ETV Bharat / state

টাইগার হিলের পর এবার বন্ধ দার্জিলিং চিড়িয়াখানা - coronavirus safety

পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের সিংহভাগই টাইগার হিলে সূর্যোদয় দেখতে দার্জিলিং যান । পাশাপাশি পর্যটকদের ঢল নামে দার্জিলিং চিড়িয়াখানা থেকে শুরু করে শৈলশহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতেও ।

arjeeling-zoo
দার্জিলিং চিড়িয়াখানা
author img

By

Published : Mar 18, 2020, 5:28 AM IST

Updated : Mar 18, 2020, 6:04 AM IST

দার্জিলিং, 18 মার্চ: কোরোনা আতঙ্কের জের দার্জিলিংয়ের পর্যটন ব্যবসাতে ৷ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল টাইগার হিল ৷ এবার বন্ধ করে দেওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাও ৷

পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের সিংহভাগই টাইগার হিলে সূর্যোদয় দেখতে দার্জিলিং যান । পাশাপাশি পর্যটকদের ঢল নামে দার্জিলিং চিড়িয়াখানা থেকে শুরু করে শৈলশহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতেও । কিন্তু দার্জিলিং বনবিভাগের তরফে সোমবারই এক নির্দেশিকা জারি করে টাইগার হিলে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ সেইমতো এদিন টাইগার হিলের উদ্দেশ্যে আসা পর্যটকদের ঘুরিয়ে দেয় পুলিশ । অন্যদিকে, এদিন কোনও আগাম নোটিস ছাড়াই দার্জিলিং চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় । এই বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর রাজেন্দ্র জাখড় জানান, "দার্জিলিং চিড়িয়াখানায় প্রতিদিন দেড় থেকে দুই হাজার লোক আসে । ফলে একটা ঝুঁকি থেকেই যায় । তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত ।"

বন্ধ দার্জিলিং চিড়িয়াখানা

কোরোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও হাতে গোনা কিছু পর্যটককে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় । তাঁদের বেশিরভাগই মঙ্গলবার পাহাড় ছেড়ে নিচে নেমে যাওয়ায় পুরোপুরি পর্যটক শূন্য হয়ে পড়ল শৈলশহর দার্জিলিং ।

দার্জিলিং, 18 মার্চ: কোরোনা আতঙ্কের জের দার্জিলিংয়ের পর্যটন ব্যবসাতে ৷ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল টাইগার হিল ৷ এবার বন্ধ করে দেওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাও ৷

পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের সিংহভাগই টাইগার হিলে সূর্যোদয় দেখতে দার্জিলিং যান । পাশাপাশি পর্যটকদের ঢল নামে দার্জিলিং চিড়িয়াখানা থেকে শুরু করে শৈলশহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতেও । কিন্তু দার্জিলিং বনবিভাগের তরফে সোমবারই এক নির্দেশিকা জারি করে টাইগার হিলে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ সেইমতো এদিন টাইগার হিলের উদ্দেশ্যে আসা পর্যটকদের ঘুরিয়ে দেয় পুলিশ । অন্যদিকে, এদিন কোনও আগাম নোটিস ছাড়াই দার্জিলিং চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় । এই বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর রাজেন্দ্র জাখড় জানান, "দার্জিলিং চিড়িয়াখানায় প্রতিদিন দেড় থেকে দুই হাজার লোক আসে । ফলে একটা ঝুঁকি থেকেই যায় । তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত ।"

বন্ধ দার্জিলিং চিড়িয়াখানা

কোরোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও হাতে গোনা কিছু পর্যটককে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় । তাঁদের বেশিরভাগই মঙ্গলবার পাহাড় ছেড়ে নিচে নেমে যাওয়ায় পুরোপুরি পর্যটক শূন্য হয়ে পড়ল শৈলশহর দার্জিলিং ।

Last Updated : Mar 18, 2020, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.