শিলিগুড়ি, 22 এপ্রিল : লাগামহীন করোনা সংক্রমণ দার্জিলিং জেলায় । রাজ্যের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিলিগুড়ি ৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শেষ চারদিনে জেলায় করোনায় সংক্রমিত 846 জন । শেষ তিন দিনেই ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে করোনা । শেষ দুদিনে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে দশ জনের ।
ভক্তিনগর থানা অন্তর্গত মাথাবাড়ি এলাকার এক মহিলার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকের সিসিইউতে মৃত্যু হয় । ওই হাসপাতালেরই রিকু ওয়ার্ডে চম্পাসারি এলাকার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । সেবক রোডের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মালবাজারের এক প্রৌঢ়ের । শিলিগুড়ির অরবিন্দপল্লি ও জলপাইগুড়ির মুহুরিপাড়ার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কোভিড ব্লকে । বৃহস্পতিবারই জেলায় মৃতের সংখ্যা ছয় ৷ সংক্রমিত হয়েছে 200 জন । শেষ চারদিনে শিলিগুড়ি পৌর এলাকায় সংক্রমিত হয়েছে সাড়ে পাঁচশো জন ।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় জলপাইগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক
শহরের পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক । বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোভিড কেয়ার নেটওয়ার্কের কো-অর্ডিনেটর তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "ভ্যাক্সিনেশন চলছে । কিন্তু মাস্কের কোনও বিকল্প নেই । প্রতিদিন করোনার সংক্রমণ বাড়ছে । আগামীতে তা আরও বাড়বে । সেজন্য আমরা পুলিশ, প্রশাসনকে সঙ্গে নিয়ে সতর্কতামূলক প্রচারে নামব।"