ETV Bharat / state

রেশন নিয়ে অনিয়মের অভিযোগ পাহাড়ে, শুরু নজরদারি - COVID 19

লকডাউনের বাজারে কেউ যাতে অভুক্ত না থাকে সেজন্য বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । দার্জিলিঙে এই রেশন সরবরাহ নিয়ে অভিযোগ উঠতে শুরু করে । যার জেরে এবার নজরদারি শুরু করল পৌরসভা ও প্রশাসনিক আধিকারিকরা ।

Darjeeling
দার্জিলিং
author img

By

Published : Apr 4, 2020, 9:24 AM IST

দার্জিলিং, 4 এপ্রিল : লকডাউনে পাহাড়ে রেশন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠল। জেলা প্রশাসনের তরফে শুরু হল নজরদারি । অভিযোগ পেয়েই গতকাল থেকে প্রশাসনিক আধিকারিকরা রেশন দোকানে অভিযান চালানো শুরু করেন ।

লকডাউনের সময় কেউ যাতে অভুক্ত না থাকে সেজন্য বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । কিন্তু রাজ্যের একাধিক জায়গায় রেশন বণ্টন নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে । কেই রসিদ দিচ্ছে না তো কেউ সঠিক পরিমাণ খাদ্যসামগ্রী । দার্জিলিঙেও এই রেশন সরবরাহ নিয়ে অভিযোগ উঠতে শুরু করে । অনেকেই জানান, সরকারের নির্দেশিকা ঠিকঠাক মতো মানছে না রেশন দোকানগুলি । সমাজিক দূরত্ব মেনে সকাল থেকে লম্বা লাইন দিয়েও মাথাপিছু 6 কেজির বদলে চাল মিলছে 4 কেজি থেকে 5 কেজি । অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে অভিযান শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা ।

GTA চেয়ারম্যান এবিষয়ে জানিয়েছেন, অনিয়ম হলে BDO-জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো যাবে । অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।

গতকালই কম পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোদে দক্ষিণ দিনাজপুরের চারজন রেশন ডিলারকে সাসপেন্ড করে খাদ্য বিভাগ । একই অভিযোগ ওঠে রাজ্যের অন্যান্য জেলাতেও । সেখানেও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

দার্জিলিং, 4 এপ্রিল : লকডাউনে পাহাড়ে রেশন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠল। জেলা প্রশাসনের তরফে শুরু হল নজরদারি । অভিযোগ পেয়েই গতকাল থেকে প্রশাসনিক আধিকারিকরা রেশন দোকানে অভিযান চালানো শুরু করেন ।

লকডাউনের সময় কেউ যাতে অভুক্ত না থাকে সেজন্য বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । কিন্তু রাজ্যের একাধিক জায়গায় রেশন বণ্টন নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে । কেই রসিদ দিচ্ছে না তো কেউ সঠিক পরিমাণ খাদ্যসামগ্রী । দার্জিলিঙেও এই রেশন সরবরাহ নিয়ে অভিযোগ উঠতে শুরু করে । অনেকেই জানান, সরকারের নির্দেশিকা ঠিকঠাক মতো মানছে না রেশন দোকানগুলি । সমাজিক দূরত্ব মেনে সকাল থেকে লম্বা লাইন দিয়েও মাথাপিছু 6 কেজির বদলে চাল মিলছে 4 কেজি থেকে 5 কেজি । অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে অভিযান শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা ।

GTA চেয়ারম্যান এবিষয়ে জানিয়েছেন, অনিয়ম হলে BDO-জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো যাবে । অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।

গতকালই কম পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোদে দক্ষিণ দিনাজপুরের চারজন রেশন ডিলারকে সাসপেন্ড করে খাদ্য বিভাগ । একই অভিযোগ ওঠে রাজ্যের অন্যান্য জেলাতেও । সেখানেও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.