ETV Bharat / state

বিনয়ের পদত্যাগে মোর্চা এবার অনিতপন্থী, কার্যকরী সভাপতি হলেন অনিত থাপা - Binay Tamang latest news today

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তার পর কার্যকরী সভাপতি হলেন অনিত থানা ৷ মোর্চায় এতদিন গুরুংপন্থী ও বিমলপন্থী গোষ্ঠী ছিল ৷ এবার তা হয়ে গেল গুরুংপন্থী ও অনিতপন্থী ৷

anit-thapa-elected-as-gorkha-janamukti-morcha-new-working-president-after-resign-of-binay-tamang
বিনয়ের পদত্যাগে মোর্চা এবার অনিতপন্থী, কার্যকরী সভাপতি হলেন অনিত থাপা
author img

By

Published : Jul 16, 2021, 5:24 PM IST

Updated : Jul 16, 2021, 7:54 PM IST

কার্শিয়াং, 16 জুলাই : বিনয় তামাংয়ের পদত্যাগের পর মনে করা হচ্ছিল যে এবার মোর্চার অন্দরের বিভাজন শেষ হওয়ার পথে ৷ বিমল গুরুংই আবার মোর্চার সর্বেসর্বা হয়ে উঠবেন ৷ কিন্তু বিমলের পদত্যাগের পরও মোর্চার ফাটল বন্ধ হল না ৷ উল্টে এবার অনিতপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা প্রকাশ্যে চলে এল ।

বিনয়ের পদত্যাগের পর মোর্চার নতুন কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন সাধারণ সম্পাদক অনিত থাপা । ফলে পাহাড়ের রাজনীতিতে ফের একবার নতুন রাজনৈতিক সমীকরণ । বিনয় তামাং পদত্যাগ করতেই এবার মোর্চার ওই অংশের ভারপ্রাপ্ত সভাপতি করা হল অনিত থাপাকে ।

আরও পড়ুন : Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ

শুক্রবার কার্শিয়াংয়ের নয়াবস্তির টাউন হলে বিনয় তামাংয়ের পদত্যাগের পরেই জরুরি বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা । বৈঠকে উপস্থিত ছিলেন অনিথ থাপা, অলোক কান্তমনি থুলুং, কেশব রাই পোখরেল, অরুণ সিঞ্জি, শিরিং দাহাল, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, সঞ্চবীর সুব্বা, করুণা গুরুং, রাজেশ চৌহান-সহ অন্যান্যরা ।

এদিন মোট 26 জনের কেন্দ্রীয় নেতা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে অনিত থাপাকে কার্যকরী সভাপতি করা হোক । অনিত থাপাকে কার্যকরী সভাপতি করার প্রস্তাব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডিকে গুরুং । সভায় উপস্থিত সদস্যরা সমর্থন করলে সভার অধ্যক্ষ সতীশ পোখরেল কার্যকরী সভাপতি হিসেবে অনিত থাপার নাম ঘোষণা করেন ।

আরও পড়ুন : সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

বৈঠকের পর অনিত থাপা বলেন, "আমরা যে লক্ষ্যে ছিলাম । সেই লক্ষ্যেই থাকব । রাজ্য সরকারের সঙ্গেই রয়েছি । আমার দলের নাম গোর্খা জনমুক্তি মোর্চাই থাকবে । বিনয় তামাং দলীয় পতাকা একজন ব্যক্তি হিসেবে দিয়েছেন । দল দেয়নি । পাহাড়ের উন্নয়নের কাজ করব যাব । গোর্খা জনমুক্তি মোর্চার পতাকাই চালাব । দলের 99 শতাংশ কর্মীর সমর্থন আমাদের সঙ্গে রয়েছে । আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । পতাকা যা ছিল তাইই থাকছে ।"

মোর্চার নতুন কার্যকরী সভাপতি অনিত থাপার বক্তব্য

পাশাপাশি তিনি বলেন, "গোর্খাল্যান্ড গোর্খাদের স্বপ্ন ৷ কিন্তু কেউ দেয়ই না । তাই বলে আমরা বারবার বিভ্রান্ত হব নাকি । গোর্খাল্যান্ডের নামে ভোট চাইব না । সরকারের সঙ্গে কাজ করেই যাব । আমরা রাজনৈতিকভাবে পাহাড়ে এগিয়ে রয়েছি । আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না ।"

