ETV Bharat / state

জলপাইগুড়িতে হাতির দাঁত সহ গ্রেপ্তার 2 - বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সে

উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে জলপাইগুড়ি থেকে উদ্ধার হল হাতির দাঁত । দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

Darjeeling
Darjeeling
author img

By

Published : Jul 10, 2020, 4:23 PM IST

জলপাইগুড়ি, 10 জুলাই : পাচার হওয়ার আগেই উদ্ধার হল হাতির দাঁত । গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে । ধৃত শোভা তামাং ও সোম শেরি তামাং দু'জনেরই বাড়ি দার্জিলিঙে ।

জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, "আমাদের কাছে খবর আসে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হচ্ছে । সেইমতো আমরা অভিযানে যাই । কালিম্পঙের মংপং এলাকা থেকে দু'জনকে আটক করি । তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে হাতির দাঁত পাই । হাতির দাঁতটির ওজন 500 গ্রাম ।"

সঞ্জয় দত্ত আরও বলেন, "ধৃতদের জেরা করে জানা গেছে তারা আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে জড়িত । তারা দার্জিলিং থেকে কালিম্পঙে যাচ্ছিল । এই বন্যপ্রাণীর দেহাংশ তারা নেপালে পাচারের ছক কষেছিল । ধৃতদের কাছ থেকে আরবের টাকা ও 10টি ATM কার্ড উদ্ধার হয়েছে । তাদের মোবাইলে বন্যপ্রাণীর পাচার সংক্রান্ত কয়েকটি তথ্য পাওয়া গেছে । "

জলপাইগুড়ি, 10 জুলাই : পাচার হওয়ার আগেই উদ্ধার হল হাতির দাঁত । গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে । ধৃত শোভা তামাং ও সোম শেরি তামাং দু'জনেরই বাড়ি দার্জিলিঙে ।

জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, "আমাদের কাছে খবর আসে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হচ্ছে । সেইমতো আমরা অভিযানে যাই । কালিম্পঙের মংপং এলাকা থেকে দু'জনকে আটক করি । তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে হাতির দাঁত পাই । হাতির দাঁতটির ওজন 500 গ্রাম ।"

সঞ্জয় দত্ত আরও বলেন, "ধৃতদের জেরা করে জানা গেছে তারা আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে জড়িত । তারা দার্জিলিং থেকে কালিম্পঙে যাচ্ছিল । এই বন্যপ্রাণীর দেহাংশ তারা নেপালে পাচারের ছক কষেছিল । ধৃতদের কাছ থেকে আরবের টাকা ও 10টি ATM কার্ড উদ্ধার হয়েছে । তাদের মোবাইলে বন্যপ্রাণীর পাচার সংক্রান্ত কয়েকটি তথ্য পাওয়া গেছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.