ETV Bharat / state

Young Man Murdered: পুরনো বিবাদের জের ! রাস্তার মোড়ে যুবককে খুন করে আত্মসমর্পণ অভিযুক্তের

author img

By

Published : Jun 6, 2023, 8:07 PM IST

শিলিগুড়িতে রাস্তার মোড়ে যুবককে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত ৷ পুরনো ঝামেলার জেরে এই খুন বলে মনে করছে পরিবার ৷

Young Man Murdered in Siliguri
শিলিগুড়িতে খুন যুবক
রাস্তার মোড়ে যুবককে খুন করে আত্মসমর্পণ অভিযুক্তের

শিলিগুড়ি, 6 জুন: পুরনো বিবাদের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন আরেক যুবকের । খুনের পর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন আশিঘর মোড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম স্বপন বর্মন (35)। তাঁর বাড়ি আশিঘর মোড় সংলগ্ন চয়নপাড়ায় । তাঁকে খুন করার অভিযোগ উঠেছে ওই এলাকারই বাসিন্দা নিরঞ্জন মণ্ডল নামে আরেক যুবকের বিরুদ্ধে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই দুই যুবকের মধ্যে সংঘর্ষ বেধেছিল । এ দিন সকালে আশিঘর মোড়ে একটি চায়ের দোকানে স্বপন বর্মন বসে ছিলেন ৷ সেসময় আচমকাই তাঁর উপর হামলা চালায় নিরঞ্জন । ধারালো অস্ত্র দিয়ে স্বপনকে আঘাত করেন তিনি ৷ এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন স্বপন । তারপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্বপনকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, এই ঘটনার পর অভিযুক্ত ওই যুবক আশিঘর ফাঁড়িতে গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জের, শান্তিপুরে ভাইপোর হাতে খুন এক ব্য়ক্তি

মৃতের মা অনিতা বর্মন বলেন, "এর আগেও আমার ছেলেকে মারধর করেছিল নিরঞ্জন । আমাদের টোটো চুরি করা নিয়ে ঝামেলা হয় । এর আগে সে আমাদের টোটো চুরি করেছিল । সম্প্রতি আবার টোটো চুরি করে । সেই নিয়ে আবার ঝামেলা বাধে । ঝামেলায় জেরেই সে খুন করল আমার ছেলেকে ।" শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, "অভিযোগ মিলেছে । একটি খুনের মামলা রুজু হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

রাস্তার মোড়ে যুবককে খুন করে আত্মসমর্পণ অভিযুক্তের

শিলিগুড়ি, 6 জুন: পুরনো বিবাদের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন আরেক যুবকের । খুনের পর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন আশিঘর মোড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম স্বপন বর্মন (35)। তাঁর বাড়ি আশিঘর মোড় সংলগ্ন চয়নপাড়ায় । তাঁকে খুন করার অভিযোগ উঠেছে ওই এলাকারই বাসিন্দা নিরঞ্জন মণ্ডল নামে আরেক যুবকের বিরুদ্ধে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই দুই যুবকের মধ্যে সংঘর্ষ বেধেছিল । এ দিন সকালে আশিঘর মোড়ে একটি চায়ের দোকানে স্বপন বর্মন বসে ছিলেন ৷ সেসময় আচমকাই তাঁর উপর হামলা চালায় নিরঞ্জন । ধারালো অস্ত্র দিয়ে স্বপনকে আঘাত করেন তিনি ৷ এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন স্বপন । তারপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্বপনকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, এই ঘটনার পর অভিযুক্ত ওই যুবক আশিঘর ফাঁড়িতে গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জের, শান্তিপুরে ভাইপোর হাতে খুন এক ব্য়ক্তি

মৃতের মা অনিতা বর্মন বলেন, "এর আগেও আমার ছেলেকে মারধর করেছিল নিরঞ্জন । আমাদের টোটো চুরি করা নিয়ে ঝামেলা হয় । এর আগে সে আমাদের টোটো চুরি করেছিল । সম্প্রতি আবার টোটো চুরি করে । সেই নিয়ে আবার ঝামেলা বাধে । ঝামেলায় জেরেই সে খুন করল আমার ছেলেকে ।" শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, "অভিযোগ মিলেছে । একটি খুনের মামলা রুজু হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.