ETV Bharat / state

Anit Thapa : পাহাড়ে ফের নয়া রাজনৈতিক সমীকরণ, সেপ্টেম্বরেই নতুন দল ঘোষণা অনিত থাপার - Bimal Gurung

শুক্রবার দার্জিলিংয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা-২-এর কার্যকরী সভাপতি অনিত থাপা । পাহাড়ে এবার ত্রিপাক্ষিক লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

anit thapa announced that he will going to form new political party
Anit Thapa : পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ, সেপ্টেম্বরেই নতুন দল ঘোষণা অনিত থাপার
author img

By

Published : Aug 20, 2021, 7:19 PM IST

দার্জিলিং, 20 অগস্ট : পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ । শৈলশহরে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে । সেপ্টেম্বর মাসে নতুন দল ঘোষণা করতে চলেছেন অনিত থাপা (Anit Thapa) ও তাঁর অনুগামীরা । শুক্রবার দার্জিলিংয়ে (Darjeeling) একটি হোটেলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা-2 (Gorkha Janamukti Morcha) এর কার্যকরী সভাপতি অনিত থাপা ।

বলাবাহুল্য, অনিতের নতুন দল ঘোষণার পরই পাহাড়ের রাজনীতিতে মোর্চা-২ (GJM) বলে আর কোনও দল থাকবে না । এদিন অনিত থাপা বলেন, ‘‘সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা নতুন দল ঘোষণা করব । সেই দিনই দলের নাম ও প্রতীক এবং পতাকাও সামনে আনা হবে । পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হবে ।"

আরও পড়ুন : Shahid samman yatra : নারায়ণী সেনার মুক্তির দাবি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব

তবে অনিত থাপার নতুন দল ঘোষণাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ গোর্খা জনমুক্তি মোর্চা । মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri) বলেন, "নতুন দল হলেও মোর্চার ক্ষমতা উলটে আরও বাড়বে । বিমল গুরুংয়ের হাত ধরে বহু মানুষ মোর্চায় যোগ দিচ্ছেন ৷"

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুংয়ের (Bimal Gurung) প্রত্যাবর্তনের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণে ফের বদল হতে শুরু করে । নির্বাচনে বিমল ও বিনয়পন্থী মোর্চা ধরাশায়ী হয় । এরপর আচমকা মোর্চা-২ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং (Binay Tamang) । এমনকি দলের পতাকা ও প্রতীক বিমল গুরুংকে ফেরত দেন বিনয় । যার ফলে পাহাড়ে বিপাকে পড়ে যায় মোর্চা-২ ।

পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ, সেপ্টেম্বরেই নতুন দল ঘোষণা অনিত থাপার

আরও পড়ুন : Bimal-Binay : বিমল-বিনয়কে 'বিভীষণ-রাবণ' বলে কটাক্ষ বিরোধীদের, নতুন দলের পথে অনিত

পরিস্থিতি সামাল দিতে অনিত থাপাকে মোর্চা-২ এর কার্যকরী সভাপতি করা হয় । তবে দলের নাম ও প্রতীক নিয়ে আদালতে মামলা চলার পাশাপাশি বিমলের কাছে প্রতীক ফেরত দেওয়াতে মোর্চা-২ এর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । সেই কার‍ণে নতুন দল গঠন করাই শ্রেয় বলে মনে করেন অনিত থাপা ও তাঁর অনুগামীরা । সেই মতো এদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন দল তৈরির সিদ্ধান্ত হয় । এমনকি আগামী পুরসভা ও জিটিএ নির্বাচনে নতুন দলের হয়েই লড়াই হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ।

যার ফলে পাহাড়ে আগে রাজনৈতিক লড়াই বিজেপি (BJP) জোট বনাম মোর্চা এবং তৃণমূল (Trinamool Congress) জোট হলেও এবার ত্রিপাক্ষিক লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল । তবে এক্ষেত্রেও প্রশ্ন থাকছে, তৃণমূল কংগ্রেস পাহাড়ের কোন আঞ্চলিক রাজনৈতিক দলকে সমর্থন করবে । একদিকে বিমলপন্থী মোর্চা ও অন্যদিকে অনিত থাপা ও নতুন আঞ্চলিক দল । সব মিলিয়ে ফের সরগরম হতে চলেছে পাহাড়ের রাজনীতি ।

