিটিয়ে দেবেন । 7 বছর বন্ধ থাকার পর বাগানটি খোলায় শ্রমিকরা দারুণ খুশি ৷’’

আরও পড়ুন : Tea Garden reopen in Darjeeling : দু'বছর পর বন্ধ থাকা কালেজ ভ্যালি চা বাগান খুলল, খুশির হাওয়া পাহাড়ে

ওই দুই চা বাগানের মধ্যে সাতবছর পর খুলতে চলেছে মধু চা বাগান। আর তিন মাস পর খুলছে লং ভিউ চা বাগান (Long View Madhu Tea Garden Reopen After Seven Years) ৷ মধু চা বাগানের মালিকানা পরিবর্তন করে 27 ডিসেম্বর থেকে ওই বাগান খুলে দেওয়া হচ্ছে। শ্রম দফতরে একটি ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, লংভিউ চা বাগানও খুলে যাচ্ছে সোমবার থেকেই। এতে বন্ধ চা বাগানের সংখ্যা 16 থেকে কমে তিন জেলায় মোট 11টিতে দাঁড়িয়েছে। যদিও এমাসে আরও কয়েকটি বাগান খুলে যাবে জানান রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না ৷

আরও পড়ুন : Becharam Manna on tea garden labours : আগামী জানুয়ারি থেকেই ন্যুনতম মজুরির আওতায় বাগান শ্রমিকরা, আশ্বাস বেচারাম মান্নার

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের বন্ধ চা বাগান খোলার জন্য বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ মাঝে করোনার জন্য বিধিনিষেধ থাকায় বাগান নিয়ে আর কোনওরকম বৈঠক হয়নি। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও বন্ধ বাগান নিয়ে বৈঠক শুরু করে শ্রম দফতর । ওই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে ওই বৈঠকগুলো হচ্ছে ৷ এমনকি উত্তরবঙ্গ সফরে গিয়েও চা বাগানের জটিলতা কাটাতে কড়া নির্দেশ দেন শ্রম দফতর । কালচিনির মধু বাগানটি 2014 সাল থেকে বন্ধ ছিল। বাগানে প্রায় 900 জন কর্মী রয়েছে ৷ বাগান মালিক, ইউনিয়ন সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শ্রম আধিকারিকরা ৷ বৈঠকেই চুড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী 27 ডিসেম্বর খুলে দেওয়া হবে বাগান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.