ETV Bharat / state

ফের গণপিটুনির ঘটনা, আক্রান্ত পুলিশও ; গ্রেপ্তার 6

শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানা এলাকার কলমজোতে গতকাল বিকেলে এক মানসিক ভারসাম্যহীন মহিলা ঘোরাঘুরি করছিলেন ৷ হঠাৎ করে ছেলেধরা গুজব ওঠার পরই স্থানীয় কয়েকজন ওই মহিলাকে ধরে মারধর করে ৷ খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ ৷

author img

By

Published : Sep 15, 2019, 7:49 PM IST

Updated : Sep 15, 2019, 11:33 PM IST

অভিযুক্ত

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : গুজবের জেরে গণপিটুনির স্বীকার হলেন এক মহিলা ৷ গতকাল ছেলেধরা গুজবে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধোলাই দেওয়া হয় ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানা এলাকার কলমজোতের ঘটনা ৷ খবর পেয়ে মাটিগাড়া থানার অধীন উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্টের পুলিশ ওই মহিলাকে উদ্ধার করতে গেলে জনরোষের মুখে পড়ে ৷ অভিযোগ, ওই মহিলাকে উদ্ধারের সময় পুলিশকর্মীদের মারধরের পাশাপাশি উর্দি ছিঁড়ে দেয় উত্তেজিত জনতা ৷ সেইসঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় ৷ এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ ৷

মাটিগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের শওহর মহম্মদ তাজিবুর ইসলাম বলেন, "আমার বাড়িতে একটা বৈঠক ছিল৷ তখনই ওই এলাকার একজন ফোন করে জানায়, এক মহিলা এলাকায় ঘোরাঘুরি করছেন৷ ওকে বলেছিলাম মহিলাকে কোনও জায়গায় বসিয়ে রাখ ৷ পরে এলাকায় গিয়ে মহিলাকে নিয়ে কোনও চিকিৎসকের কাছে যাব ৷ কিন্তু বিকেলের পর হঠাৎ ছেলেধরা গুজব উঠলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে মারধর করে এলাকার লোকজন ৷ " খবর পেয়ে ঘটনাস্থানে উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্টের পুলিশ গেলে নয়-দশ জন ছেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করে ৷ পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে মারধরের পাশাপাশি পোশাকও ছিঁড়ে দেয় ৷ এই ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয় ৷ তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : চোরের বয়ানেই মাটি খুঁড়ে উদ্ধার ঠাকুরের গয়না

স্থানীয় উপপ্রধান বলেন, "ঘটনাটি শুনেছি ৷ এই ঘটনায় কারা জড়িত তা জানা নেই ৷" এই বিষয়ে ACP (পশ্চিম) বিদিতরাজ ভুন্দেশ বলেন, "ঘটনার তদন্ত হচ্ছে ৷ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এই ঘটনায় অন্যা অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ "

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : গুজবের জেরে গণপিটুনির স্বীকার হলেন এক মহিলা ৷ গতকাল ছেলেধরা গুজবে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধোলাই দেওয়া হয় ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানা এলাকার কলমজোতের ঘটনা ৷ খবর পেয়ে মাটিগাড়া থানার অধীন উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্টের পুলিশ ওই মহিলাকে উদ্ধার করতে গেলে জনরোষের মুখে পড়ে ৷ অভিযোগ, ওই মহিলাকে উদ্ধারের সময় পুলিশকর্মীদের মারধরের পাশাপাশি উর্দি ছিঁড়ে দেয় উত্তেজিত জনতা ৷ সেইসঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় ৷ এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ ৷

মাটিগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের শওহর মহম্মদ তাজিবুর ইসলাম বলেন, "আমার বাড়িতে একটা বৈঠক ছিল৷ তখনই ওই এলাকার একজন ফোন করে জানায়, এক মহিলা এলাকায় ঘোরাঘুরি করছেন৷ ওকে বলেছিলাম মহিলাকে কোনও জায়গায় বসিয়ে রাখ ৷ পরে এলাকায় গিয়ে মহিলাকে নিয়ে কোনও চিকিৎসকের কাছে যাব ৷ কিন্তু বিকেলের পর হঠাৎ ছেলেধরা গুজব উঠলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে মারধর করে এলাকার লোকজন ৷ " খবর পেয়ে ঘটনাস্থানে উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্টের পুলিশ গেলে নয়-দশ জন ছেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করে ৷ পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে মারধরের পাশাপাশি পোশাকও ছিঁড়ে দেয় ৷ এই ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয় ৷ তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : চোরের বয়ানেই মাটি খুঁড়ে উদ্ধার ঠাকুরের গয়না

