ETV Bharat / state

Drug Traffickers Arrested : শিলিগুড়িতে মাদক-সহ গ্রেফতার 4

দু'কোটি টাকার মাদক-সহ শিলিগুড়িতে গ্রেফতার হল ভিন জেলার চার পাচারকারী (Drug Traffickers Arrested) । ধৃতরা হল নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা আব্দুল রজ্জাক ও মশিদুল মণ্ডল, মুর্শিদাবাদের শঙ্করপাড়ার বাসিন্দা হাবিবুর শেখ ও আতিকুল ইসলাম ।

4 drug traffickers arrested in Siliguri
শিলিগুড়িতে মাদক-সহ গ্রেফতার 4 পাচারকারী
author img

By

Published : Apr 27, 2022, 3:28 PM IST

শিলিগুড়ি, 27 এপ্রিল : দু’কোটি টাকার মাদক-সহ চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করল শিলিগুড়ির পুলিশ (4 drug traffickers arrested in Siliguri)। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকার পোড়াঝারে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ । অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ব্রাউন সুগার (brown sugar recovered) । যার আনুমানিক বাজার মূল্য দু'কোটি 10 লক্ষ টাকা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা আব্দুল রজ্জাক ও মশিদুল মণ্ডল, মুর্শিদাবাদের শঙ্করপাড়ার বাসিন্দা হাবিবুর শেখ ও আতিকুল ইসলাম । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে মুর্শিদাবাদ থেকে ওই ব্রাউন সুগার নিয়ে আসা হয়েছিল । শিলিগুড়িতে হাতবদলের কথা ছিল ওই মাদকের । প্রত্যেকের কাছে ওই মাদক চারটি অংশে ভাগ করে রাখা ছিল । চারজন দু’টি আলাদা আলাদা দলে ওই মাদক শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা করেছিল । তাঁরা প্রথমে বাসে করে শিলিগুড়ি পৌঁছয় । এরপর মাটিগাড়া হয়ে কাওয়াখালি এলাকায় পৌঁছলে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ।

সন্দেহভাজনদের পোড়াঝার এলাকায় ঘুরতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । কথায় অসঙ্গতি মিললে তাঁদের তল্লাশি চালালে ওই মাদক উদ্ধার হয় । ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Bagdogra Airport : রানওয়ে মেরামতি শেষ, বাগডোগরায় পুনরায় চালু হচ্ছে বিমান পরিষেবা

শিলিগুড়ি, 27 এপ্রিল : দু’কোটি টাকার মাদক-সহ চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করল শিলিগুড়ির পুলিশ (4 drug traffickers arrested in Siliguri)। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকার পোড়াঝারে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ । অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ব্রাউন সুগার (brown sugar recovered) । যার আনুমানিক বাজার মূল্য দু'কোটি 10 লক্ষ টাকা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা আব্দুল রজ্জাক ও মশিদুল মণ্ডল, মুর্শিদাবাদের শঙ্করপাড়ার বাসিন্দা হাবিবুর শেখ ও আতিকুল ইসলাম । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে মুর্শিদাবাদ থেকে ওই ব্রাউন সুগার নিয়ে আসা হয়েছিল । শিলিগুড়িতে হাতবদলের কথা ছিল ওই মাদকের । প্রত্যেকের কাছে ওই মাদক চারটি অংশে ভাগ করে রাখা ছিল । চারজন দু’টি আলাদা আলাদা দলে ওই মাদক শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা করেছিল । তাঁরা প্রথমে বাসে করে শিলিগুড়ি পৌঁছয় । এরপর মাটিগাড়া হয়ে কাওয়াখালি এলাকায় পৌঁছলে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ।

সন্দেহভাজনদের পোড়াঝার এলাকায় ঘুরতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । কথায় অসঙ্গতি মিললে তাঁদের তল্লাশি চালালে ওই মাদক উদ্ধার হয় । ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Bagdogra Airport : রানওয়ে মেরামতি শেষ, বাগডোগরায় পুনরায় চালু হচ্ছে বিমান পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.