শিলিগুড়ি, 13 ডিসেম্বর: পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার জিটিএ প্রধান অনীত থাপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট অভিযোগ, অনীত থাপা টাকার বদলে পাহাড়ে শিক্ষক নিয়োগ করেছেন। আর এই দুর্নীতির তদন্তের জন্য এবার সিবিআইয়ের দ্বারস্থ হতে চলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পালটা দাবি করেছেন অনীত থাপা।
পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলা স্কুল বোর্ড এবং জেলা রিক্রুটমেন্ট কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। সমস্ত দায়-দায়িত্ব দেওয়া হয়েছে জিটিএ'কে। কিন্তু সেক্ষেত্রেই এবার পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, "পাহাড়ে অনীত থাপা জিটিএ এলাকায় পাঁচশোর বেশি শিক্ষক নিয়োগ করেছেন। কিন্তু এই নিয়োগ এসএসসি'র মাধ্যমে হয়নি। জিটিএ সরাসরি নিয়োগ করেছে। মাথা পিছু 15 লক্ষ টাকা নিয়ে এই নিয়োগ করা হয়েছে।" এই সংক্রান্ত সমস্ত নথি তথ্য ও প্রমাণ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শুভেন্দু। এদিন তিনি আরও বলেন, "নিয়োগের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ন্যূনতম 50 শতাংশ নম্বর থাকতে হত। এছাড়াও তফসিলি, উপতফসিলি সংরক্ষণ, ইডব্লিউএস সংরক্ষণের নিয়মও মানা হয়নি। শিক্ষক নিয়মের প্রতিষ্ঠিত নিয়ম ভঙ্গ করা হয়েছে।"
পাশাপাশি মুখ্যমন্ত্রী অনীত থাপাকে 192 জন শিক্ষক নিয়োগ করতে বলেছেন বলেও জানান শুভেন্দু। এই নিয়োগও পুরোপুরি কেলেঙ্কারি বলেও দাবি করেন তিনি। পাহাড়ে উন্নয়নের জন্য যে 12টি জনজাতি বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডগুলিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা। তিনি জানান, মকর সংক্রান্তির পরেই পাহাড়ে জোরদার আন্দোলনে নামবে বিজেপি। এই মর্মে পাহাড় বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান, রাজু বিস্তারা প্রস্তুত আছেন। অন্যদিকে, এই প্রসঙ্গে অনীত থাপা বলেন, "এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সব নিয়ম মেনেই পাহাড়ে শিক্ষক নিয়োগ হয়েছে। বিজেপি কোনও ইস্যু না-পেয়ে এখন এসব নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন।"
আরও পড়ুন