ETV Bharat / state

পাথর দিয়ে মাথা থেঁতলে স্কুল পড়ুয়াকে খুন - ফাঁসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা-বাগান

ফাঁসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা-বাগানে মাথা থেঁতলে খুন হল এক স্কুল পড়ুয়া । দশম শ্রেণির ছাত্র অনিকেত দাস বাবার পরিবর্তে চা বাগানে কাজ করছিল । আজ ভোর রাতে সেই চা বাগানে তার সহকর্মীরা তাকে মাথা থেঁতলানো অবস্থায় পড়ে থাকতে দেখে ।

A schoolboy was killed in phansidewa
A schoolboy was killed in phansidewa
author img

By

Published : Feb 17, 2021, 2:40 PM IST

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর রাতে এক স্কুল পড়ুয়াকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ায় । মৃত যুবকের নাম অনিকেত দাস (19) । দশম শ্রেণির ছাত্র ছিল সে । দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

অনিকেতের বাবা ফাসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা-বাগানে কাজ করতেন । অসুস্থতার কারণে বেশ কয়েকদিন থেকে যেতে পারছিলেন না । সেই কারণে অনিকেত চা-বাগানে সেচ বিভাগে কাজের জন্য যাচ্ছিল । এদিন সহকর্মীদের থেকে কিছুটা দূরে চলে যায় ওই যুবক । দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু হয় । ভোর নাগাদ তার সহকর্মীরা চা বাগানের কারখানার পাশে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় । স্থানীয়রা উদ্ধার করে অনিকেতকে নবজীবন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : মাথা থেঁতলে খুন যুবক, হাওড়ায় স্টোনম্যান আতঙ্ক?

খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার । দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খুনির তল্লাশি শুরু করেছে পুলিশ ।

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর রাতে এক স্কুল পড়ুয়াকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ায় । মৃত যুবকের নাম অনিকেত দাস (19) । দশম শ্রেণির ছাত্র ছিল সে । দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

অনিকেতের বাবা ফাসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা-বাগানে কাজ করতেন । অসুস্থতার কারণে বেশ কয়েকদিন থেকে যেতে পারছিলেন না । সেই কারণে অনিকেত চা-বাগানে সেচ বিভাগে কাজের জন্য যাচ্ছিল । এদিন সহকর্মীদের থেকে কিছুটা দূরে চলে যায় ওই যুবক । দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু হয় । ভোর নাগাদ তার সহকর্মীরা চা বাগানের কারখানার পাশে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় । স্থানীয়রা উদ্ধার করে অনিকেতকে নবজীবন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : মাথা থেঁতলে খুন যুবক, হাওড়ায় স্টোনম্যান আতঙ্ক?

খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার । দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খুনির তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.