শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : গুজবের জেরে গণপিটুনির স্বীকার হলেন এক মহিলা ৷ গতকাল ছেলেধরা গুজবে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধোলাই দেওয়া হয় ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানা এলাকার কলমজোতের ঘটনা ৷ খবর পেয়ে মাটিগাড়া থানার অধীন উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্টের পুলিশ ওই মহিলাকে উদ্ধার করতে গেলে জনরোষের মুখে পড়ে ৷ অভিযোগ, ওই মহিলাকে উদ্ধারের সময় পুলিশকর্মীদের মারধরের পাশাপাশি উর্দি ছিঁড়ে দেয় উত্তেজিত জনতা ৷ সেইসঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় ৷ এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ ৷
মাটিগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের শওহর মহম্মদ তাজিবুর ইসলাম বলেন, "আমার বাড়িতে একটা বৈঠক ছিল৷ তখনই ওই এলাকার একজন ফোন করে জানায়, এক মহিলা এলাকায় ঘোরাঘুরি করছেন৷ ওকে বলেছিলাম মহিলাকে কোনও জায়গায় বসিয়ে রাখ ৷ পরে এলাকায় গিয়ে মহিলাকে নিয়ে কোনও চিকিৎসকের কাছে যাব ৷ কিন্তু বিকেলের পর হঠাৎ ছেলেধরা গুজব উঠলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে মারধর করে এলাকার লোকজন ৷ " খবর পেয়ে ঘটনাস্থানে উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্টের পুলিশ গেলে নয়-দশ জন ছেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করে ৷ পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে মারধরের পাশাপাশি পোশাকও ছিঁড়ে দেয় ৷ এই ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয় ৷ তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে ৷
আরও পড়ুন : চোরের বয়ানেই মাটি খুঁড়ে উদ্ধার ঠাকুরের গয়না
স্থানীয় উপপ্রধান বলেন, "ঘটনাটি শুনেছি ৷ এই ঘটনায় কারা জড়িত তা জানা নেই ৷" এই বিষয়ে ACP (পশ্চিম) বিদিতরাজ ভুন্দেশ বলেন, "ঘটনার তদন্ত হচ্ছে ৷ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এই ঘটনায় অন্যা অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ "