শিলিগুড়ি, 15 নভেম্বর: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে এবার অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ) সমর্থন জানাল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি) (kamtapur progressive party)। শুধু তাই নয় । আলাদা রাজ্যের দাবিতে প্রয়োজনে অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে আন্দোলনেও নামবে কেপিপি (after Ananta Maharaj KPP demands for separate state) ।
28 নভেম্বর শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের কাওয়াখালিতে পৃথক রাজ্য-সহ কামতাপুর ভাষাভাষির মানুষদের অন্যান্য দাবি নিয়ে জনসভা করতে চলেছে কেপিপি । সম্প্রতি কেপিপি'র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে । আর এই নতুন কমিটি গঠনের পরই পৃথক রাজ্যের দাবিতে ফের সক্রিয় আন্দোলনের পথে কেপিপি (KPP Demands Separate State) ।
আরও পড়ুন: শুভেন্দুর সুস্থতা কামনা করতে যাওয়ায় মন্ত্রীর পুত্র-সহ 17 জনের নামে মামলা
এই বিষয়ে কেপিপি-র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বুধারু রায় বলেন, "আমাদের পৃথক রাজ্যের দাবি দীর্ঘদিনের । আমরা সেই দাবিতে আন্দোলনে করব । আমরা কেন্দ্রশাসিত অঞ্চল কোনওদিন চাই না । আমরা উত্তরবঙ্গের 8 জেলা ও অসমের 6 জেলাকে নিয়ে পৃথক রাজ্যের দাবি জানিয়ে এসেছি । অনন্ত মহারাজ যে দাবি করেছেন আমরা তাকে সমর্থন করি । প্রয়োজনে একসঙ্গে সবাইকে আন্দোলনে নামতে হবে ।" তাঁর দাবি, কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা কেপিপি'র দাবি-দাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখা হবে ৷