ETV Bharat / state

আলুওয়ালিয়া অনেক ভালো মানুষ ছিলেন : অশোক - shuliguri

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতিতে নবাগত শিল্পপতি তথা BJP প্রার্থী রাজু বিস্ত প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র ও CPI(M) নেতা অশোক ভট্টাচার্য বলেন, "কম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর MP হওয়া এক না। "

ashok bhattacharjee
author img

By

Published : Mar 29, 2019, 2:44 PM IST

Updated : Mar 29, 2019, 3:18 PM IST

শিলিগুড়ি, 29 মার্চ : "কম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর MP হওয়া এক নয়।" রাজনীতিতে নবাগত শিল্পপতি BJP প্রার্থী রাজু বিস্ত প্রসঙ্গে একথা বললেন শিলিগুড়ির মেয়র ও CPI(M) নেতা অশোক ভট্টাচার্য।

BJP প্রার্থী রাজু বিস্ত সম্পর্কে তিনি বলেন, "উনি শিলিগুড়ি এসেছেন ভালো। চা-টা খান। শিলিগুড়ি বুঝুন, দার্জিলিং বুঝুন। জাতি, উপজাতি, ভাষা বুঝুন। এখানকার সামাজিক সমস্যা, বানের জলের সমস্যা, চা বাগানের সমস্যা বুঝুন। এগুলো বোঝার পর রাজনীতিটা করুক না। এগুলো বুঝতে ওঁর কয়েক মাস তো সময় লাগবে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাংবাদিকদের তিনি বলেন, "এস এস আলুওয়ালিয়া শিলিগুড়িতে প্রভাবশালী ছিলেন। তিনি অনেক ভালো মানুষও ছিলেন। কিন্তু BJP-র এই প্রার্থী বদলের জেরে শিলিগুড়ির মানুষ হতাশ হয়েছেন।" মেয়র বলেন, "শিলিগুড়ি সমতল এলকার মানুষ তীব্র তৃণমূল বিরোধী। তৃণমূলের সংগঠিত শক্তি বাদ দিলে ওরা কোনও পপুলার ভোট পাবে না। এই ভোট বামপন্থীরা অবশ্যই পাবে। আমরা বামপন্থীরা খুব ইতিবাচকভাবেই এগোচ্ছি।"

শিলিগুড়ি, 29 মার্চ : "কম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর MP হওয়া এক নয়।" রাজনীতিতে নবাগত শিল্পপতি BJP প্রার্থী রাজু বিস্ত প্রসঙ্গে একথা বললেন শিলিগুড়ির মেয়র ও CPI(M) নেতা অশোক ভট্টাচার্য।

BJP প্রার্থী রাজু বিস্ত সম্পর্কে তিনি বলেন, "উনি শিলিগুড়ি এসেছেন ভালো। চা-টা খান। শিলিগুড়ি বুঝুন, দার্জিলিং বুঝুন। জাতি, উপজাতি, ভাষা বুঝুন। এখানকার সামাজিক সমস্যা, বানের জলের সমস্যা, চা বাগানের সমস্যা বুঝুন। এগুলো বোঝার পর রাজনীতিটা করুক না। এগুলো বুঝতে ওঁর কয়েক মাস তো সময় লাগবে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাংবাদিকদের তিনি বলেন, "এস এস আলুওয়ালিয়া শিলিগুড়িতে প্রভাবশালী ছিলেন। তিনি অনেক ভালো মানুষও ছিলেন। কিন্তু BJP-র এই প্রার্থী বদলের জেরে শিলিগুড়ির মানুষ হতাশ হয়েছেন।" মেয়র বলেন, "শিলিগুড়ি সমতল এলকার মানুষ তীব্র তৃণমূল বিরোধী। তৃণমূলের সংগঠিত শক্তি বাদ দিলে ওরা কোনও পপুলার ভোট পাবে না। এই ভোট বামপন্থীরা অবশ্যই পাবে। আমরা বামপন্থীরা খুব ইতিবাচকভাবেই এগোচ্ছি।"

Intro:কোম্পানির এমডি হওয়া সহজ, এমপি হওয়া না।


কোম্পানির এমডি হওয়া অনেক সহজ। কিন্তু এমপি হওয়া নয়। রাজনীতিতে নবাগত শিল্পপতি বিজেপি প্রার্থী রাজু বিস্ত প্রসংগে মন্তব্য শিলিগুড়ির মেয়র ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের। তার দাবি সংসদ হতে চান রাজু বিস্ট। কিন্তু তার আগে জেলার ইতিহাস, ভূগোল বুঝুন। পাহারের জনজাতীদের ইতিহাস জানুন। এসব করতে কয়েক মাস সময় লাগবে।

এদিন সিপিএম নেতা বলেন, পাহারে একাধিক প্রার্থী ভোটে লড়াই করছেন। সিপিআরএম, জন আন্দোলনপার্টি ছাড়াও লড়াইতে আছেন স্বরাজ থাপাও। এছাড়া গুরুং ও জিএনএলএফ জোটে বেঁধেছে বিজেপির সাথে। রয়েছেন বিনয়পন্থী মোর্চা ও তৃণমূল জোটের প্রার্থীও। এত প্রার্থী থাকায় পাহারের তিন মহকুমার ভোট কার্যত একাধিক ঝুলিতে ভাগ হয়ে যাবে। ফলে জয় পরাজয়ে নির্ণায়ক ভূমিকা নেবে সমতলে শিলিগুড়ি এবং চোপড়ার ভোট। শিলিগুড়িতে পৌরনিগম এবং মহকুমা পরিষদে বামেরা ক্ষমতায় থাকার সুবিধা হবে বামেদের।

আজ মেয়র বলেন, এস এস আলুওয়ালিয়া কে অনেকে ভালোবাসেন। তিনি শিলিগুড়িতে প্রভাবশালী ছিলেন। কিন্তু বিজেপির এই প্রার্থী বদলের জেরে শিলিগুড়ির মানুষ হতাশ হয়েছেন।
মেয়র জানান, গত কয়েকবার লোকসভা নির্বাচনে পাহারের ফতেয়ায় ভোট হত। যে কোনও একটিই দল সব ভোট নিয়ে চলে যেত। এবারের চিত্র সম্পুর্ন অন্যরকম। ফলে সমতলে ভালো ফল করলে মিলতে পারে জয়ের আনন্দ।


Body:.


Conclusion:
Last Updated : Mar 29, 2019, 3:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.