ETV Bharat / state

নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার 5 রোহিঙ্গা - New Jalpaiguri Station

বাংলাদেশের কাটুকফালাঙ্গ রোহিঙ্গা ক্যাম্প থেকে 10 জানুয়ারি ওই পাঁচ জন পালিয়ে যায় । সেখান থেকে অবৈধভাবে ইন্দো - বাংলাদেশ সীমান্ত টপকে ভারতের অসমে প্রবেশ করে । সেখান থেকে ত্রিপুরার আগরতলা যায় এবং ভুয়া পরিচয় পত্র ব্যবহার করে অনলাইনে রেলের টিকিট কাটে ।

10216148
10216148
author img

By

Published : Jan 12, 2021, 9:21 PM IST

শিলিগুড়ি, ১২ জানুয়ারি : বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জম্মুতে যাওয়ার পথে গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মালিক , সোফিয়া বেগম , ইনায়াত রহমান , মহম্মদ হাসান , সামশিরা বেগম । ওই পাঁচ জন ছাড়াও আরও চারটি শিশু উদ্ধার হয়েছে ।

জানা গিয়েছে, বাংলাদেশের কাটুকফালাঙ্গ রোহিঙ্গা ক্যাম্প থেকে 10 জানুয়ারি ওই পাঁচ জন পালিয়ে যায় । সেখান থেকে অবৈধভাবে ইন্দো - বাংলাদেশ সীমান্ত টপকে ভারতের অসমে প্রবেশ করে । সেখান থেকে ত্রিপুরার আগরতলা যায় এবং ভুয়ো পরিচয় পত্র ব্যবহার করে অনলাইনে রেলের টিকিট কাটে ।

11 জানুয়ারি রাতে আগরতলা স্টেশন থেকে দিল্লিগামী আনন্দবিহার ট্রেনে ওঠে ধৃত রোহিঙ্গারা । ট্রেন কোচবিহারে ঢোকার সময় খবর পায় যায় রেলপুলিশ । ট্রেনটি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে ঢুকতেই অভিযান চালায় রেলপুলিশ ।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা

ওই ট্রেনের বি 7 কামরায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয় । প্রাথমিকভাবে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, দিল্লি থেকে জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের । ভারতীয় মুদ্রায় 12 থেকে 15 হাজার টাকা করে সীমান্ত পারাপারের জন্য এক দালালকে দিয়েছিল তারা । পাশাপাশি ক্যাম্প থেকে পালাতে মাথাপিছু ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকা করে দিতে হয়েছিল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শিলিগুড়ি, ১২ জানুয়ারি : বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জম্মুতে যাওয়ার পথে গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মালিক , সোফিয়া বেগম , ইনায়াত রহমান , মহম্মদ হাসান , সামশিরা বেগম । ওই পাঁচ জন ছাড়াও আরও চারটি শিশু উদ্ধার হয়েছে ।

জানা গিয়েছে, বাংলাদেশের কাটুকফালাঙ্গ রোহিঙ্গা ক্যাম্প থেকে 10 জানুয়ারি ওই পাঁচ জন পালিয়ে যায় । সেখান থেকে অবৈধভাবে ইন্দো - বাংলাদেশ সীমান্ত টপকে ভারতের অসমে প্রবেশ করে । সেখান থেকে ত্রিপুরার আগরতলা যায় এবং ভুয়ো পরিচয় পত্র ব্যবহার করে অনলাইনে রেলের টিকিট কাটে ।

11 জানুয়ারি রাতে আগরতলা স্টেশন থেকে দিল্লিগামী আনন্দবিহার ট্রেনে ওঠে ধৃত রোহিঙ্গারা । ট্রেন কোচবিহারে ঢোকার সময় খবর পায় যায় রেলপুলিশ । ট্রেনটি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে ঢুকতেই অভিযান চালায় রেলপুলিশ ।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা

ওই ট্রেনের বি 7 কামরায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয় । প্রাথমিকভাবে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, দিল্লি থেকে জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের । ভারতীয় মুদ্রায় 12 থেকে 15 হাজার টাকা করে সীমান্ত পারাপারের জন্য এক দালালকে দিয়েছিল তারা । পাশাপাশি ক্যাম্প থেকে পালাতে মাথাপিছু ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকা করে দিতে হয়েছিল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.