শিলিগুড়ি, 10 জুলাই : তিস্তায় গাড়ি তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন দুই পর্যটক ও গাড়ির চালক । দুর্ঘটনাটি ঘটে সেবকে । গাড়ির চালকের নাম রাকেশ রায় । তিনি শিলিগুড়ির বাসিন্দা । নিখোঁজ দুই পর্যটকের নাম পরিচয় আমন গৌড় ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা ।
গত ক'দিন ধরেই টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস অব্যাহত । এরই মাঝে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি । প্রায় কয়েকশো মিটার নিচে তিস্তার জলে পড়ে তলিয়ে যান তিনজন ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ও NDRF জওয়ানরা । তাঁরা এলাকায় উদ্ধার কাজ শুরু করেছেন।