আরও পড়ুন : Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, বললেন বিমল

দার্জিলিং, 20 অগস্ট : পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ । শৈলশহরে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে । সেপ্টেম্বর মাসে নতুন দল ঘোষণা করতে চলেছেন অনিত থাপা (Anit Thapa) ও তাঁর অনুগামীরা । শুক্রবার দার্জিলিংয়ে (Darjeeling) একটি হোটেলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা-2 (Gorkha Janamukti Morcha) এর কার্যকরী সভাপতি অনিত থাপা ।

বলাবাহুল্য, অনিতের নতুন দল ঘোষণার পরই পাহাড়ের রাজনীতিতে মোর্চা-২ (GJM) বলে আর কোনও দল থাকবে না । এদিন অনিত থাপা বলেন, ‘‘সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা নতুন দল ঘোষণা করব । সেই দিনই দলের নাম ও প্রতীক এবং পতাকাও সামনে আনা হবে । পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হবে ।"

আরও পড়ুন : Shahid samman yatra : নারায়ণী সেনার মুক্তির দাবি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব

তবে অনিত থাপার নতুন দল ঘোষণাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ গোর্খা জনমুক্তি মোর্চা । মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri) বলেন, "নতুন দল হলেও মোর্চার ক্ষমতা উলটে আরও বাড়বে । বিমল গুরুংয়ের হাত ধরে বহু মানুষ মোর্চায় যোগ দিচ্ছেন ৷"

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুংয়ের (Bimal Gurung) প্রত্যাবর্তনের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণে ফের বদল হতে শুরু করে । নির্বাচনে বিমল ও বিনয়পন্থী মোর্চা ধরাশায়ী হয় । এরপর আচমকা মোর্চা-২ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং (Binay Tamang) । এমনকি দলের পতাকা ও প্রতীক বিমল গুরুংকে ফেরত দেন বিনয় । যার ফলে পাহাড়ে বিপাকে পড়ে যায় মোর্চা-২ ।

পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ, সেপ্টেম্বরেই নতুন দল ঘোষণা অনিত থাপার

আরও পড়ুন : Bimal-Binay : বিমল-বিনয়কে 'বিভীষণ-রাবণ' বলে কটাক্ষ বিরোধীদের, নতুন দলের পথে অনিত

পরিস্থিতি সামাল দিতে অনিত থাপাকে মোর্চা-২ এর কার্যকরী সভাপতি করা হয় । তবে দলের নাম ও প্রতীক নিয়ে আদালতে মামলা চলার পাশাপাশি বিমলের কাছে প্রতীক ফেরত দেওয়াতে মোর্চা-২ এর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । সেই কার‍ণে নতুন দল গঠন করাই শ্রেয় বলে মনে করেন অনিত থাপা ও তাঁর অনুগামীরা । সেই মতো এদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন দল তৈরির সিদ্ধান্ত হয় । এমনকি আগামী পুরসভা ও জিটিএ নির্বাচনে নতুন দলের হয়েই লড়াই হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ।

যার ফলে পাহাড়ে আগে রাজনৈতিক লড়াই বিজেপি (BJP) জোট বনাম মোর্চা এবং তৃণমূল (Trinamool Congress) জোট হলেও এবার ত্রিপাক্ষিক লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল । তবে এক্ষেত্রেও প্রশ্ন থাকছে, তৃণমূল কংগ্রেস পাহাড়ের কোন আঞ্চলিক রাজনৈতিক দলকে সমর্থন করবে । একদিকে বিমলপন্থী মোর্চা ও অন্যদিকে অনিত থাপা ও নতুন আঞ্চলিক দল । সব মিলিয়ে ফের সরগরম হতে চলেছে পাহাড়ের রাজনীতি ।

আরও পড়ুন : Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, বললেন বিমল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.