ETV Bharat / state

অসমের মতো উত্তাল হতে পারে পাহাড়ও, হুঁশিয়ারি বিনয়ের - Hill station

গত সোমবার লোকসভায় CAB পাশ হয়েছে । রাজ্যসভায় এনিয়ে আলোচনা চলছে । রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এমনটা হলে দেশ ও ভারতীয় গোর্খাদের জন্য তা দুর্ভাগ্যের বলে মনে করেছেন বিনয় ।

against CAB & NRC Gorkha land
CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়
author img

By

Published : Dec 11, 2019, 7:08 PM IST

Updated : Dec 11, 2019, 7:32 PM IST

দার্জিলিং, 11 ডিসেম্বর : CAB-র বিরুদ্ধে পাহাড়ে শুরু হয়েছে বিক্ষোভ । CAB চালু হলে অসমের কায়দায় উত্তাল হতে পারে দার্জিলিংও ৷ এই হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং । NRC ও নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB-র বিরুদ্ধে পাহাড় জুড়ে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি নিয়েছে মোর্চার (বিনয়পন্থী) সুপ্রিমো বিনয় তামাং।

against CAB & NRC Gorkha land
CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

গত সোমবার লোকসভায় CAB পাশ হয়েছে । রাজ্যসভায় এনিয়ে আলোচনা চলছে । রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এমনটা হলে দেশ ও ভারতীয় গোর্খাদের জন্য তা দুর্ভাগ্যের বলে মনে করেছেন বিনয় । CAB ও NRC-র বিরুদ্ধে আজ থেকে দার্জিলিং, কালিম্পং জেলাশাসকের অফিসে অবস্থান বিক্ষোভ-ধরনা কর্মসূচি শুরু করেছে মোর্চার বিনয় তামাঙের সমার্থকরা । এদের সঙ্গে রয়েছে হিল তৃণমূল কংগ্রেসও ।

CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

বিনয় তামাঙের নেতৃত্বে CAB-র প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । বিনয় তামাং বলেন, "আগামী 18 ডিসেম্বর পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে । আজ দার্জিলিং ও কালিম্পঙের DM অফিস, কার্সিয়াঙের SDO-র অফিস এবং মিরিকে BDO অফিসে এই কর্মসূচি পালন করা হচ্ছে । 19 ডিসেম্বর মিছিল করে দার্জিলিং ও কালিম্পঙের DM-র মারফত কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে । তারপর 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে CAB-র প্রতিবাদে চিঠি দেওয়া হবে । এরপর 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত GTA এলাকার সব কেন্দ্রীয় সরকারি অফিস ঘেরাও করা হবে । বৈঠক করে পরিস্থিতি বিচার করা হবে ।"

দার্জিলিং, 11 ডিসেম্বর : CAB-র বিরুদ্ধে পাহাড়ে শুরু হয়েছে বিক্ষোভ । CAB চালু হলে অসমের কায়দায় উত্তাল হতে পারে দার্জিলিংও ৷ এই হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং । NRC ও নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB-র বিরুদ্ধে পাহাড় জুড়ে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি নিয়েছে মোর্চার (বিনয়পন্থী) সুপ্রিমো বিনয় তামাং।

against CAB & NRC Gorkha land
CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

গত সোমবার লোকসভায় CAB পাশ হয়েছে । রাজ্যসভায় এনিয়ে আলোচনা চলছে । রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এমনটা হলে দেশ ও ভারতীয় গোর্খাদের জন্য তা দুর্ভাগ্যের বলে মনে করেছেন বিনয় । CAB ও NRC-র বিরুদ্ধে আজ থেকে দার্জিলিং, কালিম্পং জেলাশাসকের অফিসে অবস্থান বিক্ষোভ-ধরনা কর্মসূচি শুরু করেছে মোর্চার বিনয় তামাঙের সমার্থকরা । এদের সঙ্গে রয়েছে হিল তৃণমূল কংগ্রেসও ।

CAB ও NRC-র বিরুদ্ধে পাহাড়

বিনয় তামাঙের নেতৃত্বে CAB-র প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । বিনয় তামাং বলেন, "আগামী 18 ডিসেম্বর পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে । আজ দার্জিলিং ও কালিম্পঙের DM অফিস, কার্সিয়াঙের SDO-র অফিস এবং মিরিকে BDO অফিসে এই কর্মসূচি পালন করা হচ্ছে । 19 ডিসেম্বর মিছিল করে দার্জিলিং ও কালিম্পঙের DM-র মারফত কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে । তারপর 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে CAB-র প্রতিবাদে চিঠি দেওয়া হবে । এরপর 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত GTA এলাকার সব কেন্দ্রীয় সরকারি অফিস ঘেরাও করা হবে । বৈঠক করে পরিস্থিতি বিচার করা হবে ।"

Intro:ক্যাবের বিরুদ্ধে পাহাড়ে বিক্ষোভ-আগুন। অসমের কায়দায় উত্তাল হতে পারে দার্জিলিং-হুঁশিয়ারি বিনয়ের ।

দার্জিলিং, 11 ডিসেম্বর : এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাবের বিরুদ্ধে অসমের কায়দায় উত্তাল হতে পারে দার্জিলিং পাহাড়ও। এর বিরুদ্ধে পাহাড় জুড়ে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির প্রথমদিন বুধবার সাফ জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের সুপ্রিমো বিনয় তামাঙ।
Body:9 ডিসেম্বর লোকসভায় সিএবি পাশ হয়েছে। রাজ্য সভায় এনিয়ে আলোচনা চলছে । রাজ্য সভাতেও এই বিল পাশ হতে পারে সাংসদের হিসাবের নিরিখে এমন আশঙ্কা করছেন বিনয়পন্থীরাও । আর এমনটা হলে দেশ ও ভারতীয় গোর্খাদের জন্য তা হবে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য বিনয়ের । ক্যাব ও এনআরসির বিরুদ্ধে বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং জেলাশাসকের অফিসে অবস্থান বিক্ষোভ-ধরনা কর্মসূচি শুরু করে মোর্চার বিনয় তামাঙপন্থীরা । সঙ্গে রয়েছে হিল তৃণমূল কংগ্রেসও । এদিন বিনয় তামাঙয়ের নেতৃত্বে সিএবি-এর প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । বিনয় তামাঙ বলেন, 18 ডিসেম্বর পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে । এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের ডিএম অফিস, কার্সিয়াংয়ে এসডিও অফিস এবং মিরিকে বিডিও অফিসে এই কর্মসূচি হয় । 19 ডিসেম্বর মিছিল করে দার্জিলিং ও কালিম্পংয়ের ডিএমের মারফত কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে । 20 তারিখ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে ক্যাবের প্রতিবাদে চিঠি দেওয়া হবে । এরপর 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত জিটিএ এলাকার সব কেন্দ্রীয় সরকারি অফিস ঘেরাও করা হবে । এরপর বৈঠক করে পরিস্থিতি বিচার করা হবে । Conclusion:এনআরসি ও সিএবির প্রতিবাদে এখন অসম যেমন আন্দোলনে উত্তাল হচ্ছে প্রয়োজনে দার্জিলিং পাহাড়ও সেভাবে উত্তাল হবে বলে হুঁশিয়ারি বিনিয় তামাঙয়ের ।
Last Updated : Dec 11, 2019, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.