ETV Bharat / state

Ananta Maharaj : আলাদা রাজ্য হবেই উত্তরবঙ্গ, দাবিতে অনঢ় অনন্ত মহারাজ - said north bengal will be union territory

উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই। সেটাই চূড়ান্ত ৷ আরও একবার পৃথক রাজ্যের দাবি করে নিজের অবস্থানে যে তিনি অনঢ় তা ফের একবার বুঝিয়ে দিলেন জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজ ৷

Etv Bharat
আলাদা রাজ্য হবেই উত্তরবঙ্গ, অনঢ় অনন্ত মহারাজ
author img

By

Published : Apr 17, 2023, 12:28 PM IST

দার্জিলিং, 17 এপ্রিল: উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হবে বলে ফের একবার হুঙ্কার ছাড়লেন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন (জিসিপিএ)-এর সুপ্রিমো অনন্ত মহারাজ। রবিবার প্রথম আন্তর্জাতিক সফরে যাওয়ার সময় গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের (জিসিপিএ) সুপ্রিমো অনন্ত মহারাজ স্পষ্ট বলেন, "উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই।" সেই সঙ্গে জোরের সঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গ যে কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে সেটা কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে।

পাহাড়কে আলাদা রাজ্য় করার দাবিতে বরাবরই সরব গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপি উভয়ই ৷ এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন অনন্ত মহেরাজও ৷ তাঁর সাফ জবাব, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া থেকে আটকানো যাবে না ৷ আর সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। আর তাঁর এই বক্তব্যের পরই ফের একবার রাজ্য রাজনীতিতে জল্পনার ঝড় উঠেছে।

নেপালের ঝাপা জেলার রামচকে রাজবংশি বিকাশ পরিষদের তরফে আয়োজিত সিরুয়া উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন অনন্ত মহারাজ। প্রায় আড়াইশোর বেশি গাড়িতে নিজের কর্মী-সমর্থক ও অনুগামীদের নিয়ে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি দিয়ে যাওয়ার কথা তাঁর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, "কেন্দ্রশাসিত অঞ্চল হলে উত্তরবঙ্গের অভূতপূর্ব বিকাশ হবে বলে মনে করি। স্বাধীনতার পর উত্তরবঙ্গের যা উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল তা হয়নি। সেজন্য কোনও সন্দেহ নেই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই।"

এরপর সিরুয়া উৎসব নিয়ে অনন্ত মহারাজ বলেন, "আমার জীবনের প্রথম কোনও আন্তর্জাতিক উৎসবে যাচ্ছি । আন্তর্জাতিক মেলবন্ধনের এক উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা ভারতীয় রাজবংশীর সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরব।" প্রসঙ্গত, এর আগেও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছিলেন জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজ। বিজেপির সঙ্গে তাঁর সখ্যতা রয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। অবশ্য বারবার তিনি নিজের দাবিতে অনঢ় থেকেছেন।

আরও পড়ুন: গরমের মারকুটে ইনিংস থেকে রেহাই কবে ? জানে না আবহাওয়া দফতরও

রাজের সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেও তিনি নিজের দাবি থেকে সরেননি। তাহলে কি এবার সত্যিই উত্তরবঙ্গ পৃথক রাজ্য হচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খেতে শুরু করেছে পাহাড়ে ৷ এর আগে উত্তরের বিজেপির একাধিক বিধায়ক, সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করার দাবি করেছেন। আর সেই সঙ্গে সুর চড়াতে দেখা গিয়েছে অনন্ত মহারাজকেও। সামনেই পঞ্চায়েত ও 2024-এর লোকসভা নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে ফের পৃথক রাজ্যের ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছেন অনন্ত মহারাজ।

দার্জিলিং, 17 এপ্রিল: উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হবে বলে ফের একবার হুঙ্কার ছাড়লেন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন (জিসিপিএ)-এর সুপ্রিমো অনন্ত মহারাজ। রবিবার প্রথম আন্তর্জাতিক সফরে যাওয়ার সময় গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের (জিসিপিএ) সুপ্রিমো অনন্ত মহারাজ স্পষ্ট বলেন, "উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই।" সেই সঙ্গে জোরের সঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গ যে কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে সেটা কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে।

পাহাড়কে আলাদা রাজ্য় করার দাবিতে বরাবরই সরব গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপি উভয়ই ৷ এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন অনন্ত মহেরাজও ৷ তাঁর সাফ জবাব, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া থেকে আটকানো যাবে না ৷ আর সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। আর তাঁর এই বক্তব্যের পরই ফের একবার রাজ্য রাজনীতিতে জল্পনার ঝড় উঠেছে।

নেপালের ঝাপা জেলার রামচকে রাজবংশি বিকাশ পরিষদের তরফে আয়োজিত সিরুয়া উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন অনন্ত মহারাজ। প্রায় আড়াইশোর বেশি গাড়িতে নিজের কর্মী-সমর্থক ও অনুগামীদের নিয়ে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি দিয়ে যাওয়ার কথা তাঁর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, "কেন্দ্রশাসিত অঞ্চল হলে উত্তরবঙ্গের অভূতপূর্ব বিকাশ হবে বলে মনে করি। স্বাধীনতার পর উত্তরবঙ্গের যা উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল তা হয়নি। সেজন্য কোনও সন্দেহ নেই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছেই।"

এরপর সিরুয়া উৎসব নিয়ে অনন্ত মহারাজ বলেন, "আমার জীবনের প্রথম কোনও আন্তর্জাতিক উৎসবে যাচ্ছি । আন্তর্জাতিক মেলবন্ধনের এক উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা ভারতীয় রাজবংশীর সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরব।" প্রসঙ্গত, এর আগেও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছিলেন জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজ। বিজেপির সঙ্গে তাঁর সখ্যতা রয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। অবশ্য বারবার তিনি নিজের দাবিতে অনঢ় থেকেছেন।

আরও পড়ুন: গরমের মারকুটে ইনিংস থেকে রেহাই কবে ? জানে না আবহাওয়া দফতরও

রাজের সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেও তিনি নিজের দাবি থেকে সরেননি। তাহলে কি এবার সত্যিই উত্তরবঙ্গ পৃথক রাজ্য হচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খেতে শুরু করেছে পাহাড়ে ৷ এর আগে উত্তরের বিজেপির একাধিক বিধায়ক, সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করার দাবি করেছেন। আর সেই সঙ্গে সুর চড়াতে দেখা গিয়েছে অনন্ত মহারাজকেও। সামনেই পঞ্চায়েত ও 2024-এর লোকসভা নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে ফের পৃথক রাজ্যের ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছেন অনন্ত মহারাজ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.