ETV Bharat / state

কোরোনা আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেলের নার্স

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্স কোরোনায় আক্রান্ত হলেন । তাঁর প্রথম পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় রিপোর্ট পজ়িটিভ আসে ৷

কোরোনা আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেলের নার্স
কোরোনা আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেলের নার্স
author img

By

Published : Apr 13, 2020, 6:11 PM IST

Updated : Apr 13, 2020, 6:50 PM IST

শিলিগুড়ি, 13 এপ্রিল : এবার কোরোনায় আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্স । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাঁর দ্বিতীয় সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আজ বিকেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই নার্সকে মাটিগাড়ায় সরকার অধিগৃহীত কোরোনা চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ।

হাসপাতাল সূত্রে খবর, ওই নার্স কালিম্পঙে কোরোনায় মৃত মহিলার সংস্পর্শে এসেছিলেন ৷ উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ৷ প্রথমবার তাঁর সোয়াবের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও গতকাল ফের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ সেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷

উত্তরবঙ্গে কোরোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের তরফে শিলিগুড়িতে এসেছেন টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি ৷ তিনি বলেন, "ওই নার্সের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আমরা তাঁকে দ্রুত মাটিগাড়ায় সরকার অধিগৃহীত নার্সিংহোমে নিয়ে যাচ্ছি ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কালিম্পঙের মহিলার চিকিৎসার সময় ওই নার্স তাঁর সংস্পর্শে এসেছিলেন ৷ সেই কারণেই তিনি সংক্রমিত হয়েছেন ৷"

উত্তরবঙ্গে কোরোনায় আক্রান্ত হয়ে কালিম্পঙের মহিলা-সহ মোট দু'জনের মৃত্যু হয়েছে ৷ কালিম্পঙের ওই মহিলার সংস্পর্শে আসায় 11জনকে আইসোলেশনে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে 10 জনের রিপোর্ট পজ়িটিভ ছিল ৷ ইতিমধ্যে ওই 10 জনের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ বাকি তিনজনকেও দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে ৷

শিলিগুড়ি, 13 এপ্রিল : এবার কোরোনায় আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্স । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাঁর দ্বিতীয় সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আজ বিকেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই নার্সকে মাটিগাড়ায় সরকার অধিগৃহীত কোরোনা চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ।

হাসপাতাল সূত্রে খবর, ওই নার্স কালিম্পঙে কোরোনায় মৃত মহিলার সংস্পর্শে এসেছিলেন ৷ উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ৷ প্রথমবার তাঁর সোয়াবের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও গতকাল ফের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ সেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷

উত্তরবঙ্গে কোরোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের তরফে শিলিগুড়িতে এসেছেন টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি ৷ তিনি বলেন, "ওই নার্সের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আমরা তাঁকে দ্রুত মাটিগাড়ায় সরকার অধিগৃহীত নার্সিংহোমে নিয়ে যাচ্ছি ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কালিম্পঙের মহিলার চিকিৎসার সময় ওই নার্স তাঁর সংস্পর্শে এসেছিলেন ৷ সেই কারণেই তিনি সংক্রমিত হয়েছেন ৷"

উত্তরবঙ্গে কোরোনায় আক্রান্ত হয়ে কালিম্পঙের মহিলা-সহ মোট দু'জনের মৃত্যু হয়েছে ৷ কালিম্পঙের ওই মহিলার সংস্পর্শে আসায় 11জনকে আইসোলেশনে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে 10 জনের রিপোর্ট পজ়িটিভ ছিল ৷ ইতিমধ্যে ওই 10 জনের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ বাকি তিনজনকেও দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে ৷

Last Updated : Apr 13, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.