ETV Bharat / state

শিলিগুড়ি পৌরনিগমে শূন্যপদে সক্রিয় প্রতারণা চক্র, অভিযোগ প্রশাসক বোর্ডের সদস্যের - active fraud in Siliguri Municipal Corporation

বিরোধীদের অভিযোগ, আবেদনকারীদের তালিকা শুধুমাত্র পৌরনিগমের কর্তৃপক্ষের কাছে রয়েছে । ফলে পৌরনিগমের অন্দরের কোনও আধিকারিক বা কর্মীরাই ওই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ।

শিলিগুড়ি পৌরনিগমে শূন্যপদে সক্রিয় প্রতারণা চক্র
শিলিগুড়ি পৌরনিগমে শূন্যপদে সক্রিয় প্রতারণা চক্র
author img

By

Published : Feb 14, 2021, 10:42 PM IST

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ । এমনই অভিযোগ তুললেন খোদ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ । বর্তমানে শিলিগুড়ি পৌরনিগমের আপার প্রাইমারি হেলথ সেন্টারে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে ।

শংকর ঘোষ অভিযোগ করে বলেন, "ওই দুই পদের জন্য অন্তত 70 জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন । অভিযোগ পেয়েছি, কেউ বা কারা ওই দুই পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য আবেদনকারীদের কাছে দাবি করেছে । ইতিমধ্যে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । পুলিশ তদন্ত করে দেখুক ।" তিনি জানান, কোনও চাকরিপ্রার্থীরা যেন ওই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয় ।

আরও পড়ুন : ‘‌যুব আক্রোশ অভিযান!’‌ বাইক মিছিলের নয়া কর্মসুচি বিজেপির

তাঁর এই মন্তব্যের পর ফের বিতর্কের সৃষ্টি হয়েছে । বিরোধীদের অভিযোগ, আবেদনকারীদের তালিকা শুধুমাত্র পৌরনিগম কর্তৃপক্ষের কাছে রয়েছে । ফলে পৌরনিগমের অন্দরের কোনও আধিকারিক বা কর্মীরাই ওই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত । এর আগেও পৌরনিগমের বিভিন্ন পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা । কিন্তু এবার খোদ প্রশাসক বোর্ডের সদস্য সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তোলায় উদ্বেগের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ । এমনই অভিযোগ তুললেন খোদ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ । বর্তমানে শিলিগুড়ি পৌরনিগমের আপার প্রাইমারি হেলথ সেন্টারে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে ।

শংকর ঘোষ অভিযোগ করে বলেন, "ওই দুই পদের জন্য অন্তত 70 জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন । অভিযোগ পেয়েছি, কেউ বা কারা ওই দুই পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য আবেদনকারীদের কাছে দাবি করেছে । ইতিমধ্যে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । পুলিশ তদন্ত করে দেখুক ।" তিনি জানান, কোনও চাকরিপ্রার্থীরা যেন ওই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয় ।

আরও পড়ুন : ‘‌যুব আক্রোশ অভিযান!’‌ বাইক মিছিলের নয়া কর্মসুচি বিজেপির

তাঁর এই মন্তব্যের পর ফের বিতর্কের সৃষ্টি হয়েছে । বিরোধীদের অভিযোগ, আবেদনকারীদের তালিকা শুধুমাত্র পৌরনিগম কর্তৃপক্ষের কাছে রয়েছে । ফলে পৌরনিগমের অন্দরের কোনও আধিকারিক বা কর্মীরাই ওই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত । এর আগেও পৌরনিগমের বিভিন্ন পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা । কিন্তু এবার খোদ প্রশাসক বোর্ডের সদস্য সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তোলায় উদ্বেগের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.