স্থানীয় উপপ্রধান বলেন, "ঘটনাটি শুনেছি ৷ এই ঘটনায় কারা জড়িত তা জানা নেই ৷" এই বিষয়ে ACP (পশ্চিম) বিদিতরাজ ভুন্দেশ বলেন, "ঘটনার তদন্ত হচ্ছে ৷ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এই ঘটনায় অন্যা অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ "

Intro:
ছেলেধরা গুজবে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গনধোলাই, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ, ভাংচুর গাড়ি

শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ ফের একবার ছেলেধরা গুজবে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি। জানা গিয়েছে, শনিবার রাতে ছেলেধরা গুজবে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গনধোলাই দেওয়ার ঘটনায় ঘটল শহর শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানা এলাকার কলমজোতে। ঘটনার খবর পেয়ে মাটিগাড়া থানার অধীন উত্তরবঙ্গ মেডিকেল আউট পোষ্টের পুলিশ ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে জনরোশের মুখে পড়ে। অভিযোগ, ওই মহিলাকে উদ্ধারের সময় পুলিশ কর্মীদের মারধোর করার পাশাপাশি জামাকাপড় ছিরে দেওয়া হয় উত্তেজিত জনতার তরফে। একইসঙ্গে ভাংচুর করা হয় পুলিশের গাড়িও। ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় অভিযুক্ত অনেকেই এখনও অধরা।

Body:স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে এক মানসিক ভারসাম্যহীন মহিলা ওই এলাকায় ইতস্ততভাবে ঘুরোঘুড়ি করছিল। সেসময় স্থানীয় মানুষজন ওই মহিলাকে ঘিরে ধরে ছেলেধরা সন্দেহে গনপিটুনি দিতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মাটিগাড়া এক নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মর্জিনা পারভিন। ছুটে আসে পুলিশও। যদিও স্থানীয়রা ওই মহিলাকে মারধোরে কোন কসুর রাখে না। এরপরেই পুলিশ ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে মারধোরের পাশাপাশি জামাকাপড় ছিঁড়ে দেয়। এমনকি ভাওংচুর চালায় পুলিশের গাড়িতেও।

ঘটনার একাধিক পুলিশ কর্মী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশের তরফে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একে একে ছয়জনকে গ্রেপ্তার করা হয় উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে। যদিও ধৃতের পরিবারের লোকেদের দাবী পুলিশ হাতের সামনে যাদের পেয়েছে তাদেরই তুলে নিয়ে গিয়েছে। এবিষয়ে, ধৃত দেবরাজ দাসের শাশুড়ী মিনি সিংহ বলেন, আমার ঘটনার সময় এলাকাতেই ছিল না৷ যদিও তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একইভাবে বাকীদেরও গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশের গাড়িতে ভাংচুর বা মারধোরের কোন ঘটনায় ঘটেনি ওইদিন।

স্থানীয় উপপ্রধান অবশ্য ঘটনা স্বীকার করে বলেন, ছেলে ধড়ার গুজবে হইহুল্লোর পড়েছিল এলাকায়। পুলিশের গাড়িতে ভাংচুর করা হয়েছে। এমনকি ওই মহিলাকেও মারধোর করা হয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত তা জানা নেই। আমার কাছে বিকেলেই খবর পৌঁছেছিল। আমি শুরুতেই বলেছিলাম, মহিলাটি মানসিক ভারসাম্যহীন। তাই তাকে বসিয়ে রাখা হোক। পুলিশে খবর দেওয়া হচ্ছে। যদিও আচমকাই ছেলেধরা হুজুগে উত্তাল হয়ে ওঠে এলাকা।

Conclusion:এবিষয়ে সরকার পক্ষের আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, এক মহিলাকে মারধোরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশের ওপর হামলা করে কমপক্ষে দশজন। পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি মারধোর করে জামাকাপড়ও ছিঁড়ে দেয় অভিযুক্তরা। যদিও ধৃতদের কয়েকজন ঘটনাস্থান থেকে পালিয়ে গিয়েছে।

এবিষয়ে এসিপি ওয়েস্ট বিদিতরাজ ভুন্দেশ বলেন, ঘটনার তদন্ত হচ্ছে। তবে ছেলেধরা সন্দেহে গনপিটুনির বিষয় নেই। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ।




Last Updated : Sep 15, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.