ETV Bharat / state

অশোকের অনুপস্থিতিতে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ তৃণমূলের - mayor

আজ থেকে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। এইদিকে আজ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের ঘরের সামনে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা অবস্থান বিক্ষোভ শুরু করেন।

agitation
author img

By

Published : Mar 1, 2019, 11:23 PM IST

শিলিগুড়ি, ১ মার্চ : আজ থেকে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শিলিগুড়ি পৌরনিগমে বামপন্থীরা ক্ষমতায় থাকায় রাজ্য সরকার উন্নয়নের খাতে কোনও টাকা দিচ্ছে না।

এইদিকে আজ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের ঘরের সামনে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, "পৌরনিগমে বামকর্মীদের পিছনের দরজা দিয়ে নিয়োগ করা হচ্ছে। মেয়র যথাযথ পরিষেবা দিচ্ছেন না। অথচ উনি খালি টাকা দিন, টাকা দিন বলে চেঁচাচ্ছেন। শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। প্রাপ্য টাকাও উনি পেয়েছেন। তবুও নজর ঘোরাতেই মেট্রো চ্যানেলে বিক্ষোভ হচ্ছে। তাই পালটা জবাব হিসেবে আমরাও এখানে বিক্ষোভ করছি।"

টেলিফোনে এই নিয়ে মেয়র বলেন, "প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা। মানুষ এদের জবাব দেবে। যে বঞ্চনা ওরা করছে তারপর ওদের এসব বলা সাজে না। অবিলম্বে আমাদের প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে আরও বড় আন্দোলন করব। নীতিকথা তৃণমূলের সাজে না।"

শিলিগুড়ি, ১ মার্চ : আজ থেকে কলকাতায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শিলিগুড়ি পৌরনিগমে বামপন্থীরা ক্ষমতায় থাকায় রাজ্য সরকার উন্নয়নের খাতে কোনও টাকা দিচ্ছে না।

এইদিকে আজ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের ঘরের সামনে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, "পৌরনিগমে বামকর্মীদের পিছনের দরজা দিয়ে নিয়োগ করা হচ্ছে। মেয়র যথাযথ পরিষেবা দিচ্ছেন না। অথচ উনি খালি টাকা দিন, টাকা দিন বলে চেঁচাচ্ছেন। শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। প্রাপ্য টাকাও উনি পেয়েছেন। তবুও নজর ঘোরাতেই মেট্রো চ্যানেলে বিক্ষোভ হচ্ছে। তাই পালটা জবাব হিসেবে আমরাও এখানে বিক্ষোভ করছি।"

টেলিফোনে এই নিয়ে মেয়র বলেন, "প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা। মানুষ এদের জবাব দেবে। যে বঞ্চনা ওরা করছে তারপর ওদের এসব বলা সাজে না। অবিলম্বে আমাদের প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে আরও বড় আন্দোলন করব। নীতিকথা তৃণমূলের সাজে না।"

Intro:অশোকের অনুপস্থিতিতে মেয়রের ঘড়ের সামনে বিক্ষোভ তৃণমুলের

শিলিগুড়ি, ১ মার্চ; শিলিগুড়ির দাবি নিয়ে কলকাতায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মেয়র অশোক ভট্টাচার্য। এদিকে মেয়র বিহীন পৌরসভায় পালটা হিসেবে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল শিবির। মেয়্যরের অনুপস্থিতিতে মেয়রের ঘড়ের সামনে এহেন বিক্ষোভ নিয়ে তৃণমূলের সাফাই মেয়র কলকাতায় অপপ্রচার করছেন। তাই মানুষকে সঠিক তথ্য দিতে পালটা অবস্থান করছে তৃণমূল।

আজ শিলিগুড়িতে সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কাউন্সিলরেরা। মেয়রের ঘড়ের সামনে বসে ভচলে বিক্ষোভ। বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, পৌরসভায় বামকর্মীদের পিছনের দরজা দিয়ে নিয়োগ করা হচ্ছে। মেয়র পরিসেবা দিচ্ছেন না। সব মিলিয়ে হাসফাস অবস্থা। অথচ উনি খালি টাকা দিন, টাকা দিন বলে চেচাচ্ছেন। শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। প্রাপ্য টাকাও উনি পেয়েছেন। তবুও নজর ঘোড়াতেই মেট্রো চ্যানেলে বিক্ষোভভ হচ্ছে। তাই পালটা হিসেবে আমরাও এখানে বিক্ষোভ করছি।
টেলিফোনে এ নিয়ে মেয়র বলেন, প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা। মানুষ এদের জবাব দেবে। যে বঞ্চনা ওরা করছেন তারপর ওদের এসব বলা সাজে না। অবিলম্বে আমাদের প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে আরো বড় আন্দোলন করব। নীতিকথা তৃণমূলের সাজে না। Body:.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.