শিলিগুড়ি, 5 নভেম্বর : কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জংশনের স্টেশন সংলগ্ন এলাকায় ৷ পরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
প্রদীপের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অনুমান ৷ আগুনে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত দুটি দোকান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে রাম বাবু বলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিহারের ছাপড়ার বাসিন্দা।
আরও পড়ুন : Road Accident : গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা, বর্ধমানে মৃত 5
স্থানীয়রা জানিয়েছেন, এক হোটেলের ভিতরেই ঘুমোতেন রামবাবু নামে ওই ব্যক্তি। এদিনও হোটেল বন্ধ করে ভিতরেই ঘুমিয়ে পড়েন তিনি। এরপর প্রথমে একটি চায়ের দোকানে আগুন লাগে। তারপর একে একে আগুন বাকি তিনটি দোকানে ছড়িয়ে পরে। আগুন লেগে যায় ওই হোটেলেও ৷ আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে নামেন। কিন্তু ওই হোটেলের শাটার ভিতর থেকে বন্ধ থাকায় রামবাবুকে উদ্ধার করতে পারা যায়নি ৷ ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ অগ্নিদগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান হয়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।