আরও পড়ুন : বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

অন্যদিকে, মোর্চার সহ-সভাপতি কেশবরাজ পোখরেল বলেন, "যতদিন পর্যন্ত না নতুন সভাপতি নির্বাচিত হচ্ছেন, ততদিন অনিতা থাপাই কার্যকরী সভাপতির ভূমিকা পালন করে যাবেন । পরবর্তীতে সভাপতি নির্বাচিত হবে । বিনয় তামাংয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে ।"

কার্শিয়াং, 16 জুলাই : বিনয় তামাংয়ের পদত্যাগের পর মনে করা হচ্ছিল যে এবার মোর্চার অন্দরের বিভাজন শেষ হওয়ার পথে ৷ বিমল গুরুংই আবার মোর্চার সর্বেসর্বা হয়ে উঠবেন ৷ কিন্তু বিমলের পদত্যাগের পরও মোর্চার ফাটল বন্ধ হল না ৷ উল্টে এবার অনিতপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা প্রকাশ্যে চলে এল ।

বিনয়ের পদত্যাগের পর মোর্চার নতুন কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন সাধারণ সম্পাদক অনিত থাপা । ফলে পাহাড়ের রাজনীতিতে ফের একবার নতুন রাজনৈতিক সমীকরণ । বিনয় তামাং পদত্যাগ করতেই এবার মোর্চার ওই অংশের ভারপ্রাপ্ত সভাপতি করা হল অনিত থাপাকে ।

আরও পড়ুন : Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ

শুক্রবার কার্শিয়াংয়ের নয়াবস্তির টাউন হলে বিনয় তামাংয়ের পদত্যাগের পরেই জরুরি বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা । বৈঠকে উপস্থিত ছিলেন অনিথ থাপা, অলোক কান্তমনি থুলুং, কেশব রাই পোখরেল, অরুণ সিঞ্জি, শিরিং দাহাল, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, সঞ্চবীর সুব্বা, করুণা গুরুং, রাজেশ চৌহান-সহ অন্যান্যরা ।

এদিন মোট 26 জনের কেন্দ্রীয় নেতা বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে অনিত থাপাকে কার্যকরী সভাপতি করা হোক । অনিত থাপাকে কার্যকরী সভাপতি করার প্রস্তাব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডিকে গুরুং । সভায় উপস্থিত সদস্যরা সমর্থন করলে সভার অধ্যক্ষ সতীশ পোখরেল কার্যকরী সভাপতি হিসেবে অনিত থাপার নাম ঘোষণা করেন ।

আরও পড়ুন : সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

বৈঠকের পর অনিত থাপা বলেন, "আমরা যে লক্ষ্যে ছিলাম । সেই লক্ষ্যেই থাকব । রাজ্য সরকারের সঙ্গেই রয়েছি । আমার দলের নাম গোর্খা জনমুক্তি মোর্চাই থাকবে । বিনয় তামাং দলীয় পতাকা একজন ব্যক্তি হিসেবে দিয়েছেন । দল দেয়নি । পাহাড়ের উন্নয়নের কাজ করব যাব । গোর্খা জনমুক্তি মোর্চার পতাকাই চালাব । দলের 99 শতাংশ কর্মীর সমর্থন আমাদের সঙ্গে রয়েছে । আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । পতাকা যা ছিল তাইই থাকছে ।"

মোর্চার নতুন কার্যকরী সভাপতি অনিত থাপার বক্তব্য

পাশাপাশি তিনি বলেন, "গোর্খাল্যান্ড গোর্খাদের স্বপ্ন ৷ কিন্তু কেউ দেয়ই না । তাই বলে আমরা বারবার বিভ্রান্ত হব নাকি । গোর্খাল্যান্ডের নামে ভোট চাইব না । সরকারের সঙ্গে কাজ করেই যাব । আমরা রাজনৈতিকভাবে পাহাড়ে এগিয়ে রয়েছি । আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না ।"

আরও পড়ুন : বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

অন্যদিকে, মোর্চার সহ-সভাপতি কেশবরাজ পোখরেল বলেন, "যতদিন পর্যন্ত না নতুন সভাপতি নির্বাচিত হচ্ছেন, ততদিন অনিতা থাপাই কার্যকরী সভাপতির ভূমিকা পালন করে যাবেন । পরবর্তীতে সভাপতি নির্বাচিত হবে । বিনয় তামাংয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে ।"

Last Updated : Jul 16, 2021, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.