নকশালবাড়ি, 12 নভেম্বর : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে কোটি টাকার অ্যামেরিকান ডলার সহ দু'জনকে গ্রেপ্তার করল নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট । ধৃতদের নাম রহুল পুই ও লাল থান পোয়ে ৷ সম্পর্কে মা ও ছেলে দু'জনেই আইজলের বাসিন্দা । কলকাতায় সোনা পাচারের পর এই বিপুল পরিমাণ টাকা নিয়ে ফিরছিল তারা ৷
গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালায় নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট ৷ সেখান থেকেই উদ্ধার হয় এক লাখ 38 হাজার 700 US ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 99 লাখ 55 হাজার 500 টাকা । এছাড়াও ধৃতদের কাছ থেকে 26 হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ভোটার কার্ড মিলেছে ।
কাস্টমস কর্তারা জানান, মায়ানমার থেকে ভারতে সোনা পাচার হয় ৷ তারপর কয়েকজন সেই সোনা কলকাতার বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা নিয়ে আবার তা মায়ানমারে পাঠায় ৷ এটাই মোডাস অপারেন্ডি ৷ সোনা কলকাতায় বিক্রি করে টাকা নিয়ে ফিরছিল এই দু'জন ৷ তখনই ধরা পড়ে যায় ৷