শিলিগুড়ি, 9 অগাস্ট: জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে মিছিল করায় BJP-র যুবমোর্চার সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ ৷ সেই সময়, তাদের মধ্যে ধস্তাধস্তিও বাধে ৷ শিলিগুড়ির হাসমিচকের ঘটনা ৷
কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে আজ যুবমোর্চার তরফে একটি মিছিল বের করা হয় ৷ যদিও এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ৷ যুবমোর্চার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের প্রতিবাদে মিছিল হলে অনুমতি দিচ্ছে পুলিশ ৷ সমর্থনে মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না৷ তাই বিকেলে হাসমিচক মোড়ে যুবমোর্চার সদস্যরা জমায়েত করলে পুলিশ তাঁদের সেখান থেকে হটানোর চেষ্টা করে ৷ সেই সময়, যুবমোর্চার সদস্যরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ৷ তাঁদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ ৷
আরও পড়ুন : টিম PK-র ফোনে 'তটস্থ' তৃণমূল নেতারা, জোর প্রচারে
এই ঘটনার কথা যুব মোর্চার তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে ফ্যাক্স করে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, ধৃত যুব মোর্চা সদস্যদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে প্রতিবাদ দেখায় স্থানীয় BJP নেতৃত্ব ৷