কালিম্পং, 2 এপ্রিল : কালিম্পঙে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ তাঁদের আশঙ্কা, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি বাইরে থেকে শহরে প্রবেশ করলে কোরোনা সংক্রামণ হতে পারে ৷ তাঁদের ভয় কাটাতে কালিম্পঙের পুলিশ সুপার বলেন, "জরুরি পরিষেবার সব গাড়িকেই জীবাণুমুক্ত করা হচ্ছে, গ্রাম বন্ধের প্রয়োজন নেই ৷
দুধের গাড়ি থেকে শুরু করে সব অত্যাবশকীয় পণ্যের গাড়ি কালিম্পঙে ঢোকার পর কেউ চাইলেই মোটোর স্ট্যান্ডে নিয়ে গিয়ে তা জীবাণুমুক্ত করতে পারেন ৷ পুলিশ, দমকল এবং পৌরসভার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
গতকাল কালিম্পংয়ের পুলিশ সুপার হরিকৃষ্ণ পাই জানান, কালিম্পঙে কোরোনায় একজনের মৃত্যু হয়েছে । এরপরেই এনিয়ে এই পাহাড়ি শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অত্যাবশকীয় পণ্য, দুধ, জল, সবজির গাড়ি চললেই কোরোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে অনেকে মনে করছেন । এসব নিয়েও গুজব ছড়াচ্ছে । তাই মানুষের মনে ভয় কাটাতে কালিম্পং শহরে চলা ওইসব গাড়িকে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে । ’’