ETV Bharat / state

Attacks on Bimal Gurung House: পাতলেবাসে বিমল গুরুংয়ের বাড়িতে হামলার অভিযোগ বিজিপিএম-এর বিরুদ্ধে - ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা

বিমল গুরুংয়ের বাড়িতে হামলার অভিযোগ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিংয়ের বিরুদ্ধে (Allegation Against BGPM to Attacks Bimal Gurung House in Patlebas Darjeeling) ৷ সোমবার রাত 2টো নাগাদ দীনেশ থিং এবং তাঁর লোকজন বিমল গুরুংয়ের পাতলেবাসের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷

allegation-against-bgpm-to-attacks-bimal-gurung-house-in-patlebas-darjeeling
allegation-against-bgpm-to-attacks-bimal-gurung-house-in-patlebas-darjeeling
author img

By

Published : Jun 28, 2022, 4:47 PM IST

Updated : Jun 28, 2022, 6:16 PM IST

দার্জিলিং, 28 জুন: দার্জিলিং-এর পাতলেবাসে বিমল গুরুংয়ের বাসভবনে হামলার অভিযোগ উঠল ৷ ঘটনায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিং এবং তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Allegation Against BGPM to Attacks Bimal Gurung House in Patlebas Darjeeling) ৷ এই ঘটনায় বিমল গুরুংয়ের স্ত্রী তথা জিজেএম-এর মহিলা শাখার সভানেত্রী আশা গুরুং দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

অভিযোগে আশা গুরুং জানিয়েছেন, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিং এবং তাঁর কয়েকজন সঙ্গী সোমবার মাঝরাতে তাঁদের পাতলেবাসের বাড়ির সদর দরজায় ভাঙচুরের চেষ্টা করে ৷ তাঁদের সঙ্গে ধারাল অস্ত্র ছিল বলে অভিযোগে জানিয়েছেন আশা গুরুং ৷ জেজিএম নেতা দীপেন মালে জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে আশা গুরুং একা ছিলেন ৷ দীনেশ থিং এবং তাঁর লোকজন বাড়ির সদর দরজার তালা ভাঙার চেষ্টা করে ৷ সেই চেষ্টায় সফল হলে, বড় কোনও বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপেন মালে ৷ এই ঘটনায় দীনেশ থিং-সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ৷

অন্যদিকে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নেতা অমৃত ব্যোমজান জিজেএম কর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন ৷ তিনি জানিয়েছেন, গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরাই দীনেশ থিংয়ের বাড়ির সামনে গালিগালাজ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে ৷ দীনেশ থিংয়ের পরিবারের সদস্যরা এ নিয়ে পুলিশে অভিযোগও জানান বলে দাবি অমৃত ব্যোমজানের ৷

আরও পড়ুন: GTA Election 2022 : জিটিএ নির্বাচনের বিরোধিতা সত্ত্বেও 45টি আসনেই লড়ছে গোর্খা জনমুক্তি মোর্চা

এর পর দীনেশ থিংয়ের বাড়ির সামনে রাতভর পুলিশ মোতায়েন ছিল বলে জানান ওই অমৃত ব্যোমজান ৷ তাই গোর্খা জনমুক্তি মোর্চা এবং আশা গুরুংয়ের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ৷ গোর্খা জনমুক্তি মোর্চার লোকজন ওই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা ৷

দার্জিলিং, 28 জুন: দার্জিলিং-এর পাতলেবাসে বিমল গুরুংয়ের বাসভবনে হামলার অভিযোগ উঠল ৷ ঘটনায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিং এবং তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Allegation Against BGPM to Attacks Bimal Gurung House in Patlebas Darjeeling) ৷ এই ঘটনায় বিমল গুরুংয়ের স্ত্রী তথা জিজেএম-এর মহিলা শাখার সভানেত্রী আশা গুরুং দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

অভিযোগে আশা গুরুং জানিয়েছেন, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা দীনেশ থিং এবং তাঁর কয়েকজন সঙ্গী সোমবার মাঝরাতে তাঁদের পাতলেবাসের বাড়ির সদর দরজায় ভাঙচুরের চেষ্টা করে ৷ তাঁদের সঙ্গে ধারাল অস্ত্র ছিল বলে অভিযোগে জানিয়েছেন আশা গুরুং ৷ জেজিএম নেতা দীপেন মালে জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে আশা গুরুং একা ছিলেন ৷ দীনেশ থিং এবং তাঁর লোকজন বাড়ির সদর দরজার তালা ভাঙার চেষ্টা করে ৷ সেই চেষ্টায় সফল হলে, বড় কোনও বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপেন মালে ৷ এই ঘটনায় দীনেশ থিং-সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ৷

অন্যদিকে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নেতা অমৃত ব্যোমজান জিজেএম কর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন ৷ তিনি জানিয়েছেন, গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরাই দীনেশ থিংয়ের বাড়ির সামনে গালিগালাজ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে ৷ দীনেশ থিংয়ের পরিবারের সদস্যরা এ নিয়ে পুলিশে অভিযোগও জানান বলে দাবি অমৃত ব্যোমজানের ৷

আরও পড়ুন: GTA Election 2022 : জিটিএ নির্বাচনের বিরোধিতা সত্ত্বেও 45টি আসনেই লড়ছে গোর্খা জনমুক্তি মোর্চা

এর পর দীনেশ থিংয়ের বাড়ির সামনে রাতভর পুলিশ মোতায়েন ছিল বলে জানান ওই অমৃত ব্যোমজান ৷ তাই গোর্খা জনমুক্তি মোর্চা এবং আশা গুরুংয়ের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ৷ গোর্খা জনমুক্তি মোর্চার লোকজন ওই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা ৷

Last Updated : Jun 28, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.