শিলিগুড়ি, 18 জুন: শিলিগুড়িতে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 16 জন । তাঁদের মধ্যে রয়েছেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । তিনি মাটিগাড়ায় এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন । সেখানেই তার চিকিৎসা চলবে । তাঁকে কোনও কোরোনা হাসপাতালে স্থানান্তর করা হবে না ।
এদিকে আক্রান্ত 16 জনের মধ্যে মৃত্যু হয়েছে দু'জন ৷ তাঁদের মধ্যে একজনের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আর একজনের মৃত্যু হয় মাটিগাড়ার কাওয়াখালির কোরোনা হাসপাতালে ।
দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, "এখনও পর্যন্ত কোরোনায় দুজনের মৃত্যু হয়েছে । " অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে বলেন ,"তিনি আপাতত স্থিতিশীল আছেন ।"
রাজ্য সরকারের দেওয়া শেষ বুলেটিন অনুযায়ী বর্তমানে দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছে 222 জন ৷ সুস্থ হয়েছে 108 জন এবং মৃত্যু হয়েছে 4 জনের ৷