দার্জিলিং, 27 জুন : রবিবার সম্পন্ন হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন । 29 জুন হবে ফলাফলের ঘোষণা । মোট 1,442 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সেদিন । তবে এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল 78.30 শতাংশ । মাটিগাড়া ব্লকে 76.37 শতাংশ, খড়িবাড়ি ব্লকে 78.05, নকশালবাড়ি ব্লকে 78.93 ও ফাঁসিদেওয়া ব্লকে 79.70 শতাংশ ভোট পড়েছে । ভোট শেষে স্ট্রংরুমে বাক্সবন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য (SMP Election) ৷
নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে স্ট্রং রুমগুলি । রাখা হয়েছে সিসি ক্যামেরার নজরদারি । প্রতিবার এক জায়গায় মহকুমা পরিষদ নির্বাচনের ফলাফল গণনা হলেও এবার প্রতিটি ব্লকে আলাদা আলাদাভাবে গণনা হবে ৷ মাটিগাড়া ব্লকে নরসুন্দর বিদ্যাপীঠ, নকশালবাড়ি ব্লকে হাতিঘিসা উচ্চবিদ্যালয়, খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি হাইস্কুল এবং ফাঁসিদেওয়া ব্লকে ফাঁসিদেওয়া হাইস্কুলে গণনা হবে । এদিকে, অন্যান্য ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও ফাঁসিদেওয়া ব্লকে চাপা উত্তেজনা সোমবারও বজিয়ে ছিল । সেজন্য ওই ব্লকে বিশেষ পুলিশি প্রহরার ব্যবস্থা রাখা হয়েছে । তবে মহকুমা পরিষদ নির্বাচনের পরেও ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছে বিরোধী শিবির । ইতিমধ্যে সেই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বিরোধী শিবিরের তরফে ।
আরও পড়ুন : শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ত্রিস্তরীয় নিরাপত্তা
শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মন বলেন, "মহকুমা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পরিবেশ ছিল না। অবাধে ছাপ্পাবাজি, রিগিং থেকে শুরু করে বিরোধীদের কর্মী, প্রার্থীদের মারধর করা হয়েছে । তবুও মানুষ আমাদের পাশে রয়েছে। তবে বিধানসভা নির্বাচনের পর আমরা যেমন দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা হয়েছিল, এবার যাতে না-হয় সেজন্য পুলিশ প্রশাসনকে আবেদন করব যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে ।"