ETV Bharat / state

370 ধারা প্রত্যাহারের সমর্থনে যুবমোর্চার মিছিলে বাধা পুলিশের, ধস্তাধস্তি

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে মিছিল করায় BJP-র যুবমোর্চার সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ ৷ শিলিগুড়ির হাসমিচকের ঘটনা ৷

author img

By

Published : Aug 9, 2019, 7:48 PM IST

যুবমোর্চার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

শিলিগুড়ি, 9 অগাস্ট: জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে মিছিল করায় BJP-র যুবমোর্চার সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ ৷ সেই সময়, তাদের মধ্যে ধস্তাধস্তিও বাধে ৷ শিলিগুড়ির হাসমিচকের ঘটনা ৷

কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে আজ যুবমোর্চার তরফে একটি মিছিল বের করা হয় ৷ যদিও এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ৷ যুবমোর্চার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের প্রতিবাদে মিছিল হলে অনুমতি দিচ্ছে পুলিশ ৷ সমর্থনে মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না৷ তাই বিকেলে হাসমিচক মোড়ে যুবমোর্চার সদস্যরা জমায়েত করলে পুলিশ তাঁদের সেখান থেকে হটানোর চেষ্টা করে ৷ সেই সময়, যুবমোর্চার সদস্যরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ৷ তাঁদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ ৷

আরও পড়ুন : টিম PK-র ফোনে 'তটস্থ' তৃণমূল নেতারা, জোর প্রচারে

এই ঘটনার কথা যুব মোর্চার তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে ফ্যাক্স করে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, ধৃত যুব মোর্চা সদস্যদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে প্রতিবাদ দেখায় স্থানীয় BJP নেতৃত্ব ৷

শিলিগুড়ি, 9 অগাস্ট: জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে মিছিল করায় BJP-র যুবমোর্চার সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ ৷ সেই সময়, তাদের মধ্যে ধস্তাধস্তিও বাধে ৷ শিলিগুড়ির হাসমিচকের ঘটনা ৷

কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে আজ যুবমোর্চার তরফে একটি মিছিল বের করা হয় ৷ যদিও এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ৷ যুবমোর্চার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের প্রতিবাদে মিছিল হলে অনুমতি দিচ্ছে পুলিশ ৷ সমর্থনে মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না৷ তাই বিকেলে হাসমিচক মোড়ে যুবমোর্চার সদস্যরা জমায়েত করলে পুলিশ তাঁদের সেখান থেকে হটানোর চেষ্টা করে ৷ সেই সময়, যুবমোর্চার সদস্যরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ৷ তাঁদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ ৷

আরও পড়ুন : টিম PK-র ফোনে 'তটস্থ' তৃণমূল নেতারা, জোর প্রচারে

এই ঘটনার কথা যুব মোর্চার তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে ফ্যাক্স করে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, ধৃত যুব মোর্চা সদস্যদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে প্রতিবাদ দেখায় স্থানীয় BJP নেতৃত্ব ৷

Intro:370 বিলোপ করতে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে তার পক্ষে মিছিল করতে চেয়েছিল যুবমোর্চা। অনুমতি দেয়নি পুলিশ। আজ মিছিল শুরু হতে বিশাল বাহিনী এনে জোর করে তাদের গ্রেপ্তার করা হয়। এর জেরে দীর্ঘক্ষণ চরম উত্তেজনা চলতে শিলিগুড়ির হাসমিচকে।


Body:যুবমোর্চর অভিযোগ, বিলের প্রতিবাদে মিছিল হপে অনুমতি দিচ্ছে পুলিশ। কিন্তু বিলের পক্ষে মিছিল করতে অনুমতি দেওয়া হচ্ছে না।


Conclusion:আজ বিকেলে এর প্রতিবাদ জানিয়ে জমায়েত হতে শুরু করে যুব মোর্চা সমর্থকেরা। ঘটনা জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কে ফ্যাক্স করা হয়। এরপর মিছিল শুরু হতে ঝাঁপিয়ে পড়ে সমর্থকদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। জানা হয় রায়ট কন্ট্রোল ভ্যান। যুব মোর্চা কর্মীরা রাস্তায় শুয়ে পড়ল তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.