ETV Bharat / state

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কোটি টাকার US ডলারসহ গ্রেপ্তার 2

শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ভারতীয় মুদ্রায় প্রায় কোটি টাকা মূল্যের অ্যামেরিকান ডলার উদ্ধার করল পুলিশ ৷ রহুল পুই ও লাল থান পোয়ে নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ছবি
author img

By

Published : Nov 12, 2019, 3:45 AM IST

Updated : Nov 12, 2019, 10:11 AM IST

নকশালবাড়ি, 12 নভেম্বর : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে কোটি টাকার অ্যামেরিকান ডলার সহ দু'জনকে গ্রেপ্তার করল নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট । ধৃতদের নাম রহুল পুই ও লাল থান পোয়ে ৷ সম্পর্কে মা ও ছেলে দু'জনেই আইজলের বাসিন্দা । কলকাতায় সোনা পাচারের পর এই বিপুল পরিমাণ টাকা নিয়ে ফিরছিল তারা ৷

গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালায় নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট ৷ সেখান থেকেই উদ্ধার হয় এক লাখ 38 হাজার 700 US ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 99 লাখ 55 হাজার 500 টাকা । এছাড়াও ধৃতদের কাছ থেকে 26 হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ভোটার কার্ড মিলেছে ।

image
ধৃত রহুল পুই ও লাল থান পোয়ে

কাস্টমস কর্তারা জানান, মায়ানমার থেকে ভারতে সোনা পাচার হয় ৷ তারপর কয়েকজন সেই সোনা কলকাতার বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা নিয়ে আবার তা মায়ানমারে পাঠায় ৷ এটাই মোডাস অপারেন্ডি ৷ সোনা কলকাতায় বিক্রি করে টাকা নিয়ে ফিরছিল এই দু'জন ৷ তখনই ধরা পড়ে যায় ৷

নকশালবাড়ি, 12 নভেম্বর : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে কোটি টাকার অ্যামেরিকান ডলার সহ দু'জনকে গ্রেপ্তার করল নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট । ধৃতদের নাম রহুল পুই ও লাল থান পোয়ে ৷ সম্পর্কে মা ও ছেলে দু'জনেই আইজলের বাসিন্দা । কলকাতায় সোনা পাচারের পর এই বিপুল পরিমাণ টাকা নিয়ে ফিরছিল তারা ৷

গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালায় নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট ৷ সেখান থেকেই উদ্ধার হয় এক লাখ 38 হাজার 700 US ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 99 লাখ 55 হাজার 500 টাকা । এছাড়াও ধৃতদের কাছ থেকে 26 হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ভোটার কার্ড মিলেছে ।

image
ধৃত রহুল পুই ও লাল থান পোয়ে

কাস্টমস কর্তারা জানান, মায়ানমার থেকে ভারতে সোনা পাচার হয় ৷ তারপর কয়েকজন সেই সোনা কলকাতার বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা নিয়ে আবার তা মায়ানমারে পাঠায় ৷ এটাই মোডাস অপারেন্ডি ৷ সোনা কলকাতায় বিক্রি করে টাকা নিয়ে ফিরছিল এই দু'জন ৷ তখনই ধরা পড়ে যায় ৷

Intro:শিলচর গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অভিযান চালিয়ে ভারতীয় মুদ্রায় প্রায় কোটি টাকা মূল্যের ইউএস ডলার সহ দুজনকে গ্রেপ্তার করল নকশালবাড়ি কাস্টমস প্রিভেনটিভ ইউনিট। ধৃতরা সম্পর্কে মা ও ছেলে। এরা কলকাতায় সোনা পাচারের পর এই বিপুল অর্থ নিয়ে ফিরছিল বলে সন্দেহ কাস্টমস কর্তাদের।


Body:এদিন সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচর গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার হয় এক লক্ষ 38 হাজার 700 US ডলার সহ দুজনকে গ্রেফতার করে নকশালবাড়ি কাস্টমসের প্রিভেনটিভ ইউনিট। ভারতীয় মুদ্রায় এর দর 99 লক্ষ 55 হাজার 500 টাকা। এছাড়াও ধৃতদের থেকে ভারতীয় মুদ্রায় 26 হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ভোটার কার্ড মিলেছে।এরা দুজনেই আইজলের বাসিন্দা। কাস্টমস কর্তারা জানান, সোনা কলকাতায় পাচার করে এই অর্থ সংগ্রহ করে এরা ফিরছিল বলে সন্দেহ করছি আমরা।


Conclusion:
Last Updated : Nov 12, 2019, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.